WB News Live Update:ডানকুনির পর পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়, জাতীয় সড়ক অবরোধে ট্রাক ও গাড়িচালকরা
West Bengal News Live:রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
বিদায় ২০২৩ (Year Ender 2023), স্বাগত ২০২৪ (New Year 2024)। কলকাতা থেকে দার্জিলিং। দিল্লি-মুম্বই থেকে গোয়া, নতুন বছরকে স্বাগত জানাল গোটা দেশ।
২০২৪-এ যে কাজই করুন, দেশের জন্য করুন। মনে রাখবেন রাষ্ট্র প্রথম। বছর শেষের মন কি বাতে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বললেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi On Mann KI Baat)।
চাঁদ-সূর্যের পর ব্ল্যাক হোল নিয়ে জানতে নতুন বছরের প্রথম সকালেই ইসরোর নতুন সফর। শ্রীহরিকোটা থেকে এক্সপোস্যাট উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দেবে পিএসএলভি।
তুঙ্গে অর্জুন ও সোমনাথ শ্যামের দ্বন্দ্ব।
হলুদ ফাইলে রয়েছে বিগত দিনে খুনের তথ্য। অর্জুনকে খোঁচা সোমনাথ শ্যামের। ২০২৪ সালে কোন ডালে নজর থাকবে, আক্রমণ সুবোধ অধিকারীর। যা বলার দল বলবে, পাল্টা অর্জুন।
অন্তর্দ্বন্দ্বের ক্যান্সারে আক্রান্ত তৃণমূল, কটাক্ষ অধীরের। মানসম্মান থাকলে ওদেরকে তাড়ান না হলে পদত্যাগ করুন সুব্রত বক্সী। খোঁচা শুভেনদুর। গোটা বিষয় দেখছেন সুব্রত বক্সী, পাল্টা কুণাল।
লোকসভা ভোটের আগে কলকাতা থেকে জেলায় বাংলায় বিকল্প রাজনীতি লেখা পোস্টার। প্রদেশ কংগ্রেস দফতরের পাশেও একই পোস্টার। নাম নেই প্রচারকের।
বাংলার ভবিতব্য বিকল্প রাজনীতি। ফেসবুক পোস্ট বিতর্ক উস্কে দিলেন কৌস্তভ বাগচি। কংগ্রেসকে লাইনে আনার চেষ্টা কৌস্তভের। বাংলায় একমাত্র বিকল্প বিজেপি, প্রতিক্রিয়া শুভেনদুর।
গাঁয়ে মানে না আপনি মোড়ল। যাঁরা বিকল্প ব্যবস্থা করে, তারা বিজেপিকে সাহায্য করছে। ২০২৪ সালে বাংলায় বিজেপিকে হারাতে পারে একমাত্র তৃণমূলই। পোস্টার জল্পনায় মন্তব্য ফিরহাদের।
রাজ্যের নতুন মুখ্যসচিব বি পি গোপালিকা। নতুন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, সামলাবেন পরিষদীয় ও পর্যটন দফতরের প্রধান সচিবের দায়িত্বও। মুখ্যমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হরিকৃষ্ণ দ্বিবেদী।
এবার পয়লা বৈশাখকে বাংলা দিবস হিসেবে ঘোষণা রাজ্যের। বাংলার মাটি, বাংলার জল গানকে রাজ্যের জাতীয় সঙ্গীত ঘোষণা। রাজ্য সঙ্গীত গাইতে হবে রাজ্যের সমস্ত অনুষ্ঠানে।
নতুন বছরে মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি স্থগিত। ২ জানুয়ারি নেতাজি ইন্ডোরে স্থগিত কর্মসূচি, পিছোল ৩ জানুয়ারির গঙ্গাসাগর সফর। স্থগিত ৪ জানুয়ারির জয়নগরের সভাও।
আরও পড়ুন:বছরের প্রথম দিন উধাও শীত, ফের পারদ পতনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে
WB News Live Updates:ফের অর্জুন সিংহকে নিশানা সোমনাথ শ্যামের
ফের অর্জুন সিংহকে নিশানা সোমনাথ শ্যামের
WB News Live:দক্ষিণেশ্বরে কল্পতরু উৎসব
দক্ষিণেশ্বরে কল্পতরু উৎসব। মঙ্গলারতি দিয়ে পুজোর সূচনা হয়েছে, এরপর রীতি মেনে মায়ের পুজো, বছরের প্রথম দিন মায়ের দর্শন পাওয়ার আশায় ভোর থেকে লাইন দিয়েছেন ভক্তরা
WB News Live Updates:'মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই তিনি লড়াই করবেন অভিষেক', মন্তব্য সুব্রত বক্সীর
'মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই তিনি লড়াই করবেন অভিষেক', মন্তব্য সুব্রত বক্সীর
WB News Live:কল্পতরু উৎসবে রীতি মেনে মায়ের পুজো, বছরের প্রথমে মায়ের দর্শন পেতে ভিড় ভক্তদের
কল্পতরু উৎসবে রীতি মেনে মায়ের পুজো, বছরের প্রথমে মায়ের দর্শন পেতে ভিড় ভক্তদের
WB News Live Updates:তৃণমূল কংগ্রেসের জন্মদিনে ফের আক্রমণাত্মক কুনাল ঘোষ
তৃণমূল কংগ্রেসের জন্মদিনে ফের আক্রমণাত্মক কুনাল ঘোষ। সামনে উঠে এলো নবীন প্রবীণ বিতর্ক