West Bengal LIVE News: আজ কালী পুজো, কামাখ্যা থেকে কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ, নলাটেশ্বরী, করুণাময়ী কালী বাড়িতে ভক্তদের ঢল
West Bengal News LIVE Updates: রাজ্য থেকে জেলার সব খবরের আপডেটস...
LIVE

Background
আজ কালী পুজো। শক্তির আরাধনা। কামাখ্যা থেকে কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ, নলাটেশ্বরী, করুণাময়ী কালী বাড়িতে ভক্তদের ঢল। বাড়ির ঠাকুরের ছবি পোস্ট মুখ্যমন্ত্রীর।
Kali Puja: মহা ধুমধামের সঙ্গে এই পুজো পালিত হয় মায়ের সতীপীঠে, ভক্ত সমাগমের ভিড়
৫১ সতীপীঠের অন্যতম সতীপীঠ বীরভূমের কঙ্কালীতলা। কথিত আছে লাল মাটির এই অঞ্চলেই পড়েছিল দেবীর কাঁকাল অর্থাৎ কোমরের অংশ। রীতিনীতি মেনে প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ এই কুমারী পুজো চলে আসছে কঙ্কালিতলায়। সকাল থেকেই মহা ধুমধামের সঙ্গে এই পুজো পালিত হয় মায়ের সতীপীঠে, ভক্ত সমাগমের ভিড়।
Kali Puja: দীপান্বিতা অমাবস্যায় শক্তির আরাধনা
দীপান্বিতা অমাবস্যায় শক্তির আরাধনা। সতীপীঠ থেকে সিদ্ধপীঠ, নিষ্ঠাভরে দেবী বন্দনা। কামাখ্যা, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর...সর্বত্রই এক ছবি। ঠনঠনিয়া থেকে লেক কালিবাড়ী, ফিরিঙ্গি কালীবাড়ি, সকাল থেকে ভক্ত সমাগম। কথিত আছে, মহা শক্তিধর শুম্ভ-নিশুম্ভের হাত থেকে ত্রিলোককে রক্ষা করতেই দেবীর সৃষ্টি। নরমুণ্ডই দেবীর অলঙ্কার। যুদ্ধে পরাজিত সেনাপতিদের মুণ্ডের মালা মা কালীর কণ্ঠের শোভা।






















