West Bengal News Live Updates: রামনবমীর একদিন আগে থেকেই শুরু হয়ে গেল শোভাযাত্রা, হাওড়ার সাঁকরাইলে মিছিলে দেখা গেল অস্ত্র
WB News Live: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

Background
কাল রামনবমী। শহর থেকে জেলা, পোস্টারে পোস্টারে ছয়লাপ। অশান্তি রুখতে কড়া পুলিশ। সংবেদনশীল বলে চিহ্নিত রাজ্যের ১০ পুলিশ জেলা ও কমিশনারেট। দায়িত্বে ২৯ জন IPS।
কাল কলকাতায় ছোট বড় মিলিয়ে ৫৯টি রামনবমীর মিছিল। ৫টি বড় শোভাযাত্রায় বিশেষ নজরদারি। বহুতল নজরদারি, উড়বে ড্রোন। নির্ধারিত রুট ও অনুমতি ছাড়া মিছিল করলে আইনি পদক্ষেপ করবে পুলিশ।
কাল রামনবমীর শোভাযাত্রায় মালদা ও মুর্শিদাবাদে হামলার আশঙ্কা, প্রধানমন্ত্রীকে চিঠি বিজেপি বিধায়কের।
রামনবমী ঘিরে চড়ছে পারদ। ফের হুঙ্কার বিজেপির।
রামনবমীর আগের দিন গেরুয়া পতাকায় ছয়লাপ কলকাতা। রেড রোড চত্বর, রাজভবনের সামনে, পিটিএস ও বিধানসভার সামনে জয় শ্রীরাম লেখা পতাকা। পাড়ায় পাড়ায় পোস্টার।
রামনবমী নিয়ে তুঙ্গে ধর্মযুদ্ধ। বিজেপির পাল্টা ময়দানে তৃণমূল। আলমবাজার সহ বিস্তীর্ণ এলাকায় সৌগত রায় ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার, ব্যানার।
২৬ হাজার চাকরি বাতিল। তাও দায় নিতে নারাজ এসএসসি। একই সুর শিক্ষামন্ত্রীর। ব্রাত্যকে নিশানা দিলীপের।
সরকারের সদিচ্ছার অভাবেই হাজার হাজার চাকরি গেল। অভিযোগ তুলে আন্দোলনে নামছেন চাকরিহারারা। ২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাক চাকরিপ্রার্থী ও চাকরিহারা ঐক্যমঞ্চের।
চাকরি বাতিলের প্রতিবাদ। জেলায় জেলায় বিক্ষোভ চাকরিহারাদের।
তৃণমূল-বিজেপি সংঘর্ষের পর উত্তপ্ত কোচবিহার। কোতোয়ালি থানায় অভিযোগ দু-পক্ষের। গ্রেফতার বিজেপির মণ্ডল সভাপতি।
দিনহাটায় বিজেপির জেলা সম্পাদকের বাড়িতে হামলা। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে গুন্ডা বলে আক্রমণ করে পোস্ট শুভেন্দুর। পাল্টা জবাব উদয়নের।
সল্টলেক ওয়েবেল মোড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মহিলা তথ্যপ্রযুক্তি কর্মীর মৃত্যু।আটক ঘাতক বাসের চালক।
WB News Live: মহিষাদলের রামবাগে প্রায় ৩০০ বছরের পুরনো জীর্ণ রামজিউ মন্দিরের সংস্কারের দাবি তুলছেন স্থানীয়রা
রামনবমী উদ্ যাপন ঘিরে শাসক-বিরোধী তৎপরতা তুঙ্গে। এই আবহে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের রামবাগে প্রায় ৩০০ বছরের পুরনো জীর্ণ রামজিউ মন্দিরের সংস্কারের দাবি তুলছেন স্থানীয়রা। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
West Bengal News Live: রামনবমীতে কেউ শক্তি প্রদর্শন করতে এলে, পাল্টা আক্রমণের হুঁশিয়ারি ভাতারের তৃণমূল বিধায়কের
রামনবমীতে কেউ শক্তি প্রদর্শন করতে এলে, পাল্টা আক্রমণের হুঁশিয়ারি ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারীর।






















