West Bengal News Live Updates: তৃণমূলের বরখাস্তের হুঁশিয়ারির পরেই পদত্যাগের ঘোষণা অখিল গিরির
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE
Background
বন দফতরের জায়গা দখলমুক্ত করতে গেলে সরাসরি মহিলা বন আধিকারিককে পেটানোর হুমকি দিলেন কারামন্ত্রী ও তৃণমূল বিধায়ক অখিল গিরি। তাঁর গ্রেফতারির দাবি জানিয়েছে বিজেপি। সূত্রের খবর, এই ঘটনায় কাঁথি মহকুমা সার্কলের রেঞ্জ অফিসার মনীষা সাউকে ফোন করেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা ও তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। দুঃখপ্রকাশ করেন তাঁরা।
এবার এক মহিলা রেঞ্জ অফিসারকে শাসানি দিলেন রাজ্যের কারামন্ত্রী। তাঁর মুখে শোনা গেল রাষ্ট্রপতির কথা। বছর দেড়েক আগেও, দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য় করেছিলেন রামনগরের তৃণমূল বিধায়ক। পরিস্থিতি এমন হয় যে, এ নিয়ে ক্ষমা চান খোদ মুখ্যমন্ত্রী।
একাধিক কুরুচিকর কথায় রেঞ্জ অফিসারকে আক্রমণেই থামেননি কারামন্ত্রী। শনিবার কর্তব্যরত বন আধিকারিককে অখিল গিরি বলেন, আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন। প্রশ্ন উঠছে, তাহলে কী প্রশ্নহীন আনুগত্য চাইছেন মন্ত্রী? কারামন্ত্রীর এই শাসানি প্রকাশ্যে আসতেই সমালোচনায় সরব হয়েছে সরকারি কর্মচারী সংগঠনগুলির একাংশ।
বর্ষা বাড়তেই মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য় দফতরের তথ্য় অনুযায়ী, ২৪ জুলাই পর্যন্ত রাজ্য়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২১০০। তার মধ্য়ে ২৪ জুন থেকে ২৬ জুলাই পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৮৩৩ জন। এই আবহে এবার সমস্ত পুরসভার চেয়ারপার্সন এবং বিশেষজ্ঞদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
টেন্ডার নিয়ে বৈঠক চলাকালীন BDO-কে জলের বোতল ছুড়ে মারলেন তৃণমূল নেতা। অভিযুক্ত হাবড়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। অভিযোগ স্বীকার করে বিডিওর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তিনি। ঘটনাকে ঘিরে সামনে এসেছে তৃণমূলের কোন্দল। এনিয়ে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। ক্যামেরার সামনে কোনও মন্তব্য করতে চাননি BDO.
WB News Live: মেয়েকে লেখা চিঠিতে কি কৌশলে রেশন দুর্নীতির টাকার অঙ্কের ভাগের কথাই উল্লেখ করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক?
মেয়েকে লেখা চিঠিতে কি কৌশলে রেশন দুর্নীতির টাকার অঙ্কের ভাগের কথাই উল্লেখ করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক? সূত্রের খবর, ধৃত তৃণমূল নেতা আনিসুর রহমান ও তাঁর দাদা আলিফ নুরকে জেরা করে লেনদেন সংক্রান্ত হিসেবের নাগাল পেতে চাইছে ED। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, প্রাক্তন খাদ্যমন্ত্রীর লেখা চিঠিতে 'মুকুল' আসলে দেগঙ্গার চালকল মালিক আলিফেরই ডাক নাম। রেশন দুর্নীতির টাকা দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান ও তাঁর দাদা আলিফ নুরের ৫টি কোম্পানিতে ঘুরপথে বিনিয়োগ করা হয়েছিল। এমনই অনুমান ED-র। কেন্দ্রীয় এজেন্সির দাবি, এই ৫টি কোম্পানিতে বিনিয়োগ করা হয়েছে প্রায় ৭ কোটি টাকা।
West Bengal News Live: কোনা এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডের ধারে খোলা নর্দমায় মিলল মহিলার দেহ
হাওড়ায় কোনা এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডের ধারে খোলা নর্দমায় মিলল মহিলার দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনওভাবে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে মহিলার। খোলা নর্দমা এলাকাবাসীর আতঙ্কের কারণ। হাওড়া পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। ওটা হাঁটার জায়গা নয়, পাল্টা দাবি পুরসভার।
WB News Live: তৃণমূল কাউন্সিলরের স্বামীর অ্যাকাউন্টে পুজোর সরকারি অনুদান, এমনই অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা কৌস্তভ বাগচী
রাজ্যের স্বার্থে সরকারি কোষাগারকে গৌরী সেনের ফান্ড ভাবা বন্ধ করুন। তৃণমূল কাউন্সিলরের স্বামীর অ্যাকাউন্টে পুজোর সরকারি অনুদান দেওয়ার অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা কৌস্তভ বাগচী। পুজো কমিটির অ্যাকাউন্ট না থাকাতেই সম্পাদকের অ্যাকাউন্টে অনুদান নেওয়া হয়েছিল। সাফাই দিলেন তৃণমূল কাউন্সিলর।
West Bengal News: সরকারি টাকা তছরুপের অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চা হাইস্কুলে
উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চা হাইস্কুলে সরকারি টাকা তছরুপের অভিযোগ উঠল স্কুল পরিচালন সমিতি এবং প্রাক্তন টিচার ইনচার্জের বিরুদ্ধে। অভিযোগ তুললেন, স্কুল পরিচালন সমিতির প্রাক্তন সভাপতি এবং বিজেপি কর্মী চন্দন সরকার। তাঁর অভিযোগ, স্কুলের নামে আসা সরকারি অনুদানের কোনও হিসেব রাখেননি প্রাক্তন টিচার ইনচার্জ। এখানেই শেষ নয়, স্কুলের এক শিক্ষিকার বিরুদ্ধে ৫ বছর স্কুলে না এসে বেতন নেওয়ার অভিযোগ তুলে, তা প্রাক্তন ছাত্রদের হোয়াটসঅ্য়াপ গ্রুপে পোস্ট করেন তিনি। ঘটনায় অভিযোগ অস্বীকার করে, পাল্টা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে স্কুল পরিচালন সমিতির তরফে।
WB News Live: নিয়োগ দুর্নীতি মামলায় বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে এবার তলব করল ইডি
নিয়োগ দুর্নীতি মামলায় বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে এবার তলব করল ইডি। সোমবার তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সূত্রের খবর, নবম-দশমে নিয়োগে দুর্নীতি মামলায় বড়ঞার তৃণমূল বিধায়ককে তলব করা হয়েছে।