West Bengal News LIVE Updates: ভোটের আবহে ফের প্রশ্নের মুখে রাজনীতিবিদদের ভাষা সংস্কৃতি
West Bengal LIVE News Updates Latest News: রাজ্য থেকে জেলার সব গুরুত্বপূর্ণ খবর দেখুন এক ক্লিকে...
LIVE
Background
কলকাতা: ব্যাটলফিল্ড কোচবিহার। একই দিনে, একই জেলায় ২৮ কিলোমিটারের ব্যবধানে আজ নির্বাচনী জনসভা রয়েছে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর। বেলা ১২টা নাগাদ কোচবিহারের মাথাভাঙার গুমানির হাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। এরপর বিকেল পৌনে ৪টেয় কোচবিহারের শহরের রাসমেলা ময়দানে নির্বাচনী সভা করবেন মোদি। ২০২১-এর ৬ এপ্রিল, বিধানসভা ভোটের আগেও এই দুটি জায়গায় একই দিনে সভা করেছিলেন মোদি-মমতা।
চৈত্রের শেষবেলায় চাঁদিফাটা গরমে নাজেহাল রাজ্যবাসী। আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি ওপরে উঠতে পারে। আজ থেকেই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান, দক্ষিণবঙ্গের এই ৬ জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। শুক্র ও শনিবার কলকাতা-সহ রাজ্যের ৯টি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর।
WB News Live: ভোটের আবহে ফের প্রশ্নের মুখে রাজনীতিবিদদের ভাষা সংস্কৃতি
ভোটের আবহে ফের প্রশ্নের মুখে রাজনীতিবিদদের ভাষা সংস্কৃতি। মাথাভাঙায়, নির্বাচনী সভায় মুখ্য়মন্ত্রীর বক্তব্য়ে একটি শব্দ নিয়ে প্রশ্ন তুলল বিরোধীরা। যদিও, ওই শব্দপ্রয়োগের পরপরই তা প্রত্য়াহার করে নিয়ে দুঃখপ্রকাশ করেন তৃণমূলনেত্রী। কিন্তু এ নিয়ে তরজা বন্ধ হয়নি।
Lok Sabha Election 2024: প্রথম দফায় ৩ কেন্দ্রে রাজ্যে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী?
প্রথম দফায় ৩ কেন্দ্রে রাজ্যে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী? প্রথম দফায় ১৭৭ কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী থাকার সম্ভাবনা ক্ষীণ। ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী চেয়ে কমিশনের দ্বারস্থ একের পর এক রাজ্য। জম্মু কাশ্মীর থেকে ছত্তীসগঢ়-পর্যাপ্ত বাহিনী দিতে হিমশিম কমিশন, খবর সূত্রের। কেন্দ্রীয় বাহিনী চেয়ে কমিশনের দ্বারস্থ মহারাষ্ট্র, মধ্যপ্রদেশও। কাল কলকাতায় রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক, শনিবার বৈঠক। সিইও দফতরের কাছে চাওয়া হল ৫ বছরের ভোটে হিংসা সংক্রান্ত তথ্য, খবর সূত্রের।
WB News Live: বাঁকুড়ায় ভোটের প্রচারে এবার অনুব্রত-মডেল, নকুলদানা বিলি করলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী
বাঁকুড়ায় ভোটের প্রচারে এবার অনুব্রত-মডেল। ঢাক বাজিয়ে প্রচার করার পাশাপাশি, গুড়-বাতাসা, নকুলদানা বিলি করলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। নাম না করে প্রতিপক্ষ বিজেপি প্রার্থী ও প্রাক্তন স্বামীকে অসুর বলে কটাক্ষও করলেন। তৃণমূল প্রার্থীকে পাল্টা নিশানা করেছেন সৌমিত্র খাঁ।
Lok Sabha Election 2024: 'একাধিক মন্ত্রী ছিলেন, তাহলে শুধু আমার বিরুদ্ধে ব্যবস্থা কেন?', এক্স হ্যান্ডলে পোস্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর
'একাধিক মন্ত্রী ছিলেন, তাহলে শুধু আমার বিরুদ্ধে ব্যবস্থা কেন? আমি যদি নির্বাচনী বিধিভঙ্গ করি, তাহলে নির্বাচন কমিশনের নজরে আনা উচিত। কী ব্যবস্থা নেওয়া হবে, সেটা তো নির্বাচন কমিশন ঠিক করবে।' এক্স হ্যান্ডলে পোস্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর
WB News Live: মন্ত্রিসভা থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে অপসারণের নির্দেশ রাজ্যপালের
ভোটের মুখে রাজ্য-রাজ্যপাল সংঘাতে নাটকীয় মোড়। মন্ত্রিসভা থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে অপসারণের নির্দেশ রাজ্যপালের। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে ব্রাত্যের অপসারণের সুপারিশ, খবর পিটিআই। ৩০ মার্চ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠনের বৈঠকে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী। সেখানে লোকসভা ভোট নিয়ে রাজনৈতিক আলোচনা হয় বলে রাজভবন সূত্রে খবর। তারপরেই ব্রাত্যর অপসারণের সুপারিশ রাজ্যপালের, খবর পিটিআইয়ের।