West Bengal News Live Updates: মুর্শিদাবাদের ডোমকলে পুুলিশকে কুপিয়ে বন্দি ছিনতাইয়ের ঘটনায় এবার গ্রেফতার হলেন তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

Background
আর জি করে চিকিৎসককে ধর্ষণ-খুন দোষী সাব্যস্ত সঞ্জয়ের কী সাজা? অপরাধ প্রমাণিত। সর্বোচ্চ শাস্তি ফাঁসি, সর্বনিম্ন যাবজ্জীবন। জানিয়ে দিলেন বিচারক। কাল সাজা ঘোষণা।
প্রসূতির মৃত্যুতে ১৩ চিকিৎসক সাসপেন্ড, অনিচ্ছাকৃত খুনের মামলা। প্রতিবাদে এবার মেদিনীপুর মেডিক্যালে অবস্থান জুনিয়র ডাক্তারদের একাংশ।
সেফের ওপর হামলার ঘটনাতেও বাংলাদেশ-যোগ! গ্রেফতার মহম্মদ শরিফুল ইসলাম। ধৃত বাংলাদেশের নাগরিক। শিলিগুড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশ। মুম্বই পুলিশ সূত্রে খবর।
সেফের ওপর হামলার পর পালিয়ে বেড়াচ্ছিল মহম্মদ শরিফুল। পুলিশের চোখে ধুলো দিতে বারবার নাম ভাঁড়িয়ে আস্তানা বদল। কখনও বিজয় দাস, কখনও মহম্মদ ইলিয়াস।
অসমে জঙ্গি সন্দেহে গ্রেফতার আরও ১। ধুবুড়িতে অসম STF-এর অভিযানে। ধৃত জাহের আলি আনসারুল্লা বাংলা টিমের সদস্য বলে সন্দেহ গোয়েন্দাদের।
কীভাবে ওপারের নুরুল এপারের নারায়ণ? কীভাবে নকল সার্টিফিকেট দিয়ে আসল পরিচয়পত্র? জাল নথি-চক্রের রহস্য ভেদে নুরুল-সহ ২ অনুপ্রবেশকারীকে হেফাজতে নিল পুলিশ।
বাংলাদেশের নাগরিকদের নিয়েই জাল নথি-চক্রের কারবার। মুহুরি পরিচয়ে জালিয়াতির অভিযোগে ধৃত সমীরের ৭ সহযোগীই বাংলাদেশি! কতদূর ছড়িয়ে জালিয়াতির জাল? খতিয়ে দেখছে পুলিশ।
ত্রিপুরার পর মালদা, সীমান্তে ফের আক্রান্ত BSF! ওপার থেকে বোমা-পাথর। গতকালের হামলার পর আজও থমথমে সুখদেবপুর।
গোয়ালপোখরে পুলিশের এনকাউন্টারে সাজ্জাকের মৃত্যু, গ্রেফতার এক সহযোগী। শুধু আবদুল নয়, সাজ্জাককে গা ঢাকা দিতে সাহায্য় করেছিল ধৃত হজরতও, খবর পুলিশ সূত্রে। এখনও অধরা আবদুল।
গোয়ালপোখরে এনকাউন্টারে নিহত পলাতক বন্দি, এখনও ফেরার ডোমকলের আসামি। পুলিশ হেফাজতে থাকা আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার আরও ১। ধৃত ধৃত তৃণমূলের প্রাক্তন প্রধানের স্বামী।
মালদায় তৃণমূল নেতা খুন দুলাল সরকার খুনে গ্রেফতার আরও ১। জালে বিহারের পূর্ণিয়ার বাসিন্দা। ধৃত মহম্মদ আসরার শার্প শ্যুটার। দুলাল খুনে ধৃত বেড়ে ৮।
এবার দলীয় কাউন্সিলরদেরই নিশানা মদন মিত্রর। কাউন্সিলর যদি আপনাদের চাকর ভাবে, পাত্তা দেবেন না। তৃণমূলের পোশাক খুলে নিলে খেতে পাবে না। কাউন্সিলরদের পাত্তা দেবেন না।
দুষ্টুমি করছিল ছেলে। বারণ করলেও শোনেনি। তাই রাগের বশে গলায় ওড়না পেঁচিয়ে নিজের সন্তানকে খুন। সোনারপুরের ঘটনায় গ্রেফতার মা। জেরায় অপরাধ কবুল।
এবার পুরুলিয়ায় বাঘের হানা। ঘন ঘন ডেরা বদল। বান্দোয়ান থেকে মানবাজার, জঙ্গলে ঘুরছে রয়্যাল বেঙ্গল। ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে ছবি। সতর্ক বন দফতর।
WB News Live: তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় বিহার থেকে আরও এক শার্প শ্যুটারকে গ্রেফতার করল পুলিশ
তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় বিহার থেকে আরও এক শার্প শ্যুটারকে গ্রেফতার করল পুলিশ। গোয়েন্দা সূত্রে খবর, পূর্ণিয়ার বাসিন্দা মহম্মদ আসরারকে অপারেশনের প্ল্যান বি-তে রাখা হয়েছিল। হামলাকারীরা কোনও কারণে দুলাল সরকারকে খুনে ব্যর্থ হলে, আসরারের উপরেই দায়িত্ব ছিল তৃণমূল নেতার মৃত্যু নিশ্চিত করার।
West Bengal News Live: এবার ভাঙড়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার করা অভিযুক্তদের ছিনিয়ে নিয়ে চলে যাওয়ার অভিযোগ
এবার ভাঙড়ে আক্রান্ত পুলিশ। গ্রেফতার করা অভিযুক্তদের ছিনিয়ে নিয়ে চলে যাওয়ার অভিযোগ। ভাঙড়ের সাতশহরে মেলায় জুয়ার আসরে পুলিশি হানা। জুয়ার আসর থেকে কয়েকজনকে ধরপাকড় করে পুলিশ। ধরপাকড়ের পরেই পুলিশের ওপর হামলা, বাঁশ দিয়ে কনস্টেবলকে ব্যাপক মারধর। গুরুতর আহত অবস্থায় নলমুড়ি হাসপাতালে ভর্তি পুলিশ কনস্টেবল। কনস্টেবল সহ বেশ কয়েকজন পুলিশকর্মী আহত। তৃণমূলের বুথ সভাপতির উপস্থিতিতে পুলিশকর্মীদের ওপর হামলা, সূত্রের খবর। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া মেলেনি।






















