West Bengal News Live Updates: লাল নাটকে আপত্তি তৃণমূলের! সমালোচনায় বিরোধীরা, অস্বীকার শাসকের
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE
Background
ফের শাসকের রোষে নাটক? কল্যাণীর পর নবদ্বীপ। তৃণমূল (TMC) পরিচালিত পুরসভার বিরুদ্ধে ব্যারিকেড নাটক বন্ধ করার অভিযোগ। নাটক করার অনুমোদনই নেই, পাল্টা পুরসভা। (Nadia News)
লাল নাটকে আপত্তি, প্রতিক্রিয়া দেবেশের। রাজনীতির কোপ, মন্তব্য কৌশিক সেনের (Kaushik Sen)। বিরোধিতা সহ্য করতে পারে না সরকার, সমালোচনায় বিরোধীরা, প্রচার পাওয়ার চেষ্টা, পাল্টা তৃণমূল।
আইন আইনের পথে চলবে, রাজভবন কর্তব্য পালন করবে, জয়নগরকাণ্ডে কড়া বার্তা রাজ্যপালের (CV Ananda Bose)। অপরাধের পরিবেশ রাজ্যের কিছু জায়গায় বর্তমান, কড়া পদক্ষেপ চাই, মন্তব্য বোসের।
সকালের সব গুরুত্বপূর্ণ খবর দেখে নিন একনজরে
নেতা খুনের ৪৮ ঘণ্টা পরেও দুষ্কৃতীরা নাগালের বাইরে। বাজেয়াপ্ত দুটি বাইকের একটি সিপিএম কর্মী মুসিবুরের নামে। ঘটনার সময় বাড়িতেই ছিলেন, ৫ কিলোমিটার দূরে কী করে গেল বাইক, প্রশ্ন পরিবারের।
মানিকতলায় এক ব্যক্তিকে পিটিয়ে খুন। সাট্টা-জুয়া, ক্রিকেট বেটিংয়ের আসর বসানোর প্রতিবাদ করায় খুনের অভিযোগ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু।
ধূপগুড়িতে জাতীয় সড়কের ওপর চাঁদার জুলুম। ঠেকাতে গিয়ে মাথা ফাটল অতিরিক্ত পুলিশ সুপারের। স্বতঃপ্রণোদিত মামলা রুজু। হামলার ঘটনায় গ্রেফতার স্থানীয় ক্লাবের ৩ সদস্যকে।
একই ওয়ার্ড, তবু পার্থ, মানিকদের সঙ্গে দেখা করতে নারাজ প্রেসিডেন্সি জেলে বন্দি জ্যোতিপ্রিয়। চাইলেন মোবাইলও। একাধিকবার নাম নিলেন প্রভাবশালী মন্ত্রীর, খবর জেল সূত্রে।
আজ ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা বোনেদের। মাতলেন রাজনীতিবিদ থেকে সেলিব্রিটিরা। রাজভবনে ফোঁটা নিলেন রাজ্যপাল। (Bhai Phonta 2023)
Nabadwip News: লাল নাটকে আপত্তি তৃণমূলের! সমালোচনায় বিরোধীরা, অস্বীকার শাসকের
লাল নাটকে আপত্তি তৃণমূলের। প্রতিক্রিয়া নাট্যব্যক্তিত্বও নির্দেশক দেবেশ চট্টোপাধ্যায়ের। রাজনীতির কোপ, মন্তব্য নাট্যব্যক্তিত্ব কৌশিক সেনের। বিরোধিতা সহ্য করতে পারে না সরকার, সমালোচনায় বিরোধীরা, অস্বীকার শাসকের।
Kolkata News: প্রতিবাদীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল খাস কলকাতায়
প্রতিবাদীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল খাস কলকাতায়। নিহত অনিল রজক মানিকতলার বাগমারির বাসিন্দা। পরিবারের অভিযোগ, এলাকায় জুয়া, নেশার আসরের প্রতিবাদ করায় খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে মানিকতলা থানার পুলিশ।
Jyotipriya Mallick: এক ওয়ার্ডে থেকেও জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যদের সঙ্গে দেখা করতে নারাজ জ্যোতিপ্রিয়
প্রেসিডেন্সি জেলের একই ওয়ার্ডে থাকা সত্ত্বেও জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যদের সঙ্গে দেখা করতে নারাজ জ্যোতিপ্রিয় মল্লিক। জেল সূত্রে দাবি, রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীর নাম নিয়ে জেলে মোবাইল ফোনে বায়না ধরেছেন জ্যোতিপ্রিয়। যদিও তা ধোপে টেকেনি।
SSC Case: নিয়োগ দুর্নীতির মামলায় প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই
নিয়োগ দুর্নীতির মামলায়, এবার প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। এই মামলায় ধৃত, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর সঙ্গে তাঁর কতবার দেখা হয়েছিল? দু'জনের মধ্য়ে কি টাকার লেনদেন হয়েছিল? জিজ্ঞাসাবাদে তা জানতে চাওয়া হয় বলে সিবিআই সূত্রে দাবি।
Agarpara Fire: আগরপাড়ায় বিটি রোডের উপর মারুতির শোরুমে বিধ্বংসী আগুন
আগরপাড়ায় বিটি রোডের উপর মারুতির শোরুমে বিধ্বংসী আগুন। পুড়ে ছাই একাধিক গাড়ি।আগুন লাগে রাত সাড়ে ৮টা নাগাদ। ঘটনাস্থলে দমকল। কীভাবে অগ্নিকাণ্ড, এখনও ধোঁয়াশা