Malda Ambulance News: সরকারি হাসপাতালে রেফার করা রোগীকে নার্সিংহোমে! মালদায় অ্যাম্বুল্যান্স চালকদের নয়া আঁতাত!
অভিযোগ, হাসপাতাল থেকে বেরনোর পরই ভুল বুঝিয়ে তাঁদেরকে একটি নার্সিংহোমে নিয়ে যান অ্যাম্বুল্যান্স চালক।

অভিজিৎ চৌধুরী ও করুণাময় সিংহ, মালদা: মালদায় অ্যাম্বুল্যান্স চালকদের সঙ্গে নার্সিংহোমের আঁতাঁতের অভিযোগ। সরকারি হাসপাতালে রেফার করা রোগীর পরিবারকে ভুল বুঝিয়ে নার্সিংহোমে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল অ্যাম্বুল্যান্স চালকের বিরুদ্ধে। বিল না মেটাতে পারায় নার্সিংহোমে রোগীকে আটকে রাখা হয় বলেও অভিযোগ। প্রমাণ পেয়ে রোগীকে উদ্ধার করল স্বাস্থ্য দফতর। রোগী আটকে রাখার, অভিযোগ অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি অতিরিক্ত জেলাশাসকের।
ঠিক কী ঘটেছে?
বাড়ির লোকজন রোগীর নিয়ে সরকারি হাসপাতালে যেতে চাইলেও, অ্যাম্বুল্যান্স চালক চলে যাচ্ছেন নার্সিংহোমে। অভিযোগ, মালদায় এভাবেই দৌরাত্ম্য চালাচ্ছে অ্যাম্বুল্যান্সের দালাল চক্র। পরিবার সূত্রে খবর, শ্বাসকষ্টের সমস্যার কারণে ষাটোর্ধ্ব বাবাকে নিয়ে বৃহস্পতিবার গাজোল হাসপাতালে যান ২ ছেলে। রোগীকে মালদা মেডিক্যালে রেফার করা হয়।
অভিযোগ, হাসপাতাল থেকে বেরনোর পরই ভুল বুঝিয়ে তাঁদেরকে একটি নার্সিংহোমে নিয়ে যান অ্যাম্বুল্যান্স চালক। রোগীর ছেলে বলেন, 'ওখানে গেলাম মোটামুটি দেড়টা বাজে। গিয়ে দেখি কোনও ডাক্তার নাই, কিছু নাই। কেউ নাই আর কী। ২জন স্টাফ ছিল, তারাই ঢোকাল। নার্সিংহোমের ভিতরে ঢুকিয়ে অক্সিজেন লাগিয়ে দিল। বাইরে ডেকে বলছে, আপনাদের টাকা জমা দিতে হবে। আমি বললাম কত, বলে এখন ২০ বাজার টাকা জমা কর।'
পরিবার সূত্রে খবর, ২ দিনেই ১ লক্ষ ২৪ হাজার টাকা বিল করে নার্সিংহোমে। বিল না মেটালে রোগীকে আটকে রাখে নার্সিংহোম কর্তৃপক্ষ। পরিবারের অভিযোগ পেয়ে স্বাস্থ্য দফতরের একটি দল গিয়ে রোগীকে উদ্ধার করে শুক্রবার মালদা মেডিক্যালে নিয়ে আসে। ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।
মালদার অতিরিক্ত জেলা শাসক শেখ আনসার আহমেদ বলেন, 'আমাদের দল যখন পরিদর্শন করে তখন দেখে যে, প্রায় ১ লক্ষ টাকা বিল করা হয়েছে, এবং পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হয়নি। যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তখন জানতে পারি, ওই রোগীকে অবৈধভাবে ওখানে আটকে রাখা হয়েছে। যতক্ষণ না বিল পেমেন্ট করা হচ্ছে, ততক্ষণ ছাড়া হবে না। নার্সিংহোমের বিরুদ্ধ উপযুক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে।'
রোগী আটকে রাখার অভিযোগ অস্বীকার করলেও বিল নিয়ে অভিযোগ স্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ। অভিযুক্ত নার্সিংহোমের কর্ণধার নাজমুল আলম বলেন, 'কালকে আমরা গিয়ে স্বাস্থ্য দফতরে কথা বলেছি, ম্যানেজারকে শোকজ করেছি। তার এই গাফিলতির জন্য। ম্যানেজের এটা না জানিয়ে করেছেন, আমরা জানতাম না, বিলটা সম্বন্ধে। খসড়া বিল এটা, এটা কোনও লিখিত বিল হয়নি, জাস্ট জানানো হয়েছিল, পেসেন্ট পার্টিকে যে, এরকম একটা বিল হতে পারে। এটা আমাদের ম্যানেজমেন্টের ভুলই হয়েছে, এটা আমরা ভুল স্বীকার করছি, পরবর্তীতে আর হবে না।' ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
অতিরিক্ত জেলাশাসক জানিয়েছেন, অ্যাম্বুল্যান্স চালকদের দৌরাত্ম্য রুখতেও পদক্ষেপ করা হচ্ছে।






















