West Bengal News Live Updates: তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে হিন্দু নির্যাতন? প্রতিবাদে পোস্টার পড়ল উত্তরপ্রদেশে, জন আক্রোশ যাত্রার ডাক
Bengali News Live Updates: প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।

Background
নিখুঁত দক্ষতায় ভারতীয় সেনাবাহিনীর প্রত্যাঘাত। সন্ত্রাসবাদীদের যোগ্য জবাব ভারতের। দেশীয় অস্ত্রে পাকিস্তানকে যোগ্য জবাব। মন কি বাতে হুঙ্কার প্রধানমন্ত্রীর। (Narendra Modi)
সন্ত্রাসবাদ মোকাবিলায় একজোট দেশ। অপারেশন সিঁদুর সাহস ও সংকল্পের প্রতীক। মন কি বাতে পাকিস্তানকে হুঁশিয়ারি মোদির। মাওবাদী দমনে বাহিনীর সাফল্যকেও কুর্নিশ। (Operation Sindoor)
নীতি আয়োগের পর এবার এনডিএ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদির। অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য সেনা ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন প্রস্তাব মুখ্যমন্ত্রীদের। জাতিগণনা নিয়েও আলোচনা।
সমবায় ভোটেও ধুন্ধুমার কাণ্ড। মুর্শিদাবাদের দৌলতাবাদে কৃষি সমবায় ভোটে দু-পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ পুলিশের। (Murshidabad News)
ছাব্বিশের আগেই রাজ্যে উপনির্বাচন। নদিয়ার কালীগঞ্জ কেন্দ্রে উপনির্বাচন উনিশে জুন। ফল ঘোষণা ২৩ জুন। অন্য তিন রাজ্য মিলিয়ে মোট ৫ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন একই দিনে। (West Bengal Bypolls)
চাকরিহারাদের ধর্নার ১৯ তম দিন। হাইকোর্টের পরামর্শে সেন্ট্রাল পার্কে ছাউনি তৈরির কাজ শুরু। বসল বায়ো টয়লেট। পর্যাপ্ত পরিকাঠামো হলে তবেই সরবে আন্দোলন। দাবি যোগ্য চাকরিহারাদের। (SSC Case)
বিকাশ ভট্টাচার্যের পর এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন বিচারপতি ও বিজেপি সাংসদের দ্বারস্থ যোগ্য চাকরিহারারা।
বরানগরে প্রোমোটিং বিবাদে তৃণমূল বনাম তৃণমূল। সজলের পোস্ট করা কল রেকর্ডিং ঘিরে শোরগোল। ফোনের কথোপকথনে শোনা গেল, "মাসিকে এড়িয়ে তোমরা ক্রিম খাবে। বাড়াবাড়ি করলে হাড়গোড় ভেঙে দেব।"
বরানগরে INTTUC নেতার সঙ্গে যুব তৃণমূলকর্মীর সংঘাত। রাহুল জানা বললেন, "শঙ্কর রাউত হুলগ্যানশিপ চালায়।" শঙ্কর বলছেন, "দলের অভ্যন্তরীণ বিষয়।"
জেলে জয়ন্ত সিংহ, বাইরে শাগরেদদের দাপট। মামলাকারীকে প্রাণনাশের হুমকির অভিযোগ।
নরেন্দ্রপুরে মাঠ দখল ঘিরে দু’পক্ষের বিবাদ। মুখে আগ্নেয়াস্ত্র ঢুকিয়ে খুনের হুমকি। ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। গ্রেফতার ২।
গল্ফগ্রিনে সরকারি আবাসন কমিটিতে দুর্নীতির অভিযোগ। কাঠগড়ায় কমিটির সভাপতি কাউন্সিলর তপন দাশগুপ্ত। বিপুল টাকা নয়ছয়ের অভিযোগ। বোর্ড ভেঙে বসানো হল নয়া প্রশাসক।
মুর্শিদাবাদে গ্রেফতার এক ভারতীয় দালাল-সহ ৮ বাংলাদেশি। গোলাপবাগ মোড় ধরে সীমান্তের দিকে যাচ্ছিল বাংলাদেশিরা। দিন-দুয়েক আগে বহরমপুরে এসে গা ঢাকা। খবর পুলিশ সূত্রে।
কলকাতাতেও জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী। দুর্ঘটনার তদন্তে নেমে গ্রেফতার। ধৃত বাংলাদেশি আজাদ শেখকে ভুয়ো নথি বানাতে সাহায্য়ের অভিযোগে ধৃত আরও ১।
