West Bengal News Live Updates: কসবায় চাকরিহারা শিক্ষকদের পুলিশের লাথি, লাঠি! চাকরি বাঁচাতে DI অফিসে গিয়ে মার খেলেন শিক্ষকরাই!
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

Background
কসবার DI অফিসের সামনে ধুন্ধুমার। গেট টপকে ভিতরে চাকরিহারারা। তুমুল ধস্তাধস্তি। শিক্ষকদের উপর লাঠিচার্জ পুলিশের। কসবা DI অফিসের ভিতরে লাঠি চলল চাকরিহারাদের উপর। লুটিয়ে পড়লেন একাধিক শিক্ষক। কসবা DI অফিসে পুলিশের লাঠি, আহত ২ শিক্ষক, অভিযোগ চাকরিহারাদের। রাস্তায় বিক্ষোভ। গার্ডরেলে চাকরিপ্রার্থীদের ধাক্কায় আহত ৩ পুলিশকর্মী, গুরুতর জখম ১, পাল্টা দাবি লালবাজারের।
মালদা, মেদিনীপুর, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান। জেলায় জেলায় DI অফিসের সামনে চাকরিহারাদের বিক্ষোভ, তুলকালাম।
কসবা DI অফিসে চাকরিহারা শিক্ষকদের অভিযানে পুলিশের বেপরোয়া লাঠিচার্জ। প্রতিবাদে আজ বিকাশভবনে শিক্ষামন্ত্রীর কাছে যাচ্ছেন না, জানালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
সুতিতে ওয়াকফ বিলের বিরোধিতায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ। পুলিশ অবরোধকারীদের সরাতে গেলে উত্তেজনা। থমথমে জঙ্গিপুর। মোড়ে মোড়ে পুলিশ পিকেট-টহলদারি। গ্রেফতার ২২।
কারও উস্কানিতে পা দেবেন না, সম্পত্তি কাড়ার অধিকার কারও নেই। আপনাদের দিদি রক্ষা করবে। মহাবীর জয়ন্তীর আগে সংখ্যালঘুদের অনুষ্ঠানে বার্তা মুখ্যমন্ত্রীর।
'খেলা হবে, মেরা জবান হি মেরা শাসন হ্যায়'। বিধানসভা ভোটের আগে চেনা মেজাজে অনুব্রত মণ্ডল। নাম না করে কাজল শেখকে বার্তা? শুরু জল্পনা।
West Bengal News Live: কসবায় DI অফিসে চাকরিহারাদের লাঠিপেটা
কসবায় DI অফিসে চাকরিহারাদের লাঠিপেটা। কসবায় DI অফিসে চাকরিহারাদের বিক্ষোভ, উত্তেজনা। ব্যারিকেড টপকে DI অফিসের ভিতরে প্রবেশের চেষ্টা। পুলিশ-চাকরিহারাদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি, তুলকালাম। বেধড়ক মেরেছে পুলিশ, অভিযোগ চাকরিহারাদের। চাকরি চাইতে গিয়ে পুলিশের লাঠিপেটা চাকরিহারাদের। টেনে হিঁচড়ে চাকরিহারাদের সরাল পুলিশ। লাঠির আঘাতে আহত চাকরিহারারা। চাকরি বাতিল ইস্যুতে পথে চাকরিহারারা। ন্যায়-বিচার দিতেই হবে, হুঁশিয়ারি চাকরিহারাদের।
WB News Live: কসবায় চাকরিহারাদের ওপর লাঠিচার্জ, পাল্টা হামলার অভিযোগ পুলিশের
কসবায় চাকরিহারাদের ওপর লাঠিচার্জ, পাল্টা হামলার অভিযোগ পুলিশের। 'একদল জনতা, বিনা উস্কানিতে পুলিশকর্মীদের ওপর হামলা চালিয়েছে। পুলিশের ওপর হামলা ও হিংসাত্মক আচরণ করেছে। ৪ পুরুষ পুলিশকর্মী ও ২ জন মহিলা পুলিশকর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও আরও ক্ষয়ক্ষতি এড়াতে পুলিশ বাধ্য হয়ে হালকা বলপ্রয়োগ করেছে। এই ঘটনার তদন্ত প্রক্রিয়া চলছে,' বিবৃতি কলকাতা পুলিশের।






















