West Bengal News LIVE Updates: 'গোপনে পাইলট ছাড়াই নজর এড়িয়ে কার সঙ্গে বৈঠক?' মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত
West Bengal LIVE News Updates: জেলা থেকে রাজ্যের সব খবর দেখুন এক ক্লিকে...
LIVE
Background
কলকাতা: মোদির নীতি আয়োগের বৈঠকে মমতার মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ। মাঝপথেই বেরিয়ে এলেন বাংলার মুখ্যমন্ত্রী। 'নীতি আয়োগের বৈঠক বয়কট করে চলে এসেছি। অন্ধ্রপ্রদেশ, অসম, ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীদের কথা বলতে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। আমাকে ৫ মিনিটের বেশি বলতে দেওয়া হয়নি। বৃহত্তর স্বার্থে বৈঠকে যোগ দিয়েছিলাম। বাংলাকে বঞ্চনার অভিযোগে সরব হয়েছি। আরও কিছু কথা বলতে চেয়েছিলাম, বলতে দেওয়া হয়নি। এটা অপমানজনক, ভবিষ্যতে আর কোনও বৈঠকে অংশ নেব না। বাংলার স্বার্থে এসেছিলাম। সব বিরোধী দলের হয়ে কথা বলেছি। বঞ্চনার কথা বলার সঙ্গে সঙ্গে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাকে অপমান মানে সব আঞ্চলিক দলকে বঞ্চনা'।
WB News LIVE Updates: 'গোপনে পাইলট ছাড়াই নজর এড়িয়ে কার সঙ্গে বৈঠক?' মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত
'গোপনে পাইলট ছাড়াই নজর এড়িয়ে কার সঙ্গে বৈঠক?' মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগে বিস্ফোরক সুকান্ত। কার সঙ্গে গোপনে সাক্ষাৎ সেরে এলেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন সুকান্তর।
West Bengal News LIVE Updates: কলকাতায় নকল সোনার কারবারের পর্দাফাঁস, বউবাজারের এক ব্যবসায়ী, ২ বাংলাদেশি-সহ গ্রেফতার ৪
ফের নকল সোনার কারবারের পর্দাফাঁস, এবার কলকাতায়। কুলতলির পর কলকাতায় নকল সোনার কারবারের পর্দাফাঁস। বউবাজারের এক ব্যবসায়ী, ২ বাংলাদেশি-সহ গ্রেফতার ৪জন। 'আসল সোনার গয়না নিয়ে টিটাগড়ের স্বর্ণ ব্যবসায়ীকে নকল সোনা'। শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের, ২ বাংলাদেশি-সহ গ্রেফতার ৪। উদ্ধার সাড়ে ৭ কেজি সোনার গয়না, দাম ৫ কোটি ২০ লক্ষ টাকারও বেশি। আরও এক বাংলাদেশির খোঁজে পুলিশের তল্লাশি।
WB News LIVE Updates: বিচারাধীন বন্দির মৃত্যু, খুনের অভিযোগে দমদম জেলে বিক্ষোভ
বিচারাধীন বন্দির মৃত্যু, খুনের অভিযোগে দমদম জেলে বিক্ষোভ । ২৭ এপ্রিল বাগুইআটিতে খুনের মামলায় গ্রেফতার রাজ দত্ত।
জেলে আনার সময় অসুস্থ, বিষ খাইয়ে খুনের অভিযোগ পরিবারের । 'বারাসত কোর্ট থেকে জেলে আনার সময় অসুস্থ হয়ে পড়েন বিচারাধীন বন্দি'। 'জেল হাসপাতালে ভর্তি করার পরে মৃত্যু হয় বিচারাধীন বন্দির'। কিন্তু কীভাবে মৃত্যু, স্পষ্ট হবে ময়নাতদন্তের রিপোর্টে: কারা দফতর সূত্র।
West Bengal News LIVE Updates: রেললাইন রক্ষণাবেক্ষণ, শিয়ালদা ডিভিশনে ২৫টি লোকাল ট্রেন বাতিল
রেললাইন রক্ষণাবেক্ষণের জন্য় আজ রাত সাড়ে ১১টা থেকে কাল সকাল সাড়ে ৭টা পর্যন্ত শিয়ালদা ডিভিশনে ২৫টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। নৈহাটি-ব্যান্ডেল শাখায় জরুরি ট্র্যাক মেরামতির কাজের জন্য আট ঘণ্টা বন্ধ থাকবে এই রুটে ট্রেন চলাচল। এর জন্য ২৫টি লোকাল ট্রেন বাতিল করার পাশাপাশি, বেশ কিছু দূরপাল্লার ট্রেন নৈহাটির পরিবর্তে ডানকুনি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। কয়েকটি লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। এছাড়া, চারটি দূরপাল্লার ট্রেন, নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা তিস্তা-তোর্সা এক্সপ্রেস, সহর্ষ-শিয়ালদা হাটেবাজারে এক্সপ্রেস, বালুরঘাট-শিয়ালদা এক্সপ্রেস ও রাধিকাপুর-শিয়ালদা এক্সপ্রেসের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
WB News LIVE Updates: বাংলা ভাগের বিরোধিতা করেও নিশিকান্ত-গৌরীশঙ্করকে সমর্থন বহরমপুর বিজেপির
বাংলা ভাগের বিরোধিতা করেও নিশিকান্ত-গৌরীশঙ্করকে সমর্থন বহরমপুর বিজেপির। 'রাজ্য বিজেপি কখনও বাংলা-ভাগের পক্ষ নয়।' 'কিন্তু যে সমস্যার কথা বিধায়ক বলেছেন, তা বাস্তব।' গৌরীশঙ্করের দাবিকে কার্যত সমর্থন বহরমপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতির।