WB News Live Updates: ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের, লিখলেন, 'দিনকাল বদলেছে, আনুগত্যের পরীক্ষায়...'
West Bengal News Live Updates: প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।
LIVE

Background
দশমী কাটতেই বিদ্রোহের সুর কুণাল ঘোষের মুখে? বললেন, "যদি কোনও বাঁক সামনে আসে, তাহলে একইভাবে যেন তাঁদের আশীর্বাদ পাই।" (Kunal Ghosh)
কুণাল আরও বললেন, "কীরকম ঝাপসা একটা মাঠ, কয়েকজন খেলছে, এমন একজন প্লেয়ার খেলছে, তাকে মনে হচ্ছে, সে আমাদের টিমের, কিন্তু, তার স্ট্রোকগুলো কি আমাদের টিমের পক্ষে যাচ্ছে? বুঝতে পারছি না।" (TMC News)
কুণালের কথায়, "যে মাঠই হোক, আমি আমার স্টাইলেই ব্য়াট করব। ল্যাজে আগুন দিলে আমি হনুমান হয়ে যাব।"
রাজ্যের পুজো কার্নিভালের আগের দিন আজ সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা বিসর্জন। সজল ঘোষ বলছেন, "এই যাত্রাকে আমরা পরিবর্তন যাত্রা হিসেবে দেখতে চাই।" (Durga Puja Carnival)
সন্তোষ মিত্র স্কোয়ারের বিসর্জন যাত্রায় চাকরিহারা, DA আন্দোলনকারীদের সামিল হতে আহ্বান সজলের। সস্তা পলিটিক্স, পাল্টা তৃণমূল।
পুজো মিটতেই ছাব্বিশের ভোটে নজর। কলকাতায় নির্বাচন কমিটির দায়িত্বপ্রাপ্ত দুই পর্যবেক্ষক। বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক। পরিযায়ীদের ডেলি প্যাসেঞ্জারি, কটাক্ষ কুণালের। (West Bengal Assembly Elections 2026)
শাসকের নজরেও ছাব্বিশের ভোট। রবিবার থেকে ব্লকে ব্লকে বিজয়া সম্মিলনী, থাকবেন বিধায়ক-সাংসদ-মন্ত্রীরা। লক্ষ্য জনসংযোগ, তৃণমূল সূত্রে খবর। বিজেপিকে নকল, কটাক্ষ সুকান্তর। (BJP News)
ফের ডিভিসি-রাজ্য সংঘাত। না জানিয়ে জল ছাড়ার অভিযোগ। কাউকে বাংলার বিসর্জন দিতে দেব না, হুঙ্কার মুখ্যমন্ত্রীর। রাজ্যকে জানিয়েই সিদ্ধান্ত, পাল্টা ডিভিসি। (Mamata Banerjee)
রাজ্য-ডিভিসি সংঘাত। পুজো কার্নিভালকে খাটো করতে ষড়যন্ত্র। লক্ষ্মীপুজোর পরেই আন্দোলনে নামছে তৃণমূল। বাংলা বিরোধী কেন্দ্র, আক্রমণ অভিষেকের। শুধুই ঝগড়া, পাল্টা সুকান্ত।
পুজোর আগে দুর্যোগে ১২ জনের মৃত্যুর প্রতিবাদ। রেড রোডে কার্নিভালের দিন বিজেপি পরিচালিত খোলা হাওয়া সংগঠনকে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি হাইকোর্টের।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ব্যাঙ্কশাল কোর্টে চূড়ান্ত চার্জশিট জমা সিবিআইয়ের। মানিক ভট্টাচার্য, রত্না বাগচী, বিভাস অধিকারীর বিরুদ্ধে চার্জশিট। অপেক্ষা চার্জ গঠনের।
প্রাথমিকে ৩৫০ জনকে বেআইনিভাবে চাকরি দেওয়ার অভিযোগ। জড়িত ছিলেন মানিক ভট্টাচার্য, রত্না বাগচী। টাকা তুলেছিলেন বিভাস অধিকারী। উল্লেখ সিবিআইয়ের চার্জশিটে।
বীরভূমে বিসর্জনের শোভাযাত্রায় নৃশংস কাণ্ড। যুবকের মুখে বাজি ঢুকিয়ে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ। গুরুতর আহত যুবক, গ্রেফতার ভিলেজ পুলিশ। মানতে নারাজ অভিযুক্ত।
মাড়গ্রামে ভিলেজ পুলিশের নৃশংসতা, ৫০ হাজার টাকা নিয়ে মিটমাট করতে চাপ তৃণমূল নেতার? অস্বীকার অভিযুক্তের।
শ্রীরামপুরে দশমীর রাতে মত্ত পুলিশ অফিসার। ট্রাফিক ইন্সপেক্টরের আচরণে ক্ষুব্ধ এলাকাবাসী, ভাইরাল ভিডিও। ক্লোজ অভিযুক্ত ট্রাফিক ইন্সপেক্টর।
