West Bengal News Live Updates: হাওড়ার চামরাইলের ঢালাই কারখানায় আগুন
West Bengal Weather Updates: প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।
LIVE

Background
অবাধ-নিরপেক্ষ ভোট পরিচালনায় রাজ্যে 'স্বাধীন' দফতর চায় জাতীয় নির্বাচন কমিশন। স্বরাষ্ট্র-সহ সব সরকারি দফতর থেকে পৃথক হতে মুখ্যসচিবকে চিঠি। (Election Commission)
স্বাধীন বাজেট থেকে প্রশাসনিক স্বায়ত্তশাসন। সিইওকে নির্বাচনী দফতরের এসিএস করতে দিতে হবে বিজ্ঞপ্তি। দফতরের স্বাধীনতায় নবান্নে কমিশনের চিঠি। (Nabanna News)
ভোটার তালিকায় সংঘাতের মধ্যেই সিইও দফতরকে স্বতন্ত্র করতে রাজ্যকে কমিশনের চিঠি। ক্ষমতায় ফিরবে তৃণমূলই, দাবি কুণালের। স্বচ্ছতার যুক্তি শমীকের। (TMC News)
বাংলাদেশের নাগরিক, তাও উত্তর দিনাজপুরের ২জনের ভারতীয় ভোটার, রেশন কার্ড! পরিচয়পত্র বাতিলে সিইও-কে ফরেনার্স রেজিস্ট্রেশন দফতরের চিঠি। (NRC News)
এবার কি বাংলাতেও ভোটার তালিকায় বিশেষ সংশোধন? বিহার নিয়ে সংসদে প্রতিবাদে একজোট বিরোধীরা। ভুয়ো ভোটারই ভরসা! কটাক্ষ বিজেপির। (Voter List Row)
ভারতীয় নাগরিকত্ব থেকে ভোটার তালিকায় নাম তুলতে প্রামাণ্য নয় ভোটার, আধার কিংবা রেশন কার্ড। সুপ্রিম কোর্টের বিবেচনার প্রস্তাব খারিজ কমিশনের।
বেছে বেছে ৬ জেলার ৫২জনের নাম যাচাইয়ে চিঠি। বাংলা বললেই বাংলাদেশি সংঘাতে আরও চড়া সুর মুখ্যমন্ত্রীর। দায়ী তো তৃণমূলই, পাল্টা বিজেপি।
ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের অভিযোগ। সংসদ ভবনের বাইরে তৃণমূলের বিক্ষোভ।
হরিয়ানায় আটক নদিয়া, মালদার একাধিক পরিযায়ী শ্রমিক। বিজেপির চক্রান্ত দেখছেন মুখ্যমন্ত্রী। ফালাকাটার বাসিন্দাকে নোটিসে অসমের মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি। (Migrant Workers)
মেয়াদ শেষের আগেই হঠাৎ উপরাষ্ট্রপতির পদে ধনকড়ের ইস্তফা। কয়েক ঘণ্টাতেই মঞ্জুর। তোলপাড় সংসদ। সুস্থতা কামনা করে পোস্ট প্রধানমন্ত্রীর।
মেয়াদ শেষ করব বলেও কেন ধনকড়ের ইস্তফা? অসুস্থ নন, পুরোপুরি সুস্থ, বললেন মমতা। চিত্রনাট্য দেখছে কংগ্রেস। অকারণে রাজনীতি, পাল্টা বিজেপি।(Jagdeep Dhankhar)
মোদির পরে অমিত শাহ, অগাস্টেই ফের বঙ্গ সফরে? নতুন দায়িত্ব পাওয়ার পরে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে শমীক। সুকান্তর বাসভবনে শুভেন্দু। (West Bengal Assembly Elections 2026)
রাজ্যে ফের কেন্দ্রীয় টিম। আবাস যোজনা, বার্ধ্যক্য ভাতার মতো কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা মিলছে? তমলুকে খোঁজ নিলেন প্রতিনিধিরা। দিল্লি ফিরে রিপোর্ট।
ছাব্বিশের ভোটের আগে তৃণমূলস্তরে নজর। স্থানীয় সমস্যা সমাধানে এবার আমাদের পাড়া, আমাদের সমাধান প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর। ৮ হাজার কোটি বরাদ্দ।
২১ জুলাইয়ের সভায় না যাওয়ায় কর্মীদের সাসপেন্ডের অভিযোগ। ঢাকুরিয়ায় বন্ধ হাওড়া ৩৭ নম্বর রুটের বাস। শুধুই অপপ্রচার। পাল্টা দাবি কাউন্সিলরের।
