West Bengal News LIVE Updates: 'বিরোধী দলনেতার কনভয় পার করতে এত দেরি কেন? কত দালালি করবে', পুলিশকে ধমক ফিরহাদের
Rath Yatra News LIVE Updates: এক ক্লিকে দেখে নিন সব খবরের লাইভ আপডেটস

Background
রথের দিনে পুরনো চেহারায় পুরী। সৈকত শহরে উপচে পড়ছে ভিড়। মুহুর্মুহু শোনা যাচ্ছে জয় জগন্নাথ ধ্বনি। একবার রথের রশিতে টান দিতে কাতারে কাতারে পুণ্যার্থী জগন্নাথ ধামে এসেছেন। এই প্রথম নবযৌবন বেশ, নেত্র উৎসব, রথযাত্রা সব একই দিনে হচ্ছে।ফলে রথের রশিতে টান পড়বে আজ বিকেলে। প্রথমে বেরোবেন সুদর্শন। গর্ভগৃহ থেকে ২২ ধাপে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নামিয়ে আনা হবে। ২২ ধাপের তৃতীয় ধাপে শিবের দর্শন নেন জগন্নাথ। এরপর দুলিয়ে দুলিয়ে বাজনা বাজিয়ে বিগ্রহকে তোলা হবে রথে, যা পহন্ডি নামে পরিচিত। জগন্নাথদেবের রথের নাম নন্দীঘোষ, বলরামের তালধ্বজ আর সুভদ্রার রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ। এরপর পুরীর রাজা সোনার ঝাঁটা দিয়ে রাস্তা ঝাঁট দেবেন। এই রীতিকে বলা হয় ছেড়াপহরা। আগামীকাল শেষ হবে রথযাত্রা।
West Bengal News LIVE Updates: সিএএ-তে নাগরিকত্বের আবেদনে সহযোগিতা করতে বুধবার ঠাকুরনগরের মতুয়াবাড়িতে চালু হবে ক্যাম্প
সিএএ-তে নাগরিকত্বের আবেদনে সহযোগিতা করতে আগামী বুধবার ঠাকুরনগরের মতুয়াবাড়িতে ক্যাম্প চালু হবে। জানালেন বনগাঁর বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।
Rath Yatra 2024: 'বিরোধী দলনেতার কনভয় পার করতে এত দেরি কেন? কত দালালি করবে', পুলিশকে ধমক ফিরহাদের
বাগদায় প্রচারে গিয়ে পুলিশকে ধমক ফিরহাদের। গতকাল শুভেন্দুর কনভয় যাওয়ার সময় পুলিশকে ধমক ফিরহাদের। 'বিরোধী দলনেতার কনভয় পার করতে এত দেরি কেন? কত দালালি করবে। আমাদের মিটিংয়ের সময় কেন সামনে দিয়ে একটার পর একটা গাড়ি যাবে।'
কত দালালি করবে? পুলিশকে ধমক ফিরহাদের।






