কোচবিহারে ফের খুন। ঘোকসাডাঙায় চাঁদা না দেওয়ায় বিজেপি নেতার ছেলেকে পিটিয়ে খুনের অভিযোগ ক্লাব সদস্যদের বিরুদ্ধে। রাজনীতির যোগ নেই। পাল্টা তৃণমূল।
ফের উত্তপ্ত দিনহাটার ভেটাগুড়ি। বিজেপি নেতা-কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হামলার অভিযোগ অস্বীকার শাসকদলের।
ডোমকলে নিজের বাড়িতে বিস্ফোরণে মৃত্যু মহিলার। মজুত বোমা ফেটে বিস্ফোরণ, অনুমান পুলিশের। আটক নিহতের স্বামী। কোথা থেকে আসছে বোমা, তদন্তে পুলিশ।
বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খাস কলকাতায় খুনের অভিযোগ! বালিগঞ্জে যুবকের দেহ উদ্ধার। মৃতের স্ত্রী ও সঙ্গীর বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের। আটক স্ত্রী। পলাতক সঙ্গী।
আজ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। আলিপুরদুয়ার-জলপাইগুড়িতে লাল সতর্কতা।
মধ্যপ্রদেশ ও রাজস্থানে কাফ সিরাপ খেয়ে ৯ শিশুর মৃত্যু। অ্যাডভাইসরি জারি কেন্দ্রের। শিশুদের কাফ সিরাপ দেওয়ার ক্ষেত্রে একগুচ্ছ নির্দেশিকা।
রক্তচাপ কমানোর ওষুধের স্ট্রিপ খুললেই গুঁড়ো। হরিদ্বারের ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে কালো তালিকাভুক্ত করল স্বাস্থ্য দফতর। জানানো হবে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলে।
এবার অপারেশন সিঁদুর ২ ? পাকিস্তানকে হুঁশিয়ারি সেনাপ্রধানের। সেনাপ্রধান বললেন, "এবার সংযম দেখাব না। পাকিস্তানকে ভূগোলে টিকে থাকতে হলে রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাস বন্ধ করতে হবে।"
অপারেশন সিঁদুরে পাকিস্তানের ৪-৫টি এফ ১৬ যুদ্ধবিমান, একাধিক সি ১৩০ বিমান ও মিসাইল সিস্টেম ধ্বংস। পাকিস্তানের মিথ্যার জবাব ভারতের বায়ুসেনা প্রধানের।
মৌলিক অধিকারের দাবিতে অশান্ত পাক অধিকৃত কাশ্মীর, বাড়ছে বিদ্রোহের আঁচ। মানবাধিকার লঙ্ঘনের জবাব দিতে হবে পাকিস্তানকে, প্রতিক্রিয়া ভারতের।
সোনম ওয়াংচুকের গ্রেফতারির এক সপ্তাহ। নিঃশর্ত মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ওয়াংচুকের স্ত্রী। আশাকরি মুক্তি পাবেন, পাশে দাঁড়িয়ে বার্তা মহুয়া মৈত্রের।
Kunal Ghosh: ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের, লিখলেন, 'দিনকাল বদলেছে, আনুগত্যের পরীক্ষায়...'
দশমীর পরে দ্বাদশী, ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের। 'দিনকাল বদলেছে, পুরনো স্মৃতিতে নতুনের সংযোজন। ঈশান কোণে জমতে থাকা মেঘের টুকরো যেন লড়াইয়ের জেদ বাড়ায়। আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে চাওয়া সৈনিক তার কর্তব্যে অবিচল। সুস্থ হাওয়ায় ঝিলের জলে হালকা চাঞ্চল্য পরিবেশকে আরও সুন্দর রাখুক। বাংলাকে এভাবেই নেতৃত্ব দিয়ে চলুন মমতা বন্দ্যোপাধ্যায়',
দ্বাদশীতে ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের।
Howrah Fire: হাওড়ার ডোমজুড়ে জোড়া অগ্নিকাণ্ড
হাওড়ার ডোমজুড়ে জোড়া অগ্নিকাণ্ড। রাজাপুর দক্ষিণদাঁড়িতে থার্মোকলের কারখানায় আগুন। কারখানায় কাজ চলাকালীন আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিন প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পাকুড়িয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে রাখা বস্তাবন্দি প্লাস্টিকে আগুন। কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন।






















