West Bengal News Live Updates: এক বছর আগের মামলায় আর জি করকাণ্ডের ৪ প্রতিবাদী ডাক্তারকে তলব
West Bengal Weather Updates: প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।
LIVE

Background
গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিংহ। গতকাল রাতে ট্যাংরা এলাকা থেকে গ্রেফতার রাকেশ। আজ ধৃত বিজেপি নেতাকে আদালতে পেশ করা হবে। (Rakesh Singh)
তৃণমূলের মঞ্চ খোলার ২৪ ঘণ্টার মধ্যেই সেনার সঙ্গে বেনজির সংঘাতে সরকার। সিপির গাড়ির সামনে বিপজ্জনক ড্রাইভিংয়ের অভিযোগে সেনাকর্মীর বিরুদ্ধে FIR. (TMC News)
বিবাদী বাগে পুলিশের হাতে আটক সেনার ট্রাক। পিছনের গাড়ির গতি বেশি থাকলে সমস্যা তো হবেই। বিপজ্জনক ড্রাইভিংয়ের অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি সেনাকর্মীর। (Kolkata News)
নিয়ম ভেঙে হঠাৎ ডান দিকে টার্ন। ট্রাফিক আইন অমান্যে সেনা ট্রাকের চালকের বিরুদ্ধে পদক্ষেপ। সংঘাতের অভিযোগ উড়িয়ে দাবি লালবাজারের।
তৃণমূল বিধায়ক সওকতের কনভয়ের পাইলট কারের ধাক্কায় ভাঙড়ে বাইক আরোহীর মৃত্যু। বেপরোয়াভাবে গাড়ি চালানোর জেরে মৃত্যুর মামলা রুজু পুলিশের। (TMC News)
১ বছর আগেই রেজিস্ট্রেশনও বাতিল, তাও রাস্তায় পাইলট কার! অতিরিক্ত দূষণের জন্য ২০১৬-এ লক করে পরিবহণ দফতর। মিলবে না বিমারও সুবিধে!
মেয়ো রোডে তৃণমূলের মঞ্চ খোলা নিয়ে বিতর্কে উত্তপ্ত বিধানসভা। চলতি অধিবেশনের জন্য বিরোধী দলনেতা সাসপেন্ড। (Suvendu Adhikari)
বাংলাদেশে পাক সেনার অত্যাচারের সঙ্গে ভারতীয় সেনার তুলনা করার অভিযোগে ব্রাত্যকে আক্রমণে শুভেন্দু। একাত্তরে যা হয়েছিল, তাই বলেছি, পাল্টা শিক্ষামন্ত্রী।
মেয়ো রোড থেকে সেনা মঞ্চ খুলতেই এবার ডোরিনা ক্রসিংয়ে ভাষা আন্দোলনে তৃণমূল। জেলায় জেলায় বিক্ষোভ।
আদিবাসী যুবককে খুন থেকে নেতাদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ। ডেবরা থানার সামনে বিজেপির বিক্ষোভে তুলকালাম।
কোচবিহারে কনভয়ে হামলা, FIR-এ উদয়নের নাম বাদ দেওয়ার অভিযোগ শুভেন্দুর! এত সহজে পার নয় বলে হুঙ্কার। পুলিশ কিছু পায়নি বলেই বাদ, পাল্টা উদয়ন।
মত্ত অবস্থায় হুমকি-বিতর্কে শিলিগুড়ির মহিলা তৃণমূল কাউন্সিলর। সরানো হল মেয়র পারিষদ পদ থেকে। প্রতিবাদ করায় আক্রান্ত, পাল্টা দাবি কাউন্সিলরের।
দাগি শিক্ষকদের তালিকায় শাসকদলের ছড়াছড়ি। ক্ষমা চাইলেন তৃণমূল কাউন্সিলর! বললেন,'আমাদের দলের নেতারা মুখ খুলছে না''আমাদের দলের নেতারা মুখ খুলছে না'।
ধোপে টিকল না আপত্তি। হাইকোর্টে খারিজ দাগি শিক্ষকদের আবেদন। সুপ্রিম কোর্ট যখন বলেছিল, তখনই সমাধান খোঁজা উচিত ছিল, জানিয়ে দিলেন বিচারপতি।
কমিশনের প্রকাশ করা দাগিদের তালিকায় হস্তক্ষেপ করল না আদালত। মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই হস্তক্ষেপ নয়, জানালেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।
এক-দুশো নয়, স্কুলে নিয়োগ দুর্নীতি অন্তত ৩ থেকে ৪ হাজার কোটির। এবিপি আনন্দে বিস্ফোরক বাগ কমিটির আইনজীবী। (বাইট--দাগি সংখ্যাটাও অনেক বেশি....)
