West Bengal News Live Updates: বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিটে মোতায়েন থাকছে সাড়ে ৩ হাজার পুলিশকর্মী
WB News Live Updates: আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
LIVE
Background
আশাবুল হোসেন, অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: এবার কলকাতা পুরসভায় (Kolkata Municipal Corporation) রিপোর্ট কার্ড। ৬ মাস অন্তর হবে রিভিউ। কাজ করতে না পারলে, সরিয়ে দেওয়া হবে। নব নির্বাচিত কাউন্সিলরদের বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি তৃণমূলনেত্রীর বার্তা, নম্র হতে হবে। বেহিসেবি হওয়া যাবে না। নির্দলদের এখনই নেওয়া হবে না বলে স্পষ্ট করে দিয়েছেন তিনি।
তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই মন্ত্রী এবং প্রশাসনের কাজকর্ম নিয়ে তৈরি হয় রিপোর্ট কার্ড। এবার সেই ধাঁচেই কলকাতা পুরসভার রিপোর্ট কার্ড চান মুখ্যমন্ত্রী। রিভিউ হবে ৬ মাস অন্তর। নব নির্বাচিত কাউন্সিলরদের প্রথম বৈঠকে তৃণমূল নেত্রী স্পষ্ট করে দেন, পারফরম্যান্সই শেষ কথা।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যত জিতব তত বেশি নম্র হতে হবে। অহঙ্কারের কোনও জায়গা তৃণমূলে নেই। কৃতিত্ব জাহির করতে গিয়ে পার্টিকে ছোট করে আমি বড় হয়ে গেলাম, এটা দলের লক্ষ্য নয়।’
২০১০ থেকে টানা তৃতীয়বার ছোট লালবাড়ির দখল নিল তৃণমূল। বেহিসেবি খরচ নয়, তৃণমূলনেত্রীর বার্তা, ‘কোথাও পিচের উপর পিচ চড়ানো হয়। পিচের উপর পিচ চড়িয়ে মাঝেরহাট ব্রিজটা গেছে। আগে খুঁড়তে হবে, গাঁথনি দিতে হবে। টাকা এত সস্তা নয়, মানুষের টাকা মাথায় রাখতে হবে। মানুষকে যেন পরিষেবার জন্য ঘুরতে না হয়, হয়রানি না হতে হয়।’
পুরভোটে তৃণমূল প্রার্থীদের হারিয়ে জয়ী হন তিনজন নির্দল। ফল ঘোষণার পরপরই তাঁরা তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, নির্দলদের জন্য দরজা আপাতত বন্ধ থাকছে। তিনি বলেন, ‘নির্দলরা যোগাযোগও করেছে। আমি চাই না, যারা নির্দল এখনই জিতেছে তারা দলে আসুক। কেউ যদি মনে করে কাউকে অন্তর্ঘাত করে জিতিয়ে দিয়ে পরে আবার ঢুকে যাব, তার জন্য অপেক্ষা করতে হবে। গেম ইজ নট ইজি।’
এবার পুরভোটে ৩৯ জন বিদায়ী কাউন্সিলরকে প্রার্থী করেনি তৃণমূল। দলের আগামী প্রজন্মকে সামনে আনার লক্ষ্যে, একঝাঁক নতুন মুখকে প্রার্থী করে শাসক দল। তাঁদের প্রায় সবাই, জিতে এসেছেন। এতে সন্তোষ প্রকাশ করেছেন তৃণমূলনেত্রী।
পুরভোটের হওয়া যাওয়ার চার দিন পরেও, কলকাতার বিস্তীর্ণ জায়গায় সরেনি পোস্টার, ব্যানার, হোর্ডিং। নব নির্বাচিত কাউন্সিলরদের, দ্রুত প্রচার সামগ্রী সরানোর নির্দেশ দেন তৃণমূল নেত্রী। প্রথম দিন থেকেই নব নির্বাচিত কাউন্সিলরদের কাজের উপর দল যে নজর রাখছে, তা বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
WB News Live Updates: বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিটে মোতায়েন থাকছে সাড়ে ৩ হাজার পুলিশকর্মী
বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিটে মোতায়েন থাকছে সাড়ে ৩ হাজার পুলিশকর্মী। থাকছে ওয়াচ টাওয়ার, ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থা। বিধাননগরেও নেওয়া হয়েছে নিরাপত্তার বাড়তি ব্যবস্থা।
West Bengal News Live Updates: হুগলির উত্তরপাড়ায় দিনে-রাতে বেড়েই চলেছে চুরির ঘটনা, দ্রুত ব্যবস্থার আশ্বাস পুর প্রশাসকের
১ মাসে ৬ বার। বাসিন্দাদের অভিযোগ, হুগলির উত্তরপাড়ায় দিনে-রাতে বেড়েই চলেছে চুরির ঘটনা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উত্তরপাড়া পুরসভার প্রশাসক। সবক’টি চুরির ঘটনায় একই দুষ্কৃতী দল জড়িত কিনা খতিয়ে দেখছে চন্দননগর পুলিশ কমিশনারেট।
WB News Live Updates: হাওড়া ও বালি পুরসভাকে আলাদা করার বিল নিয়ে ফের বিতর্ক
হাওড়া ও বালি পুরসভাকে আলাদা করার বিল নিয়ে ফের বিতর্ক। সই করেছেন রাজ্যপাল, হাইকোর্টে জানালেন অ্যাডভোকেট জেনারেল। বিল এখনও তাঁর বিচারাধীন, ট্যুইট রাজ্যপালের।
West Bengal News Live Updates: নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি কিষাণ মোর্চার মিছিল
বিজেপির কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও কর্মসূচি। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি কিষাণ মোর্চার মিছিল। কৃষি ঋণ মকুব-সহ ৭ দফা দাবিতে এই মিছিল।
WB News Live Updates: অনুমোদন ছাড়াই উপাচার্য নিয়োগ, ইউজিসিকে দিয়ে তদন্ত চান রাজ্যপাল,মুখ্যমন্ত্রীকে অন্তর্বর্তী আচার্য করার ভাবনা সরকারের
রাজভবনের অনুমোদন ছাড়াই, উপাচার্য নিয়োগের অভিযোগ করে, UGC’কে দিয়ে তদন্ত চান রাজ্যপাল। পাল্টা, মুখ্যমন্ত্রীকে অন্তবর্তী আচার্য করার কথা ভাবা হচ্ছে বলে জানালেন শিক্ষামন্ত্রী। আরও একধাপ শিক্ষামন্ত্রীর অভিযোগ, ED-CBI’র পর এবার UGC’কে দেখিয়ে হুমকি দিচ্ছেন জগদীপ ধনকড়।