West Bengal News Live: ডিজিটাল অ্যারেস্ট হয়ে গৃহবন্দি, ৫২ লক্ষ টাকা খোয়ালেন দমদমের বাসিন্দা অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মী
West Bengal All News Updates Live: সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে, দেখে নিন এক নজরে
LIVE

Background
WB News Live: ডিজিটাল অ্যারেস্ট হয়ে গৃহবন্দি, ৫২ লক্ষ টাকা খোয়ালেন দমদমের বাসিন্দা অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মী
২ মাস ধরে ডিজিটাল অ্যারেস্ট হয়ে গৃহবন্দি। ৫২ লক্ষ টাকা খোয়ালেন দমদমের বাসিন্দা অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মী। পুলিশের বিরুদ্ধেও তদন্তে টালবাহানার অভিযোগ উঠেছে।
West Bengal News Live: ১৪৪ বছর পর মহাকুম্ভের আয়োজন, প্রশ্ন তুলে সঠিক তথ্য জানতে চান মমতা
ফের কুম্ভ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। ১৪৪ বছর পর মহাকুম্ভের আয়োজন, প্রশ্ন তুলে সঠিক তথ্য জানতে চান মমতা। 'গঙ্গাসাগর প্রতি বছর হয় কিন্তু মহাকুম্ভ ১২ বছর পর পর হয়। যাঁরা বলছেন ১৪৪ বছর পর হচ্ছে, এটা ঠিক নয়। ২০১৪ সালেও মহাকুম্ভ হয়েছে, আমি যতদূর শুনেছি। অনেক মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছেন। যাঁরা কুম্ভস্নান করছেন সে নিয়ে একটি কথাও বলব না, ধর্ম যার যার আপনার। ১৪৪ বছর পর কুম্ভ, আমি অজ্ঞ, বিশিষ্টরা গবেষণা করে জানান সঠিক সত্য কী।' বলেন মুখ্যমন্ত্রী।
WB News Live: পানিহাটিতে গণপিটুনিতে হত্যা মামলায় তৃণমূল কাউন্সিলর তারক গুহ ও তাঁর ভাইপো-সহ ৫ জনের যাবজ্জীবন
পানিহাটিতে গণপিটুনিতে হত্যা মামলায় তৃণমূল কাউন্সিলর তারক গুহ ও তাঁর ভাইপো-সহ ৫ জনের যাবজ্জীবন সাজা ঘোষণা করল ব্যারাকপুর মহকুমা আদালত। আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন জানানো হবে। তৃণমূলের তরফে জানানো হয়েছে, রায়ের কপি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
West Bengal News Live: খাস কলকাতায় মা-মেয়ের ট্রলিব্যাগে মহিলার খণ্ডবিখণ্ড দেহ ! গ্রেফতার ২
খাস কলকাতায় মা-মেয়ের ট্রলিব্যাগে মহিলার খণ্ডবিখণ্ড দেহ! কুমোরটুলি ঘাটে গঙ্গায় ফেলার সময় স্থানীয়দের সন্দেহ। মধ্যমগ্রামের বাসিন্দা ২জন গ্রেফতার।
WB News Live: ধরা পড়বে বাবলু যাদব, বাড়ি থেকে খালি হাতে ফিরে দাবি পুলিশের
'ধাওয়া করে ইভটিজিং' পানাগড়কাণ্ডে এখনও রহস্য । GT রোডে দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, এখনও অধরা অভিযুক্তরা ! দেড়দিন পার, এখনও অভিযুক্ত ৫জনের হদিশই পেল না পুলিশ! 'গতকাল সন্ধে ৭টা নাগাদ বাড়ি থেকে বেরোয় বাবলু যাদব'। রাতে সঙ্গীরা বাড়ি ফিরে বাইক নিয়ে বেরিয়ে যায়, দাবি কারখানার কর্মীর। কোথায় বাবুল যাদব? আড়ালের চেষ্টা দেখছে নিহতের পরিবার। ধরা পড়বে বাবলু যাদব, বাড়ি থেকে খালি হাতে ফিরে দাবি পুলিশের ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