পুরনো অভিযোগে কসবা গণধর্ষণকাণ্ডে মনোজিততে শোন অ্যারেস্ট দেখাল পুলিশ। তদন্তে গাফিলতি মানলেন স্পেশাল পিপি। এতদিন কী করছিলেন? প্রশ্ন বিচারকের।
বালেশ্বর, পুরীর পর জগৎসিংপুর। ফের বিজেপি শাসিত ওড়িশায় নারী নির্যাতন! অপহরণের পর ধর্ষণের অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নির্যাতিতা।
ল্যান্সডাউনের ফুটপাথে মহেশতলার বাসিন্দার রক্তাক্ত দেহ। পাশে পাথর। জয়নগরে গ্রেফতার। নিউটাউনের গেস্ট হাউসে স্ত্রীকে খুনের অভিযোগে জালে স্বামী।
বিজেপি কর্মী খুনের মামলায় জামিন চেয়ে হাইকোর্টে তৎকালীন আইও-হোমগার্ড। সিবিআই রিপোর্ট তলব। জেলে তাও কেন সাসপেন্ড নয়? ডিসি ইএসডির দফতরে নিহতের দাদা।
পাটনার হাসপাতালে শ্যুটআউট, আরায় এনকাউন্টার। হামলার পরে পিস্তল নিয়ে উল্লাস। বিহার পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে ৩ আততায়ী গ্রেফতার।
বাড়িতেই জুয়ার আসর! বহরমপুরে হাতেনাতে তৃণমূল নেতা-সহ ৮জন গ্রেফতার। উদ্ধার ২ লক্ষ টাকা। জানি না, চিনিও না, অস্বস্তির মুখে দাবি নেতৃত্বের।
সন্দেশখালিতে জাল নোট উদ্ধারে ফের গ্রেফতার। রামপুরহাট থেকে জালে মহিলা। আগেও সাইবার জালিয়াতিতে গ্রেফতার, জামিন পেয়েই জাল নোট চক্রে।
বাড়ির সামনে মদ্যপান ও গালিগালাজের প্রতিবাদের জের। ক্যানিংয়ে বাড়িতে ঢুকে দম্পতিকে মারধরের অভিযোগ। এখনও অধরা অভিযুক্তরা।
খড়গপুর আইআইটি-সহ শিক্ষাপ্রতিষ্ঠানে পরপর মৃত্যু। স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের। আদালত বন্ধু নিয়োগ করে তথ্য সংগ্রহের নির্দেশ।
ফের খড়গপুর আইআইটির ছাত্রের রহস্যমৃত্যু। ওষুধ খেতে গিয়ে গলায় আটকে বিপত্তি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রের মৃত্যু।
ঢাকায় সকুলে ভেঙে পড়ল চিনে তৈরি বাংলাদেশের যুদ্ধবিমান। ২৫ সকুল পডয়া -সহ মৃত ৩১, আহত বহু। যান্ত্রিক ত্রুটির জেরেই দুর্ঘটনা বলে অনুমান।
স্কুলে যুদ্ধবিমান ভেঙে মৃত্যুমিছিল। পরীক্ষা স্থগিতের ঘোষণা। প্রতিবাদে উত্তাল ঢাকা। শিক্ষার্থীদের সরাতে সাউন্ড গ্রেনেড-কাঁদানে গ্যাস পুলিশের।
৬২ বছর পরে ভারতীয় সেনাবাহিনী থেকে বিদায় নিতে চলেছে মিগ ২১। সেপ্টেম্বরেই ফেয়ারওয়েল। আমেরিকা থেকে এল প্রথম ব্যাচের ৩টি অ্যাপাচে কপ্টার।
Howrah News: হাওড়ার চামরাইলের ঢালাই কারখানায় আগুন
হাওড়ার চামরাইলের ঢালাই কারখানায় আগুন। দুপুর ২ টো নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানার কর্মীদের থাকার ঘরে হঠাৎ আগুন লেগে যায়।
দাউ দাউ করে জ্বলতে থাকে কর্মীদের আবাসস্থল। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের ২ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
CPM News: বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচারের অভিযোগ, কলকাতায় বামেদের প্রতিবাদ
বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচারের অভিযোগ। বাংলাভাষিদের উপর অত্যাচারের অভিযোগে কলকাতায় বামেদের প্রতিবাদ মিছিল। ধর্মতলা থেকে রামলীলা ময়দান পর্যন্ত মিছিলে বামেরা।






















