West Bengal News LIVE: ভোটের আগে বঙ্গ রাজনীতিতে বঙ্কিমচন্দ্র-রবীন্দ্রনাথ সংঘাত ?
WB News LIVE: রাজ্য থেকে জেলা সব খবরের আপডেটস
LIVE

Background
ভোটের আগে বঙ্গ রাজনীতিতে বঙ্কিমচন্দ্র-রবীন্দ্রনাথ সংঘাত ? দেশজুড়ে মহা সমারোহে কেন্দ্রীয় সরকার পালন করছে বন্দেমাতরমের সার্ধ শতবর্ষ। নয়াদিল্লিতে বছরজোড়া উৎসবের সূচনা করেছেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দেমাতরমের গুরুত্ব অপরিসীম, জানিয়েছেন প্রধানমন্ত্রী । পাল্টা তৃণমূলের হাতিয়ার রবীন্দ্রনাথ ঠাকুর। সাংবাদিক বৈঠকে বিজেপির বিরুদ্ধে বিভাজনের অভিযোগ তৃণমূলের।
ED Raid, West Bengal: পানশালার আড়ালে নারী পাচার মামলার তদন্তে ইডির তল্লাশি
পানশালার আড়ালে নারী পাচার মামলার তদন্তে ইডির তল্লাশি। কলকাতার ৭টি জায়গায় হানা ইডির। ৩ ব্যবসায়ীর বাড়ি ও একাধিক ঠিকানায় তল্লাশি। জগজিৎ সিংহ, আজমল সিদ্দিকি ও বিষ্ণু মুন্দ্রার একাধিক ঠিকানায় তল্লাশি। রেস্তোরাঁ চেনের মালিক জগজিৎ সিংহ। সল্টলেকের BH ব্লকের বাড়িতে তল্লাশি ইডির। কলকাতা জুড়ে একাধিক জায়গায় ব্যবসায়ীর একাধিক পানশালা রয়েছে। পানশালার আড়ালে নারী পাচার ও টাকা নয়ছয়ের অভিযোগ। ২০১৫ সালে করা এফআইআরের ভিত্তিতে তল্লাশি। ব্যবসায়ী ঘনিষ্ঠ পেশায় সিভিল ইঞ্জিনিয়ার গৌতম সরকারের বাড়িতেও তল্লাশি ইডির। নাগেরবাজারের সাঁচি গার্ডেনে গৌতম সরকারের বাড়িতে হানা ইডির
West Bengal News: ভোটের আগে বঙ্গ রাজনীতিতে বঙ্কিমচন্দ্র-রবীন্দ্রনাথ সংঘাত ?
ভোটের আগে বঙ্গ রাজনীতিতে বঙ্কিমচন্দ্র-রবীন্দ্রনাথ সংঘাত ? দেশজুড়ে মহা সমারোহে কেন্দ্রীয় সরকার পালন করছে বন্দেমাতরমের সার্ধ শতবর্ষ। নয়াদিল্লিতে বছরজোড়া উৎসবের সূচনা করেছেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দেমাতরমের গুরুত্ব অপরিসীম, জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাল্টা তৃণমূলের হাতিয়ার রবীন্দ্রনাথ ঠাকুর। সাংবাদিক বৈঠকে বিজেপির বিরুদ্ধে বিভাজনের অভিযোগ তৃণমূলের। বঙ্কিমচন্দ্র-রবীন্দ্রনাথের মধ্যে বিভাজন করছে বিজেপি, অভিযোগ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। 'বন্দে মাতরমের ১৫০ বছর পালিত হচ্ছে, জন গণ মন-র ১২৫ বছর পালন করবে তো বিজেপি?' সাংবাদিক বৈঠকে প্রশ্ন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। তৃণমূলের সাংবাদিক বৈঠকের আগে রবীন্দ্রনাথের ছবিতে পুষ্পার্ঘ্য দেওয়া হল। সাংবাদিক বৈঠক শেষে বাজল জন গণ মন।






















