West Bengal News Live Updates: SSC-র দাগি তালিকায় তৃণমূল নেতা-নেত্রী থেকে বিধায়কের বউমা
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।
LIVE

Background
সুপ্রিম কোর্টে ধাক্কার পর অবশেষে দাগিদের তালিকা প্রকাশ। ১ হাজার ৮০৪ জনের নাম ওয়েবসাইটে আপলোড করল SSC। নাম, রোল, সিরিয়াল নম্বর থাকলেও উল্লেখ নেই স্কুলের।
নতুন করে পরীক্ষায় আবেদন করেছিলেন দাগিদের সিংহভাগই। তালিকা বেরোতেই পর্দাফাঁস। ১৪০০ জনের ২১৬০টি অ্যাডমিট কার্ড বাতিল, খবর SSC সূত্রে।
১৪০০ জন দাগিকে অ্যাডমিট দিয়ে বাতিল! আগে দিয়েছিল কেন? SSC-র ভূমিকায় প্রশ্ন বিরোধী দলনেতার।
SSC-র দাগি তালিকায় রাজপুর-সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ যোগ্যতায় চাকরি পেয়েছি, তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাওয়ার দাবি।
অসম্পূর্ণ তালিকা। আরও নাম বেরোবে। দাবি বিকাশ-ফিরদৌসের। হাইকোর্টের নির্দেশে অনেক আগেই দাগিদের তালিকা আপলোড হয়েছিল, এত হইচইয়ের কী আছে, পাল্টা কল্যাণ।
দীর্ঘ টালবাহানার পর দাগিদের প্রথম তালিকা। শুধুই নাম প্রকাশ SSC-র। কোন সকুলের শিক্ষক, কী বিষয় পড়াতেন, উল্লেখ নেই তালিকায়। যোগ্যদেরও তালিকা প্রকাশের দাবি চাকরিহারাদের।
দাগিদের প্রথম তালিকা প্রকাশ। যোগ্যদেরও তালিকা দিক। সুপ্রিম কোর্টে যাচ্ছেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। যাঁদের টাকা দিয়ে চাকরি, তাঁদের নামও সামনে আসুক, দাবি মেহবুব মণ্ডলের।
জীবনকৃষ্ণের অ্যাকাউন্টে কোটি টাকার লেনদেন! নিয়োগ দুর্নীতির সময়েই বিধায়ক ও তাঁর স্ত্রীর অ্যাকাউন্টে ঢুকেছিল ১ কোটি ২০ লক্ষ! উৎস কী? কিছুই জানে না বলে দাবি ধৃতের, খবর ED সূত্রে।
জেরায় অহযোগিতা তৃণমূল বিধায়কের, দাবি ইডির। অন্যান্য দিক থেকে তথ্য সংগ্রহের চেষ্টা। হেফাজতে চাইল না কেন্দ্রীয় এজেন্সি। ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে জীবনকৃষ্ণ।
স্ত্রী ও ছেলেকে দেখে কান্নায় ভাঙলেন বিধায়ক জীবনকৃষ্ণ। মানুষও কাঁদছে, মন্তব্য সজল ঘোষের। কাঁদছেন কেন, CBI ধরে ছেড়ে দিয়েছে, এরাও ছেড়ে দেবে। খোঁচা শতরূপের।
পাখির চোখ ছাব্বিশ। কাঁথি সাংগঠনিক জেলার সঙ্গে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভাগ বাঁটোয়ারার মিটিং। কটাক্ষ শুভেন্দু অধিকারীর। উনি সবাইকে নিজের মতো ভাবেন। পাল্টা অখিল গিরির।
বেআইনি বেটিং অ্যাপের প্রচার মামলায় অঙ্কুশকে ইডির সমন, ১৬ সেপ্টেম্বর হাজিরার নির্দেশ। সংবাদসংস্থা আইএএনএস সূত্রে খবর। প্রতিক্রিয়া দিতে চাননি অভিনেতা।
শাসকের সঙ্গে সংঘাতে শিক্ষামন্ত্রীর নিশানায় CU-র ভিসি।
বিহারে কটূক্তি, বিধানভবনে হামলা। রাকেশ সিংহর বাড়ি গিয়েও খোঁজ পেল না পুলিশ। ধৃত ৩। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সরব অধীর চৌধুরী।
SIR-বিতর্কের আবহে, অধীরের উদ্যোগে রাহুল গান্ধীর দ্বারস্থ মতুয়ারা। বিহারে গিয়ে কংগ্রেস সাংসদের সঙ্গে সাক্ষাৎ। দিল্লিতে ডেকে কথা বলার আশ্বাস লোকসভার বিরোধী দলনেতার।
