West Bengal News Live Updates: ভাটপাড়ায় খুনের ঘটনায় ধৃত এক
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন এক ক্লিকে।

Background
ভাটপাড়ায় খুনের ঘটনায় ধৃত এক। ধৃতের নাম কাউসার আলি। FIR-এও তার নাম ছিল। CCTV ফুটেজ এবং বয়ানের ভিত্তিতে কউসরকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মৃত তৃণমূল নেতার ময়নাতদন্তে জানা গেছে, তার শরীরে একাধিক গুলি লেগেছে। যা দেখে তদন্তকারীদের বক্তব্য়, টার্গেট করেই খুন করা হয়েছে ওই তৃণমূল নেতাকে।
শিয়ালদায় অস্ত্র উদ্ধারে মুঙ্গের-যোগ। বিহারে হানা দিয়ে উদ্ধার বিপুল অস্ত্র। কলকাতা পুলিশের STF ও বিহার পুলিশের যৌথ অভিযানের ফলে একটি বাড়ির আন্ডারগ্রাউন্ডে গোপন অস্ত্র কারখানার হদিশ পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার হয়েছে ১২টি পিস্তল, লেদ মেশিন, ড্রিল মেশিন ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার। এই ঘটনায় গ্রেফতার হয়েছে বাড়ির মালিক মোনাজির হুসেন সহ ২ জন।
ভাটপাড়া পুরসভায় টেন্ডার দুর্নীতি নিয়ে অর্জুন সিংহকে তলব। আজ অর্জুনকে তলব সিআইডি-র। ভবানীভবনে হাজিরা দিতে বাড়ি থেকে বেরোলেন অর্জুন। ৪ ঘণ্টা অর্জুনকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিআইডি।
ট্যাব কেলেঙ্কারির ঘটনায় কলকাতার আরও দুটি থানায় দায়ের হল অভিযোগ। গলফগ্রিন ও জোড়াসাঁকো থানায় অভিযোগ দায়ের হয়েছে। জোড়াসাঁকোয় সবথেকে বেশি ৪০ জন অভিযোগ জানিয়েছে
গলফগ্রিন থানায় চারটি অভিযোগ জমা পড়েছে। এর আগে বেহালার সরশুনা, ঠাকুরপুকুর, কসবা, যাদবপুর, বেনিয়াপুকুর, মানিকতলা ও ওয়াটগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়।
পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা গায়েব। খড়ার শ্রীঅরবিন্দ বিদ্যামন্দিরের একাদশ-দ্বাদশ শ্রেণির ২৫৯ জন পড়ুয়ার মধ্যে ৪৬ জনের ট্যাবের টাকা চলে গেছে অন্যের অ্যাকাউন্টে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানিয়েছেন, এর মধ্যে ২২ জন পড়ুয়ার টাকা তুলেও নিয়েছে প্রতারকরা। চারজনের টাকা উদ্ধার হয়েছে। ব্যাঙ্কের সঙ্গে কথা বলে বাকি ২০ জন পড়ুয়ার অ্যাকাউন্ট হোল্ড করিয়ে দেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষ
জানিয়েছে, বেশিরভাগ টাকাই গেছে উত্তর দিনাজপুর, মালদা, শিলিগুড়িতে। সাইবার ক্রাইম ও বিদ্যালয় জেলা পরিদর্শকের অফিসে অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ।
লটারির মাধ্যমে কোটি কোটি টাকা নয়ছয় ও জালিয়াতি, লটারি-দুর্নীতিতে প্রভাবশালী যোগের তদন্তে এবার কলকাতায় ইডি-র হানা। লটারির মাধ্যমে কোটি কোটি টাকা নয়ছয় ও জালিয়াতি, লটারি-দুর্নীতিতে প্রভাবশালী যোগের তদন্তে এবার কলকাতায় ইডি-র হানা। দিল্লির সদর দফতর থেকে শহরে এসে তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের আধিকারিকরা। ইডি-র একটি দল এয়ারপোর্টের কাছে মাইকেলনগরে হানা দেয়। দোতলা বাড়ির পুরোটাই একটি লটারি সংস্থার পূর্বাঞ্চলীয় দফতর। এই বাড়িতেই রয়েছে লটারির ছাপাখানা। ইডি-র আরেকটি দল লেক মার্কেটে চারুচন্দ্র কলেজের কাছে একটি আবাসনে তল্লাশি চালাচ্ছে।
জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে বেহুঁশ করে ধর্ষণের অভিযোগ উঠল। প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ। নির্যাতিতার পরিবারের দাবি, রবিবার এক বন্ধুর জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে যাওয়া হয় বছর তেরোর কিশোরীকে। অভিযোগ, সেখানেই নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণ করে প্রতিবেশী যুবক। মুখ বন্ধ রাখতে নির্যাতিতাকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। গতকাল গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।
তরুণের স্বপ্ন’ প্রকল্পে রাজ্য সরকারের দেওয়া একাদশ ও দ্বাদশের পড়ুয়াদের ট্যাবের টাকা নিয়ে বিস্তর গরমিলের অভিযোগ উঠেছে। জেলার ২৫-৩০টি স্কুলের প্রায় সাড়ে তিনশো পড়ুয়ার
ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকেছে। চলে গেছে বিহারে। গরমিলের পরিমাণ প্রায় ৩৫ লক্ষ টাকা। এই তালিকায় রয়েছে সাগর, গোসাবা, কুলপি, কুলতলি, মগরাহাট, সোনারপুর, বারুইপুর, বজবজ ও মহেশতলার একাধিক স্কুল। এছাড়া, জেলার প্রায় চারশো পড়ুয়ার টাকা এখনও অ্যাকাউন্টে ঢোকেনি। ট্যাব নিয়ে অভিযোগের পাহাড় জমছে। স্কুলগুলিকে থানায় অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। ইতিমধ্যেই জেলা বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিতকুমার গুপ্ত।
নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার সঙ্গীত শিল্পী সঞ্জয় চক্রবর্তী। মুম্বইয়ে গ্রেফতার পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তী। কলকাতার চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের, পকসো আইনে মামলা রুজু। মুম্বই থেকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয়েছে সঞ্জয় চক্রবর্তীকে। ১৮ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তী।
West Bengal News Live: ভাটপাড়ায় খুনের ঘটনায় ধৃত এক
ভাটপাড়ায় খুনের ঘটনায় ধৃত এক। ধৃতের নাম কাউসার আলি। FIR-এও তার নাম ছিল। CCTV ফুটেজ এবং বয়ানের ভিত্তিতে কউসরকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মৃত তৃণমূল নেতার ময়নাতদন্তে জানা গেছে, তার শরীরে একাধিক গুলি লেগেছে। যা দেখে তদন্তকারীদের বক্তব্য়, টার্গেট করেই খুন করা হয়েছে ওই তৃণমূল নেতাকে।
West Bengal News Live Updates: শিয়ালদায় অস্ত্র উদ্ধারে মুঙ্গের-যোগ
শিয়ালদায় অস্ত্র উদ্ধারে মুঙ্গের-যোগ। বিহারে হানা দিয়ে উদ্ধার বিপুল অস্ত্র। কলকাতা পুলিশের STF ও বিহার পুলিশের যৌথ অভিযানের ফলে একটি বাড়ির আন্ডারগ্রাউন্ডে গোপন অস্ত্র কারখানার হদিশ পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার হয়েছে ১২টি পিস্তল, লেদ মেশিন, ড্রিল মেশিন ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার। এই ঘটনায় গ্রেফতার হয়েছে বাড়ির মালিক মোনাজির হুসেন সহ ২ জন।






















