West Bengal News Live : লেক মার্কেটে আবাসনে ED-র অভিযান, ৩ কোটির হদিশ!
West Bengal News LIVE Updates : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...
LIVE
Background
কলকাতা: ট্যাব কেলেঙ্কারির এপিসেন্টার উত্তর দিনাজপুর হলেও নিয়ন্ত্রিত হয়েছে কেন্দ্রীয় ভাবেই। বিকাশ ভবনে তথ্য যাচাই করে অনুমান পুলিশের। খতিয়ে দেখা হচ্ছে ফ্লো চার্ট। । ট্যাব কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। ৩ চাকার গাড়ি থাকলে আবাসের টাকা নয়, দুর্নীতি-ক্ষোভের আবহে সিদ্ধান্ত রাজ্যের। ভাটপাড়ায় ভয়াবহ হত্যাকাণ্ড, আতঙ্কে সাধারণ মানুষ । দিকে দিকে বেপরোয়া। দুষ্কৃতীরাজ, কেন গুলি-বোমা রুখতে ব্যর্থ পুলিশ?
আরও পড়ুন, সকাল থেকে দুপুর তিনটে পর্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি মিস করেছেন ? একনজরে দেখে নিন এখানে
Rachana Banerjee: আদিবাসী মহিলাদের সঙ্গে নৃত্যে মাতলেন রচনা
আজ বিরসা মুণ্ডার ১৫০তম জন্মবার্ষিকী। বিরসা মুণ্ডার জন্মদিন উপলক্ষে ধুমধাম করে অনুষ্ঠান য় পোলবা দাদপুর ব্লকের কৃষি খামার প্রাঙ্গনে। অনুষ্ঠানে উপস্থিত হন রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন আদিবাসী মহিলাদের সঙ্গে হাতে হাত ধরে, বাজনার তালে নৃত্যে মেতে ওঠেন হুগলির সাংসদ।এইদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ মিতালী বাগ, বিধায়ক অসীমা পাত্র, জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, গ্ৰমীন পুলিশ সুপার কামনাষিস সেন সহ জেলার অন্যান্য আধিকারিকরা।
Arjun Singh: আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন অর্জুন
নিহতর পরিবারের এনআইএ তদন্তের দাবিকে সমর্থন অর্জুন সিংয়ের। এনআইএ তদন্তের দাবিতে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখবেন বলে জানিয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন অর্জুন।
KP On Tab Scam: ২ দিনে ৪৯টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল কলকাতা পুলিশ
জেলায় জেলায় 'তরুণের স্বপ্ন' উধাও, আঁতুড়ঘর উত্তর দিনাজপুর? 'ট্যাব কেলেঙ্কারির এপিসেন্টার উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর ও বিহারের কিষাণগঞ্জের একাধিক অ্যাকাউন্ট ফ্রিজ', ২ দিনে ৪৯টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল কলকাতা পুলিশ
Bhatpara TMC Leader Murder Case: ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার কত ?
ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনের ৪৮ ঘণ্টা পরেও গ্রেফতার মাত্র ১। মোটিভ নিয়ে ধন্ধে পুলিশ।খুনের নেপথ্যে তৃণমূল কাউন্সিলরের ভাগ্নে। অভিযোগ নিতে চায়নি পুলিশ। অভিযোগ তুলে NIA চাইল ভাটপাড়ার নিহত শাসক নেতার পরিবারই।
ED Raid: লটারির মাধ্যমে কালো টাকা সাদা, কলকাতায় টাকার পাহাড়!
লটারির মাধ্যমে কালো টাকা সাদা, কলকাতায় টাকার পাহাড়! লেক মার্কেটে আবাসনে ED-র অভিযান, ৩ কোটির হদিশ! ধৃত লটারি কিং, জেরা করে ডিয়ার লটারির অফিসে অভিযান