Mamata Banerjee: 'সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে BSF,' আক্রমণ মুখ্য়মন্ত্রীর | ABP Ananda Live
ABP Ananda Live: সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে BSF। সীমান্ত দিয়ে গুন্ডা পাঠানো হচ্ছে, তারা খুন করছে চলে যাচ্ছে। এর পিছনে কেন্দ্রীয় সরকারের ব্লু প্রিন্ট আছে। রাজ্য়ে পরপর জঙ্গি গ্রেফতার এবং জাল পাসপোর্ট চক্রের পর্দাফাঁসের আবহে, আজ প্রশাসনিক বৈঠক থেকে এমনই অভিযোগ করলেন মুখ্য়মন্ত্রী। এ নিয়ে জেলাশাসকদের একাংশের ভূমিকায় যে তিনি সন্তুষ্ট নন, তাও বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। অনুপ্রবেশে মদত দেওয়ার অভিযোগে, BSF-কে নিশানা করেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ও। পাল্টা সুর চড়িয়ে, শুভেন্দু অধিকারী বলছেন, সীমান্তে কাঁটাতার বসানোর জন্য়, জমি না দিয়ে, পরোক্ষে অনুপ্রবেশে মদত দিচ্ছে তৃণমূল সরকার।
তৃণমূলে রদবদল ঠিক সময়ে হবে। জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বলেন, দলের জন্য যাঁরা কাজ করেছেন তাঁদের কোনও চিন্তা নেই। সূত্রের খবর, এর আগে দলের জেলা সভাপতি ও পুরসভার চেয়ারম্যান পদে একাধিক রদবদলের প্রস্তাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এই রদবদল নিয়ে জল্পনাকে গুরুত্ব দিতে চায়নি বিরোধীরা।
তৃণমূলে সাংগঠনিক রদবদলের প্রশ্নে নিজের অবস্থানে অনড় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। বৃহস্পতিবার ফের একবার সেকথা বুঝিয়ে দিলেন তিনি। গতবছর প্রথম অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের মুখে শোনা গেছিল সাংগঠনিক রদবদলের কথা। তিনি বলেছিলেন, "পুরসভার নির্বাচনে, আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাব, আমার ওয়ার্ড থেকে আমি জিতব, আর লোকসভা, বিধানসভায় দল প্রত্য়াশিত আর আশানুরূপ ফল করবে না। আপনার বিরুদ্ধে দল ব্য়বস্থা নেবে। যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। আগামী তিনমাসের মধ্য়ে তার ফল আপনারা দেখবেন।''