West Bengal News Live Updates: প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল
WB News Live Updates: সমস্ত জেলার সব গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।
LIVE

Background
এসএসসির পরে প্রাথমিক শিক্ষক। আজ ৩২ হাজার শিক্ষকের ভাগ্যনির্ধারণ। চাকরি বাতিলের নির্দেশের বিরুদ্ধে মামলা। আজ দুপুর ২টোয় রায় দেবে ডিভিশন বেঞ্চ।
কমিশন রিপোর্ট চাইতেই ২২০৮ বদলে গেল ৪৮০-তে! জেলা শাসকদের রিপোর্ট আসতেই সব ফর্ম ফেরত আসা বুথের সংখ্যা একধাক্কায় ১ হাজার ৭২৮টি কম।
বেড়াল বদলে রুমাল। একটি বুথে কীভাবে নেই কোনও মৃত, স্থানান্তরিত ভোটার? শীর্ষে এখনও দক্ষিণ ২৪ পরগনা।
এসআইআরে এখনও পর্যন্ত বাদ পড়ছে ৪৭ লক্ষের নাম। ২২ লক্ষ মৃত ভোটারের মধ্যে শীর্ষে কলকাতা উত্তর। ২০০২-এ নাম না থাকা তথ্য খতিয়ে দেখার নির্দেশ।
ভোটার তালিকায় মৃতদের নাম রাখতে চাপ। সিপিএমের পরে এবার অডিও টেপ সামনে এনে অভিযোগ শুভেন্দুর। মানতে নারাজ তৃণমূল।
প্রতিবেশীকে বাবা দেখিয়ে বসিরহাটে সাদ্দাম বদলে রাজু! বীরভূমে কাকাশ্বশুরকে দেখিয়ে ভোটার বাংলাদেশি! ধূপগুড়িতে ফর্ম নিতে গিয়ে পাকড়াও অনুপ্রবেশকারী।
এসআইআরের চাপে বিএলওদের মৃত্যুর অভিযোগ। ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর। চাপ দিচ্ছে তো তৃণমূলই, পাল্টা আক্রমণে শুভেন্দু।
বাংলা থেকে উত্তরপ্রদেশ। হাথরসে হৃদরোগে আক্রান্ত, বরেলিতে মস্তিষ্কে রক্তক্ষরণে ২ বিএলওর মৃত্যু। নেপথ্যে এসআইআরের চাপ, দাবি পরিবারের।
আধার কার্ড বানিয়ে ভারতেই কাজ! স্বরূপনগর সীমান্তে খোঁজ মিলল আরও বাংলাদেশির।
আইনি সুরক্ষা চাইছে অনুপ্রবেশকারীরা! আমরা কি রেড কার্পেটে স্বাগত জানাব? রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সমস্যা কোথায়? জানতে চায় সুপ্রিম কোর্ট।
এসআইআর নিয়ে আজও উত্তাল সংসদ। কংগ্রেসের সঙ্গে অবশেষে বিক্ষোভে তৃণমূল। বিরোধীদের দাবি মেনে আগামী মঙ্গলবার লোকসভায় আলোচনার সিদ্ধান্ত।
ভোটের আগে ফের ধর্মাস্ত্রে শান। তোষণ নয়, ধর্মনিরপেক্ষ রাজনীতি করি বলে বিরোধীদের জবাব মুখ্যমন্ত্রীর। হিন্দুরা জোট না বাঁধলেই ধূলিয়ান, পাল্টা শুভেন্দু।
৬ ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাসের হুঙ্কার হুমায়ুনের। বাধা দিলে অবরোধের ডাক।
৬ ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদ নিয়ে হুমায়ুনের হুঙ্কার, শান্তি বজায় রাখতে রাজ্যপালের নির্দেশ। প্রয়োজনে সতর্কতামূলক গ্রেফতারি চেয়ে কড়া বার্তা বোসের।
তৃণমূলের সংহতি দিবসের দিনই বাবরি মসজিদ তৈরির ডাক হুমায়ুনের। উস্কানি দেখছেন সিদ্দিকুল্লা। কার সঙ্গে কে, সিদ্ধান্ত নিক বাংলা, পাল্টা বিজেপি।
এসআইআর মিটলেই ২ দফায় জাতিগণনা। ছাব্বিশের এপ্রিল থেকে প্রথম দফা, দ্বিতীয় দফা ২০২৭-এর ফেব্রুয়ারিতে। রাহুলের প্রশ্নের উত্তরে জানাল কেন্দ্র।
ছাব্বিশের ভোটের আগে উন্নয়নে রাজ্য সরকারের রিপোর্ট কার্ড প্রকাশ। পাল্টা ২৯৪টি কেন্দ্রে গিয়ে মুখ্যমন্ত্রী, মন্ত্রীদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার হুঙ্কার শুভেন্দুর।
মোবাইলে বাধ্যতামূলক সঞ্চার সাথী অ্যাপ। জনগণের উপর গোয়েন্দাগিরি, দাবি বিরোধীদের। জালিয়াতি থেকে চুরির ফোন খুঁজতেই পদক্ষেপ, পাল্টা দাবি কেন্দ্রের।
ভর সন্ধ্যায় শ্যামবাজারে ২টি বাসের রেষারেষি, পথচারীর মৃত্যু। ২টি বাসের মাঝে পড়ে পিষ্ট হয়ে প্রাণ গেল একজনের। একটি মিনিবাস আটক, উধাও আরেকটি বাস।
বোমাকে বল ভেবে খেলতে গিয়ে ফের দুর্ঘটনা। বিস্ফোরণে হাওড়ার ব্যাঁটরায় গুরুতর আহত বালক। ডান হাত, ডান চোখে আঘাত। হাওড়া হাসপাতালে ভর্তি।
WB News Live: ডিভিশন বেঞ্চের রায়, প্রাথমিকে চাকরি থাকল ৩২ হাজার শিক্ষকের
প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল। ডিভিশন বেঞ্চের রায়, চাকরি থাকল ৩২ হাজার শিক্ষকের। ডিভিশন বেঞ্চে চাকরি বাতিলের আগের রায় খারিজ। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ।
West Bengal News Live: 'MAY I HELP YOU ক্যাম্প চালু করছি', গাজলের সভা থেকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
'MAY I HELP YOU ক্যাম্প চালু করছি'। 'হারানো শংসাপত্র তৃণমূলের ক্যাম্প থেকে মিলবে'। '১২ তারিখ থেকে এই ক্যাম্প চালু করা হবে', গাজলের সভা থেকে আশ্বাস মুখ্যমন্ত্রীর।






