এই তদন্ত কবে শেষ হবে জানি না। প্রাথমিকে নিয়োগ-দুর্নীতির তদন্তে সিবিআইয়ের ভূমিকায় সন্দেহ এবার খোদ হাইকোর্টের। ১১ সেপ্টেম্বর ফের শুনানি।
চাকরি চুরির মিডলম্যানের কোম্পানিতেও জীবনকৃষ্ণর লেনদেন। তৃণমূল বিধায়কের জোড়া অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার। সংস্থার মালিক প্রসন্ন, খবর ইডি সূত্রে।
মুচিপাড়ার প্রেমচাঁদ বড়াল স্ট্রিটে অস্ত্র নিয়ে দাপাদাপি। বাবুঘাট থেকে ২জন গ্রেফতার। ২ রাউন্ড গুলি-সহ আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত। আতঙ্কে খোদ কাউন্সিলর।
চোর সন্দেহে ক্যানিংয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে বাঁশ দিয়ে পিটিয়ে খুন। সংজ্ঞাহীন যুবককে টেনে হিঁচড়ে নিয়ে গেল মত্ত দুষ্কৃতীরা। ২জন গ্রেফতার।
মন্দিরে জুয়া খেলার প্রতিবাদ। পুরাতন মালদায় আক্রান্ত প্রতিবাদী। বাড়িতে ঢুকে তাণ্ডব, বৃদ্ধা মা-স্ত্রীর শ্লীলতাহানিরও অভিযোগ। এখনও অধরা দুষ্কৃতীরা।
চায়ের সঙ্গে বিষাক্ত কিছু খাইয়ে পরিবারকে অচেতন করে ২ বিবাহিত মহিলাকে নিয়ে পালাল যুবক। বাগদায় থানায় অভিযোগ দায়ের। দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবার।
বিহারের কংগ্রেসের সভায় মাকে টেনে কুরুচিকর আক্রমণ, মুখ খুললেন প্রধানমন্ত্রী। বললেন, 'আমার মা কী অপরাধ করেছেন,তিনি এখন পৃথিবীতেই নেই, রাজনীতির সঙ্গে মায়ের কোনও সম্পর্ক ছিল না'।
বিধানভবনে তাণ্ডব। এখনও অধরা মূল অভিযুক্ত রাকেশ সিংহ। বিধানসভা থেকে পার্ক সার্কাসে কংগ্রেসের বিক্ষোভ।
এবার মতুয়াদের নিয়ে মন্তব্য-বিতর্কে মহুয়া মৈত্র। বললেন, "সারা বছর তৃণমূলী, আর ভোটের সময় সনাতনী? কাজের সময় মমতা, কাঠের মালা পরে ভাতা নিতে আসেন।"
ভুয়ো বিল দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। বিডিওর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার তেহট্টের কানাইনগর পঞ্চায়েতের সিপিএমের প্রধান।
অবশেষে মণিপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী। অশান্তির আড়াই বছর পর ১৩ সেপ্টেম্বর মিজোরাম-মণিপুর যাওয়ার সম্ভাবনা। উদ্বোধন করবেন বৈরবি-সাইরাং রেলপথের।
২০২১-এ সেমিকন ইন্ডিয়া প্রকল্প শুরু। ২০২৩-এ সেমিকন্ডাক্টর প্রকল্পের অনুমোদন। ভারতে আস্থা বাড়ছে বিশ্বের। উদ্বোধনী মঞ্চে বললেন প্রধানমন্ত্রী।
পুলিশি হেফাজত থেকে পলায়ন ধর্ষণে অভিযুক্ত আপ বিধায়কের। পাঞ্জাবের বিধায়ককে ছাড়াতে পুলিশকে ইট, শূন্য গুলি অনুগামীদের। তিনটি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার অনুগামী।
শান্তিপূর্ণভাবে রিলিজ হতে দিন দ্য বেঙ্গল ফাইলস। সংঘাতের আবহে মুখ্যমন্ত্রীকে আর্জি পরিচালকের। প্রচার আসার মরিয়া চেষ্টা, কটাক্ষ তৃণমূলের।
আদালতের নির্দেশে বিকানেরে সঞ্জয়লীলা ভন্সালীর বিরুদ্ধে এফআইআর।লাভ অ্যান্ড ওয়ারের শ্যুটিংয়ের সময় প্রতারণা, হুমকি, সংগঠিত ষড়যন্ত্রের অভিযোগ।
ছাব্বিশের উচ্চমাধ্যমিক শুরু পঁচিশেই। এবার ২বার পরীক্ষা। সোমবার প্রথম, মার্চে দ্বিতীয় পর্ব। OMR শিটে MCQ-তে পরীক্ষা। ২ ফলাফলের যোগফলে রেজাল্ট।
১০টা ৪০ নয়। ব্রিজি থেকে দমদম-২ প্রান্তিক স্টেশনে এবার শেষ মেট্রো রাত সাড়ে ৯টায়। রেক থেকে মোটরম্যানের সঙ্কটে কাল থেকেই বন্ধ শেষ রাতের মেট্রো।
Rakesh Singh Arrested: 'বাবা মহান কাজ করেছে, আমরা গর্বিত', বললেন ধৃত বিজেপি নেতা রাকেশ সিংহের মেয়ে
"আমরা জানি, বাবা মহান কাজ করেছে। আমরা ওঁকে নিয়ে গর্বিত। ন্যায়-অন্যায় আদালত ঠিক করবে", বললেন রাকেশ সিংহের মেয়ে। প্রদেশ কংগ্রেসের অফিসে ভাঙচুর চালানোয় গ্রেফতার বিজেপি নেতা।
RG Kar Protests: এক বছর আগের মামলায় আর জি করকাণ্ডের ৪ প্রতিবাদী ডাক্তারকে তলব
এক বছর আগের মামলায় আর জি করকাণ্ডের ৪ প্রতিবাদী ডাক্তারকে তলব। মেডিক্যাল কলেজ থেকে বউবাজার থানা পর্যন্ত মিছিল আন্দোলনকারীদের।






















