West Bengal News LIVE Updates: প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সোমবার সুপ্রিম কোর্টে শুনানি
West Bengal LIVE News Updates Latest News: রাজ্য থেকে জেলার সব গুরুত্বপূর্ণ খবর দেখুন এক ক্লিকে...

Background
কলকাতা : প্রথমে হামলা হয়েছিল ইডির ওপর। তারপর সন্দেশখালিকাণ্ডের তদন্তে গিয়ে সেখান থেকেই বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকের হদিশ পেল CBI. এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছে, যার হদিশ পেল CBI, তার হদিশ কেন আগে পেল না পুলিশ?
ব্যাটলফিল্ড সন্দেশখালি। ED, CBI, CRPF-এর পর এবার নামল NSG। সন্দেশখালিতে সিবিআই অভিযানের মধ্যেই উদ্ধার হল অস্ত্র। ডাকা হল NSG-এর বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। রোবট ও অত্যাধুনিক যন্ত্র দিয়ে বিস্ফোরক উদ্ধারের কাজ চলল। এলাকা ঘিরে রাখল কেন্দ্রীয় বাহিনী।
ছাব্বিশ এগারোর মুম্বই হামলা থেকে কাশ্মীরে জঙ্গি দমন। দেশ যখন বারবার সঙ্কটের মুখোমুখি হয়েছে, তখনই ত্রাতার ভূমিকায় নেমেছে NSG...সন্দেশখালিতে বিস্ফোরক খুঁজে বার করতে, ডাক পড়ল সেই ন্য়াশনাল সিকিওরিটি গার্ডের কম্য়ান্ডোদের।
'এরা এত বড় শিক্ষা-দুর্নীতি করেছে, ২৬ হাজার পরিবারের রুটি-রুজি বন্ধ হয়ে গেছে। আর ধার করে টাকাপয়সা এনে যাঁরা তৃণমূলের নেতাদেরকে দিয়েছিলেন তার বোঝাও সাধারণ গরিব ভাই-বোনেদের মাথার ওপর চেপে গেছে। কেন্দ্রে যে বিজেপি সরকার আছে, তারা দক্ষতার সঙ্গে যুবকদেরকে চাকরি দিচ্ছে।' মোদির মুখে নিয়োগ-দুর্নীতি নিয়ে কথা।
ময়নায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যু, তৃণমূলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডলে বিরোধী দলনেতার পোস্ট, ' আরও একটি ভয়ঙ্কর অপরাধ। ভোটের ময়দানে তৃণমূল যত মাটি হারাচ্ছে, তত হিংস্র হয়ে উঠছে। বিজেপি কর্মী দীনবন্ধু মিদ্যার দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্ত দাবি করছি। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করতে হবে। তদন্তের দায়িত্ব দিতে হবে CBI-কে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রমাণ নষ্ট করার চেষ্টা করবে। ' সোশাল মিডিয়ায় পোস্ট শুভেন্দু অধিকারীর।
West Bengal News LIVE Updates: প্রায় ২৬ হাজারের চাকরি বাতিল নিয়ে শুভেন্দুকে আক্রমণে অভিষেক
'একদিকে মমতা চাকরি দিচ্ছে, অন্যদিকে বিজেপি চাকরি খাচ্ছে', প্রায় ২৬ হাজারের চাকরি বাতিল নিয়ে শুভেন্দুকে আক্রমণে অভিষেক।
WB Live News: প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সোমবার সুপ্রিম কোর্টে শুনানি
প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সোমবার সুপ্রিম কোর্টে শুনানি। হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে সোমবার শুনানি।






















