West Bengal News Live Updates: রামনবমীর একদিন আগে থেকেই শুরু হয়ে গেল শোভাযাত্রা, হাওড়ার সাঁকরাইলে মিছিলে দেখা গেল অস্ত্র
WB News Live: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।
LIVE

Background
WB News Live: মহিষাদলের রামবাগে প্রায় ৩০০ বছরের পুরনো জীর্ণ রামজিউ মন্দিরের সংস্কারের দাবি তুলছেন স্থানীয়রা
রামনবমী উদ্ যাপন ঘিরে শাসক-বিরোধী তৎপরতা তুঙ্গে। এই আবহে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের রামবাগে প্রায় ৩০০ বছরের পুরনো জীর্ণ রামজিউ মন্দিরের সংস্কারের দাবি তুলছেন স্থানীয়রা। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
West Bengal News Live: রামনবমীতে কেউ শক্তি প্রদর্শন করতে এলে, পাল্টা আক্রমণের হুঁশিয়ারি ভাতারের তৃণমূল বিধায়কের
রামনবমীতে কেউ শক্তি প্রদর্শন করতে এলে, পাল্টা আক্রমণের হুঁশিয়ারি ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারীর।
WB News Live: বাম-বিজেপিকে খুন্তির ছেঁকা দেওয়ার দাওয়াই বর্ধমানের তৃণমূল নেত্রীর
বাম-বিজেপিকে খুন্তির ছেঁকা দেওয়ার দাওয়াই বর্ধমানের তৃণমূল নেত্রীর। দলীয় নেতার বাবাকে খুনের চেষ্টায় মামলায় জামিন পেতেই স্বমহিমায়! ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল থেকে বাম-বিজেপিকে হুমকি। এলাকায় এলেই খুন্তি পুড়িয়ে ছেঁকা দেওয়ার দাওয়াই কাকলী গুপ্ত তা-র। দলীয় নেতার বাবাকে খুনের চেষ্টায় ৩ বছরের জেলের পরেই জামিন। জামিন পাওয়ার পরেই স্বমহিমায় বর্ধমান ১ ব্লকের তৃণমূল সভানেত্রী।
West Bengal News Live: জগদ্দল গুলি-কাণ্ডে ফের বিজেপি নেতা অর্জুন সিংহকে পুলিসি নোটিস
জগদ্দল গুলি-কাণ্ডে ফের বিজেপি নেতা অর্জুন সিংহকে পুলিসি নোটিস। শনিবার দুপুরের মধ্যে তাঁর লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র থানায় জমা করতে বলা হলেও সেই ডাকে সাড়া দিলেন না বিজেপি নেতা। আমি গুলি চালাইনি। এখনও আগের দাবিতেই অনড় বিজেপি নেতা। অন্যদিকে, এই ঘটনায় তৃণমূল বিধায়ককে ছাগল কটাক্ষ করতেও পিছপা হননি বিজেপি নেতা। তিনি বলেছেন, বাঘকে শিকার করতে যেমন ছাগল বাঁধতে হয়, তেমনই সোমনাথ শ্যামকে তৃণমূল বেঁধে রেখেছে আমায় শিকার করতে। পাল্টা অর্জুন সিংহকে নেংটি ইঁদুর বলে আক্রমণ করেছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম।
WB News Live: তৃণমূল ও বিজেপির সংঘর্ষে গতকাল উত্তপ্ত হয় কোচবিহার, গ্রেফতার হন বিজেপির মণ্ডল সভাপতি, তার প্রতিবাদে আজ ফের মিছিল বিজেপির
তৃণমূল ও বিজেপির সংঘর্ষে গতকাল উত্তপ্ত হয়ে উঠেছিল কোচবিহার। দু'পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ করলেও, পুলিশ গ্রেফতার করেছে বিজেপির মণ্ডল সভাপতিকে। যার প্রতিবাদে আজ ফের মিছিল করল বিজেপি। অন্যদিকে, উদয়ন গুহর বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে পোস্ট করেছেন শুভেনদু অধিকারী। পাল্টা চ্যালেঞ্জ করেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীও।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
