West Bengal News Live : মুদিয়ালিতে পিএসসি ভবনের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ
West Bengal News LIVE Updates RG Kar Case : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...

Background
কলকাতা: দ্রোহের কার্নিভালের পর ৪ নভেম্বর বাড়িতে বাড়িতে দ্রোহের আলো জ্বালো। ৯ নভেম্বর জনতার চার্জশিট। জয়নগর থেকে জয়গাঁ মিছিলের ডাক। ৮০টি সংগঠন মিলে তৈরি হল অভয়া-মঞ্চ। চলতি বছরে হচ্ছে না প্রাথমিকের টেট। তেইশে পরীক্ষা হয়েও অধরা রেজাল্ট। শুরু হয়নি বাইশের নিয়োগ প্রক্রিয়াও। কীভাবে হাসপাতালে জং ধরা কাঁচি? এসএসকেএমের রিপোর্ট চাইল স্বাস্থ্য ভবন। ‘অভিষেকের লেভেলের নয়, ওটা মুখ্যমন্ত্রীর ব্যাপার ছিল’। তৃণমূলের আর জি কর ইস্যু মোকাবিলা নিয়ে বিস্ফোরক মদন।
West Bengal News Live :মুদিয়ালিতে পিএসসি ভবনের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ
মুদিয়ালিতে পিএসসি ভবনের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। ক্লার্কশিপ পরীক্ষা এক দিনে এক শিফটেই নিতে হবে, দাবি আন্দোলনকারীদের। 'স্বচ্ছতা বজায় রাখতে পরীক্ষার শেষে ওএমআর শিটের কার্বন কপি দিতে হবে পরীক্ষার্থীদের'। যেকোনও মূল্যে রুখতে হবে প্রশ্নফাঁস, দাবি আন্দোলনকারীদের
Suvendu Adhikari: SSKM-এ কাঁচি কেলেঙ্কারির অভিযোগে মুখ্যমন্ত্রীকে 'দায়ী' করলেন শুভেন্দু
এসএসকেএম-এ কাঁচি কেলেঙ্কারির অভিযোগ ঘিরে প্রশ্নের মুখে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। মূলত এসএসকেএম-এ প্রসূতি বিভাগে অপারেশন থিয়েটারে রোগীর পেট কাটতে গিয়ে ভেঙে মরচে ধরা কাঁচি ! ভাঙা কাঁচির ছবি পোস্ট করে প্রতিবাদে সরব হয় জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। এবার এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'এজন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়' !শুভেন্দু বলেন, 'জং ধরা কাঁচি পাওয়া যাচ্ছে এসএসকেম-এ। যাকে নিয়ে আমরা গর্ব করি, যে পশ্চিমবঙ্গের সবচেয়ে ভাল হাসপাতাল। আর সেখানেই জং ধরা কাঁচি পাওয়া গিয়েছে! আমাদের তো বলার কিছু নেই। ১৩ বছর পশ্চিমবঙ্গ বিধানসভায় স্বাস্থ্য বাজেট হয় না। এরাজ্যে স্বাস্থ্য ব্যবস্থাকে গিলোটিনে পাঠানো হয়েছে। এজন্য দায়ী রাজ্যের অপদার্থ-অযোগ্য স্বাস্থ্যমন্ত্রী, যিনি সন্দীপ ঘোষের মাথার উপরে হাত ছিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায়। '























