West Bengal News Live Updates: ইএম বাইপাসের ধারে প্লাস্টিকের গুদামে আগুন, ভস্মীভূত একাধিক ঝুপড়ি
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।
LIVE

Background
মুখ্যমন্ত্রীর বার্তার মধ্যেই ঘরে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। হরিয়ানা, সুরাত-সহ ভিন রাজ্য থেকে ফিরলেন ৮০০জন। এখনও ৫০জন আটকে থাকার অভিযোগ।
মালদার শ্রমিককে হেনস্থার অভিযোগ মুখ্যমন্ত্রীর, খারিজ দিল্লি পুলিশের। পদক্ষেপ চেয়ে সাইবার ক্রাইমে সৌমেন্দুর চিঠি।
ভিডিও বিতর্কে দিল্লি পুলিশের জবারের মুখেও অবস্থানে অনড় মুখ্যমন্ত্রী। বীরভূমের সভা থেকে ফের শ্রমিক পরিবারকে হেনস্থার অভিযোগ।
বাংলাদেশি, রোহিঙ্গা তকমা দিয়ে বাঙালি হেনস্থার অভিযোগ। গুরুগ্রামে তৃণমূলের পাঁচ সাংসদদের প্রতিনিধি দল। বাঙালি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা, পাশে থাকার আশ্বাস।
বাঙালি শ্রমিকদের হেনস্থার পাল্টা এবার বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক তৃণমূল সাংসদের।
দুই ২৪ পরগনা থেকে পূর্ব মেদিনীপুর। ভোটার তালিকায় গরমিল পেল সিইও দফতর। ইআরওদের তলব। ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়ে দিল্লিতে রিপোর্ট।
ভোটার লিস্ট থেকে যেন যোগ্যের নাম বাদ না যায়। ফের বিএলও-দের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। ক্যাডার ঢুকিয়ে কারচুপি তৃণমূলের, পাল্টা বিরোধী দলনেতা।
প্রতিষ্ঠা দিবসেই কেন পরীক্ষা? কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যকে যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে আক্রমণে টিএমসিপি নেতা। শিক্ষামন্ত্রীর কাছে নালিশ।
রাজনৈতিক অনুষ্ঠানের জন্য পরীক্ষার দিন বদল নয়। টিএমসিপি নেতার আক্রমণেও অনড় ভারপ্রাপ্ত উপাচার্য। জোর করে ঢুকে আন্দোলনের অভিযোগে এফআইআর।
মুখ্যমন্ত্রী ফিরতেই বীরভূমে ফের কেষ্ট-কাজল গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। পাড়ুইয়ে বোমাবাজি, মারধরের অভিযোগ কাজল গোষ্ঠীর বিরুদ্ধ। অস্বীকার কাজল অনুগামীদের।
পাঁশকুড়ায় সকুলের হস্টেলে ছাত্রীর রহস্যমৃত্যু। প্রতিবাদে হস্টেলে ভাঙচুর, জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের। পুলিশে অভিযোগ দায়ের পরিবারেরও।
প্রবল বৃষ্টির মধ্যেই উত্তর কলকাতায় ভাঙল পরপর বাড়ি। নারকেলডাঙা, জানবাজারে পর মুচিপাড়ায় বাড়ি ভেঙে ৩জন আহত। কলকাতা মেডিক্যালে ভর্তি।
নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি। জলপাইগুড়ি, কালিম্পঙের একাংশ জলমগ্ন, জাতীয় সড়কে ধস।
প্ল্যাটফর্ম জুড়ে একাধিক ফাটল। অনির্দিষ্টকালের জন্য নিউ গড়িয়া মেট্রো স্টেশন বন্ধ। মেট্রো চলবে ব্রিজি পর্যন্ত। অতিরিক্ত বৃষ্টিতে ফাটল, দাবি কর্তৃপক্ষের।
West Bengal News Live: ফের বাংলাদেশি সন্দেহে পুলিশি হেনস্থার 'শিকার', গুজরাতের সুরাতে পিংলার ১০ বাসিন্দাকে হেনস্থার অভিযোগ
ফের বাংলাদেশি সন্দেহে পুলিশি হেনস্থার 'শিকার'। গুজরাতের সুরাতে পিংলার ১০ বাসিন্দাকে হেনস্থার অভিযোগ। ২ দিন আগেই তাদের বাড়ি থেকে তুলে আনে সুরাত পুলিশ। কিছুদিন আগে সুরাতে একটি কারখানায় তাঁরা কাজ করতে গেছিলেন, দাবি পরিবারের। ওই ১০ বাসিন্দাকে পুলিশ মারধর করে বলে অভিযোগ পরিবারের। রাজ্যের দেওয়া হেল্পলাইনে ফোন করে অভিযোগ এক শ্রমিকের।
WB News Live: শিলিগুড়ি পুরসভায় বোর্ড মিটিংয়ে উত্তেজনা, মিটিং থেকে এক কাউন্সিলরকে বার করে দেওয়ার অভিযোগ
শিলিগুড়ি পুরসভায় বোর্ড মিটিংয়ে উত্তেজনা। মিটিং থেকে এক কাউন্সিলরকে বার করে দেওয়ার অভিযোগ। কাউন্সিলরের সঙ্গে ডেপুটি মেয়রের তর্কাতর্কি। অপমান করে বৈঠক থেকে বার করে দেওয়ার অভিযোগ কাউন্সিলর দিলীপ বর্মনের। বেআইনি বাড়ি কেন ভাঙা হচ্ছে না, সেই প্রশ্ন তোলায় তাঁকে বার করে দেওয়া হয়েছে, দাবি দিলীপের এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেব তাকে সভা থেকে বেরিয়ে যেতে বলেন। সভা থেকে বেরিয়ে যান দিলীপ বর্মন। দিলীপ বর্মন বলেন অর্থনৈতিক লেনদেন এর জন্য শহরের অবৈধ নির্মাণ ভাঙ্গা হচ্ছে না এবং ঘাটাল উচ্ছেদ হচ্ছে না। দিলীপ বর্মন বলেন তিনি একমাত্র রাজবংশী কামতাপুরী সম্প্রদায়ের কাউন্সিলর। মেয়র এবং ডেপুটি মেয়র কে কার্যত চ্যালেঞ্জ করেছেন দিলীপ বর্মন। এলাকার কোন উন্নয়ন রোখা হলে। এলাকার মানুষকে নিয়ে এসে শিলিগুড়ি পৌর নিগম ঘেরাও করে দেখিয়ে দেবেন বলেও জানান দিলীপ বর্মন।






















