West Bengal News LIVE Updates: বাংলার অস্তিত্বরক্ষা, বাংলা মাকে রক্ষার সভা ২১ জুলাই : মমতা
West Bengal LIVE News Updates: জেলা থেকে রাজ্যের সব খবর দেখুন এক ক্লিকে...
LIVE
Background
কলকাতা: ২১ জুলাই ডিম-ভাত খেতে ধর্মতলায় যাওয়ার আগে বিমা করিয়ে যান। তৃণমূলের একুশে-সমাবেশের আগে হুগলির সপ্তগ্রামে এই ধরনের নামহীন পোস্টার দেখা গেল। পোলবা-দাদপুর ব্লকের বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটা রয়েছে। এর আগে একুশে জুলাই তৃণমূল নেতা, কর্মীদের বাড়ি ঘেরাও করার হুঁশিয়ারি দেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ। তৃণমূলের দাবি, এবারও পোস্টারকাণ্ডের নেপথ্যে রয়েছে বিজেপি। শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব অথবা যাঁরা লোকসভায় ভোট দিতে পারেননি, তাঁরা এই পোস্টার দিতে পারেন, দায় এড়িয়ে দাবি গেরুয়া শিবিরের।
West Bengal News LIVE Updates: শক্তিগড়ে পরপর ল্যাংচার দোকানে অভিযান পুলিশ-প্রশাসনের
শক্তিগড়ে বাজেয়াপ্ত কুইন্টাল কুইন্টাল ল্যাংচা। বাসি ল্যাংচা বিক্রির চেষ্টার অভিযোগে বাজেয়াপ্ত। শক্তিগড়ে পরপর ল্যাংচার দোকানে অভিযান পুলিশ-প্রশাসনের। বাজেয়াপ্ত ৩ কুইন্টাল বাসি ল্যাংচা।
WB News LIVE :রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ খণ্ডন করল রাজভবন
রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ খণ্ডন করল রাজভবন। একটি তদন্ত রিপোর্ট প্রকাশ্যে এনে দাবি করা হয়েছে, অভিযোগকারিণীর অভিযোগের সত্যাসত্য যাচাই করতে ৮ জন সাক্ষীর সঙ্গে কথা বলা হয়েছে। তারই ভিত্তিতে রিপোর্টটি তৈরি করেছেন পুদুচেরি জুডিশিয়াল সার্ভিসের নগর এবং দায়রা আদালতের অবসরপ্রাপ্ত বিচারক ডি রামাবাথিরন। গত ২ মে, রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন রাজভবনের অস্থায়ী এক মহিলা কর্মী। ওই দাবির কোনও সারবত্তা নেই বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। যদিও তৃণমূলের তরফে গোটা বিষয়টিকে আবর্জনা বলে কটাক্ষ করা হয়েছে।
West Bengal News LIVE Updates: সংগঠন থেকেই সংখ্যালঘু মোর্চা বাদের সওয়াল শুভেন্দুর, আঁচ এবার দিল্লিতে
সংগঠন থেকেই সংখ্যালঘু মোর্চা বাদের সওয়াল শুভেন্দুর, আঁচ এবার দিল্লিতে । সুকান্ত-শমীকের পর এবার বিরোধিতায় সংখ্যালঘু মোর্চার সভাপতির --
'বিজেপির সংখ্যালঘু মোর্চা সম্পর্কে জানেন না শুভেন্দু অধিকারী'।'বিজেপিতে নতুন এসেছেন, শুভেন্দুর উচিত দলকে ভাল ভাবে জানা'।রাজ্যের বিরোধী দলনেতা সম্পর্কে মন্তব্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতির
West Bengal LIVE News Updates: জলপাইগুড়ির ফুলবাড়িতে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে চলছে যাতায়াত
কোটা-বিরোধী আন্দোলন ঘিরে উত্তাল বাংলাদেশ। এই পরিস্থিতিতে প্রাণ হাতে করে দেশে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা।জলপাইগুড়ির ফুলবাড়িতে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে চলছে যাতায়াত। কেউ পড়তে গিয়েছিলেন বাংলাদেশে, কেউ ভারতে এসেছিলেন ঘুরতে। দু’দলই তড়িঘড়ি ফিরতে চাইছেন বাড়ি। ফুলবাড়ি সীমান্ত দিয়ে নেপালের কয়েকজন পড়ুয়াও সড়কপথে দেশে ফিরছেন।
WB News LIVE : বাংলার অস্তিত্বরক্ষা, বাংলা মাকে রক্ষার সভা ২১ জুলাই : মমতা
এটা শুধু রাজনৈতিক সভা নয়। বাংলার অস্তিত্বরক্ষা, বাংলা মাকে রক্ষা এবং দেশের অস্তিত্ব রক্ষার সভাও এটা। কোথাও কোনও ভুল-ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন। সভামঞ্চের প্রস্তুতি দেখতে এসে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।