West Bengal News LIVE Updates: 'পহেলগাঁওয়ের মতোই বেছে বেছে হামলা হয়েছিল মুর্শিদাবাদে'! SIT রিপোর্টকে হাতিয়ার করে বিস্ফোরক বিজেপি
WB News LIVE Updates: দেশ থেকে রাজ্য সব খবরের লাইভ আপডেটস...

Background
হিলাদের পরার জন্য কাপড়ও রাখেনি দুষ্কৃতীরা। আগুন নেভানো রুখতে কাটা হয়েছিল জলের লাইন। SIT রিপোর্টকে হাতিয়ার করে বিস্ফোরক বিজেপি। পদ্ম শিবিরের দাবি, পহেলগাঁওয়ের মতোই বেছে বেছে হামলা চলেছে মুর্শিদাবাদ দাঙ্গায়।
Modi Amrit Bharat: দেশের ১০৩টি অমৃত ভারত স্টেশনের ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
রাজস্থানের বিকানেরে প্রধানমন্ত্রী। দেশনোকে করনি মাতার মন্দিরে পুজো দিয়ে শুরু হবে তাঁর কর্মসূচি। দেশের ১০৩টি অমৃত ভারত স্টেশনের ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তালিকায় রয়েছে বাংলার ৩টি স্টেশন, উত্তর ২৪ পরগনার কল্যাণী-ঘোষপাড়া, পশ্চিম বর্ধমানের পানাগড় এবং পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন রেল স্টেশনকে আধুনিক করে তোলার উদ্যোগ নিয়েছে মোদি সরকার।
West Bengal LIVE News: মহেশতলায় বেপরোয়া বালি বোঝাই ট্রাকের ধাক্কায় বালকের মৃত্যু
মহেশতলায় বেপরোয়া বালি বোঝাই ট্রাকের ধাক্কায় বালকের মৃত্যু। ঘটনাস্থলে পুলিশ ও র্যাফ। চালক-খালাসি মত্ত অবস্থায় ছিলেন, অভিযোগ স্থানীয়দের। ট্রাক ভাঙচুর ক্ষুব্ধ জনতার। পুলিশকে ঘিরে বিক্ষোভ। চালক ও খালাসিকে আটক করেছে পুলিশ






