হাওড়া ময়দান এলাকার মঙ্গলাহাটে আগুন। কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা। মডার্ন হাট বিল্ডিংয়ের ৩ তলায় আগুন। শর্ট সার্কিট থেকে আগুন, অনুমান দমকলের।
দেশে ফের করোনার চোখরাঙানি। চিনে শনাক্ত নতুন উপপ্রজাতি। সিঙ্গাপুর, হংকং, আমেরিকাতেও সংক্রমণ। নেপথ্যে নয়া সাব ভ্যারিয়েন্ট। অনুমান বিশেষজ্ঞদের।
ফের করোনা আতঙ্ক। ঠাণে, বেঙ্গালুরুতে ২ জনের মৃত্যু। দিল্লিতে সতর্কতা। উদ্বেগ বাংলাতেও। কাঁকুড়গাছি, মগরাহাটের ৩ জন-সহ গত ২৪ ঘণ্টায় ৪জন আক্রান্ত।
টাকার বিনিময়ে বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম তুলেছেন সরকারি আধিকারিকদের একাংশের। বিস্ফোরক অভিযোগ কাকদ্বীপর তৃণমূল বিধায়ক মনটুরাম পাখিরার। নাটক করছে তৃণমূলই। পাল্টা বিজেপির।
জল্পনা উড়িয়ে এখনই কুর্সি ছাড়তে নারাজ ইউনূস। ঢাকায় উপদেষ্টাদের সঙ্গে বৈঠক। সরকার চালাতে না পারলে সেটা পরাজিত শক্তি ও বিদেশি শক্তির চক্রান্ত। ইঙ্গিত কি হাসিনা ও ভারতের দিকে?
কী নিয়ে সরগরম হীরক রাজ্য?। কী বলছেন হীরক রাজ ও সভাসদরা?। দেখুন হীরক রাজার দরবার। আজ রাত সাড়ে ১০ টায়।
Weather Updates: বাংলাতেও আগাম বর্ষার পূর্বাভাস, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ
কেরলে নির্ধারিত সময়ের প্রায় এক সপ্তাহ আগেই ঢুকেছে বর্ষা। বাংলাতেও আগাম বর্ষার পূর্বাভাস। মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বেশি বৃষ্টি হতে পারে। আজ দিনভর মেঘলা আকাশ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। বইতে পারে ঝোড়ো হাওয়া।
TMC vs BJP: তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে হিন্দু নির্যাতন? প্রতিবাদে পোস্টার পড়ল উত্তরপ্রদেশে, জন আক্রোশ যাত্রার ডাক
তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে, তার প্রতিবাদে পোস্টার পড়ল বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। লখনউ শহরের একাধিক জায়গায় বিশ্ব হিন্দু রক্ষা পরিষদ নামে একটি সংগঠনের তরফে এমনই পোস্টার দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে হিন্দুরা বিপন্ন, এই অভিযোগ তুলে মঙ্গলবার ওই সংগঠনের তরফে জন আক্রোশ যাত্রার ডাক দেওয়া হয়েছে। বিশ্ব হিন্দু রক্ষা পরিষদ সূত্রে খবর, লখনউ থেকে মিছিল শুরু হয়ে তা পৌঁছবে বাংলায়। এই যাত্রাপর্বে হিন্দু সুরক্ষায় একটি হেল্পলাইন ঘোষণার কর্মসূচিও নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সংগঠন সূত্রে খবর, শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য কেউ যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে ওই হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে। লখনউয়ে দেওয়া পোস্টারে লেখা হয়েছে, এবার থেকে মুর্শিদাবাদেও হিন্দুরা সুরক্ষিত থাকবে। লখনউ থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত সনাতন ফৌজ তৈরি। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যে বিজেপির তরফে জন আক্রোশ যাত্রা কর্মসূচিকে স্বাগত জানানো হয়েছে। বিষ ছড়ানোর রাজনীতি বলে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।






