বিহারে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রায় যাচ্ছেন না মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মসূচিতে যোগ দেবেন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান ও উত্তরপ্রদেশের নেতা ললিতেশ ত্রিপাঠী।
আগেই সাসপেন্ড ERO, AERO। সেই বারুইপুর পূর্বেই আবার ভূতুড়ে ভোটার। একটি বুথে প্রায় ২০ জন মৃত, ৩০ জন ভুয়ো ভোটার। তালিকায় ভুরি ভুরি গরমিলের অভিযোগ।
একটি বুথেই ৫০ জন মৃত ভোটারের নাম! এবার মালদার হবিবপুরে। কেন ভোটার লিস্টে এখনও মৃতদের নাম কাটা হয়নি, প্রশ্ন গ্রামবাসীদের।
ভিন রাজ্যে পরিযায়ী হেনস্থার অভিযোগ। ফের হুঁশিয়ারি উদয়ন গুহর।
অমিত শাহকে বেলাগাম আক্রমণ। ক্ষমা চাইতে হবে, মহুয়া মৈত্রর বিরুদ্ধে সরব যোগী আদিত্যনাথ থেকে রমেশ বিদুরি। সুকুমার রায়ের কবিতা আবৃত্তি করে পাল্টা জবাব তৃণমূল সাংসদের।
উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফার পর এবার পেনশন চান জগদীপ ধনকড়। ১৯৯৩-এ কংগ্রেস বিধায়ক হিসেবে রাজস্থান বিধানসভায় আর্জি। নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত। জানালেন রাজস্থানের স্পিকার।
এবার আরজি কর ফাইল প্রকাশ করতে চলেছেন আখতার আলি। দুই মলাটে সন্দীপ ঘোষ চক্রের দুর্নীতি। দাবি আর জি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপারের। প্রকাশের অনুমতি চেয়ে চিঠি।
মালদা ডিভিশনে সংস্কার। হাওড়া, শিয়ালদা, কলকাতা থেকে উত্তরবঙ্গের ট্রেন বাতিল। মেরামতির জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। কোনা এক্সপ্রেসওয়েও বন্ধ।
West Bengal News Live: স্কুল সার্ভিস কমিশনের তালিকায় বাড়ল দাগির সংখ্যা, SSC-র প্রথম তালিকায় দাগি শিক্ষক ১,৮০৪ থেকে ১,৮০৬
স্কুল সার্ভিস কমিশনের তালিকায় বাড়ল দাগির সংখ্যা। SSC-র প্রথম তালিকায় দাগি শিক্ষক ১,৮০৪ থেকে ১,৮০৬। SSC-র নতুন তালিকায় তৃণমূল বিধায়কের কন্যা! কেন নাম বাদ গেল প্রথম দাগি তালিকায়? উঠছে প্রশ্ন। রাতে SSC-র নতুন তালিকায় আরও ২ দাগি শিক্ষকের নাম। তালিকায় চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশেনারা খাতুন। তালিকায় জুড়েছে সঞ্চিতা দাস নামে আরেক দাগি শিক্ষিকার নামও।
WB News Live: দুর্গাপুরে ১৫ দিন ধরে নিখোঁজ গৃহবধূর রহস্যমৃত্যু, পরিত্যক্ত কুয়োয় মিলল মহিলার পচাগলা দেহ
দুর্গাপুরে ১৫ দিন ধরে নিখোঁজ গৃহবধূর রহস্যমৃত্যু। পরিত্যক্ত কুয়োয় মিলল মহিলার পচাগলা দেহ। দুর্গাপুর-ফরিদপুর এলাকার বছর ৩৫-এর গৃহবধূর দেহ উদ্ধার। বাড়ি থেকে কিছুটা পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার দেহ। ১৬ অগাস্ট গয়না ও টাকা নিয়ে উধাও স্ত্রী, দাবি স্বামীর। নেপথ্যে বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েন? তদন্তে পুলিশ।






















