West Bengal News Live Updates: আমি বিজেপি-র ক্যাডার, নেতা নই: মিঠুন
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE
Background
আজ সপ্তম দফা। বাংলার ৯ লোকসভা কেন্দ্রে নির্বাচন। কলকাতা উত্তর-দক্ষিণ, দমদম, যাদবপুর, ডায়মন্ডহারবার, বসিরহাট, বারাসাত, জয়নগর, মথুরাপুরে ভোট। বরানগরে উপনির্বাচন। (West Bengal Loksabha Elections 2024))
শেষ দফায় মোতায়েন ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রায় ২ হাজার কিউআরটি। কলকাতায় বাড়তি নজরদারি। ভোট পর্ব মেটার পরও ৬ জুন পর্যন্ত রাজ্যে থাকবে ৪০০ কোম্পানি বাহিনী। (Central Forces)
শেষ দফায় ভোটে ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে নজরদারি আরও জোরদার। বুথে ক্যামেরা বন্ধ থাকলে ভোটগ্রহণ বন্ধ রাখার নির্দেশ। জবাবদিহি করতে হবে প্রিসাইডিং অফিসারকে। কমিশন সূত্রে খবর।
ভোটের আগে রাতে উত্তপ্ত সন্দেশখালি। টহল দেওয়ার সময় পুলিশের ওপর হামলার অভিযোগ। পুলিশের ছদ্মবেশে বাড়ি বাড়ি গিয়ে হুমকি তৃণমূলের। পাল্টা অভিযোগ বিজেপির, অস্বীকার শাসক দলের। (Sandeshkhali Case)
ভোটের কয়েকঘণ্টা আগেই উত্তপ্ত দমদম লোকসভা কেন্দ্র। বিরাটিতে বাড়ি বাড়ি গিয়ে হুমকি। সিপিএম এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অস্বীকার শাসক দলের। (TMC News)
আজ শেষ দফার ভোট। তার আগে তপ্ত যাদবপুর লোকসভা কেন্দ্র। গাঙ্গুলিবাগান সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ। ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ।
ভোটের আগে তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়। গ্রেফতার ২ আইএসএফ কর্মী। বোমাবাজিতে আহত ৫। এলাকা ঘিরল কেন্দ্রীয় বাহিনী।
রসভা-পঞ্চায়েত ভোটের পর ফিরল সাদা থানের হুঁশিয়ারি। দমদমে ভোটের আগে খড়দায় চাঞ্চল্য। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ বিজেপির নেতার স্ত্রী-র। যোগ অস্বীকার তৃণমূলের।
হাতে ওয়াকি টকি নিয়ে স্ট্রং রুমের পাশে কয়েকজন। জিজ্ঞাসাবাদের মুখে পালাল অভিযুক্তরা। ইভিএমে কারচুপির চেষ্টার অভিযোগ ঘিরে তপ্ত তমলুক।
কলকাতায় ভোটের আগে হাওড়া ব্রিজে টাকা উদ্ধার। নাকা চেকিংয়ে ৬ বাইক আরোহীর কাছে মিলল ১০ লক্ষ ১৩ হাজার টাকা। আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের।
Election Commission: ভোটকেন্দ্র থেকে ইভিএম লুঠ হয়নি, জানাল নির্বাচন কমিশন
ভোটকেন্দ্র থেকে ইভিএম লুঠ হয়নি, জানাল নির্বাচন কমিশন। বুথের কাছে দাঁড়িয়ে থাকা সেক্টর অফিসারের গাড়ি থেকে ছিনতাই অতিরিক্ত ইভিএম।
ওই কেন্দ্রে ভোটগ্রহণ নির্বিঘ্নে চলছে, জানিয়েছে নির্বাচন কমিশন।
Election Commission: ভোটকেন্দ্র থেকে ইভিএম লুঠ হয়নি, জানাল নির্বাচন কমিশন
ভোটকেন্দ্র থেকে ইভিএম লুঠ হয়নি, জানাল নির্বাচন কমিশন। বুথের কাছে দাঁড়িয়ে থাকা সেক্টর অফিসারের গাড়ি থেকে ছিনতাই অতিরিক্ত ইভিএম।
ওই কেন্দ্রে ভোটগ্রহণ নির্বিঘ্নে চলছে, জানিয়েছে নির্বাচন কমিশন।
Mithun Chakraborty: আমি বিজেপি-র ক্যাডার, নেতা নই: মিঠুন
'আমি বিজেপি-র ক্যাডার। নেতা নই। নিজের কর্তব্যপালন করেছি', বেলগাছিয়ায় ভোট দিয়ে বললেন মিঠুন চক্রবর্তী।
Tapas Roy: কাশীপুরে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ, তাপস রায়কে ঘিরে উত্তেজনা
কাশীপুরে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ। এলাকায় কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। তাপস রায়কে ঘিরে উত্তেজনা, ধাক্কাধাক্কি।
Sandeshkhali News: সন্দেশখালিতে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, লাঠি-ঝাঁটা নিয়ে রাতপাহারা গ্রামবাসীদের
সন্দেশখালিতে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। লাঠি-ঝাঁটা নিয়ে রাতপাহারা গ্রামবাসীদের। ভাঙড়ের সাতুলিয়ায় বোমাবাজি, উত্তেজনা, লাঠিচার্জ।
কুলতলিতে পুকুরে ইভিএম, ভিভিপ্যাট। কদম্বগাছিতে আক্রান্ত বিজেপি নেতার মেয়ে। ভাঙড়ে আইএসএফ প্রার্থীর গাড়ি ভাঙচুর। বাঘা যতীনে বাইক বাহিনীর তাণ্ডব।