West Bengal News Live Updates: মালদায় হিংসা কেন কেন হয়? প্রশ্ন মমতার
Bengali News Live Updates: প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।

Background
মমতার ক্ষোভের পরেই রিজিজুর ফোনে নাটকীয় পালাবদল। পাঠান আউট। নেত্রীর সুপারেশ পাক-পর্দাফাঁসে এবার কেন্দ্রের হয়ে বিশ্বের দরবারে যাচ্ছেন অভিষেক। (Mamata Banerjee)
ইন্দোনেশিয়া-মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর। অপারেশন 'সিঁদুর' নিয়ে প্রচারে মোদি সরকারের টিমে অভিষেক। সুকান্ত বললেন, "অভিষেকের বিদেশ যাওয়ার শখ।" (Abhishek Banerjee)
কীভাবে জঙ্গিরা ভারতে? হামলাকারীরা এখন কোথায়? সংসদীয় বৈঠকে বিদেশসচিবকে প্রশ্ন অভিষেকের। প্রতিরক্ষা, স্বরাষ্ট্র মন্ত্রকের বিষয়, বললেন মিস্রী। (Pahalgam Terror Attack)
পহেলগাঁওকাণ্ডের পরে অপারেশন সিঁদুর। সংহতি বার্তা দিতে শ্রীনগর, পুঞ্চ, রাজৌরি যাচ্ছেন তৃণমূলের ৫ সাংসদ। নদিয়ায় তিরঙ্গা যাত্রায় বিরোধী দলনেতা। (Operation Sindoor)
সাঙ্কেতিক চ্যাটে আইএসআই এজেন্টের সঙ্গে কী কথা? ধরা পড়ার আগে কেন হ্যান্ডলারদের চ্যাট ডিলিট? ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে ঘিরে বাড়ছে রহস্য।
ডায়েরির ছত্রে ছত্রে পাক প্রীতি। চিনের পর বাংলাদেশেও যাওয়ার ছক ছিল জ্যোতির। পাকিস্তান যাওয়ার আগে বঙ্গ-সফরে নজর লালবাজারের।
অপারেশন সিঁদুর চলাকালীন সরকারি ওয়েবসাইট হ্যাক, ভারত বিরোধী তথ্য পোস্টের অভিযোগ। গুজরাতে এক নাবালক সহ গ্রেফতার ২।
পহেলগাঁওকাণ্ডের পর ভারতের প্রত্যাঘাত, পাকিস্তানের হামলা ব্যর্থ হওয়ার পরেও প্রোমোশন। আসিম মুনিরকে সেনাপ্রধান থেকে ফিল্ড মার্শাল করল পাকিস্তান, এএনআই সূত্রে খবর।
বেলঘরিয়া এক্সপ্রেসে প্রকাশ্যে লরি চালকদের থেকে তোলাবাজি। প্রতিবাদের মুখে কান ধরে সিভিক ভলান্টিয়ারের ওঠবোস, ক্ষমা চাইলেন পুলিশ অফিসার!
তোলাবাজির ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। ক্লোজ করে বরানগর থেকে ব্যারাকপুর পুলিশ লাইনে পাঠানো হল এএসআইকে। ছুটিতে সিভিক ভলান্টিয়ার।
জয়ন্তের সিংহের বাড়ি ভেঙে খেলার মাঠ করুন, আড়িয়াদহকাণ্ডে কড়া নির্দেশ হাইকোর্টের। আদালত অন্ধ নয়, পুরসভার মদত ছাড়া হতে পারে না, বলে তীব্র ভর্ৎসনা।
OBC সংরক্ষণ-বিতর্কে বেনজির অনিশ্চয়তা। কলেজ-বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তিই বন্ধ। যাদবপুরে অ্যাডমিশন স্থগিত। এজির পরামর্শ নিচ্ছে সরকার।
শারীরশিক্ষা-কর্মশিক্ষার নিয়োগে সিঙ্গল বেঞ্চের স্থগিতাদেশই বহাল। এখনই কোনও হস্তক্ষেপ করতে নারাজ ডিভিশন বেঞ্চ। ১৮ জুন ফের শুনানি।
প্রাথমিকে ৩২ হাজারের চাকরি বাতিল। নিয়ম না মানলেই দুর্নীতি নয়, হাইকোর্টে সওয়াল পর্ষদের। আইন মেনেই নিয়োগ, আগে প্রমাণ করুন, বললেন বিচারপতি।
প্রাথমিক নিয়োগে দুর্নীতিকে দুর্নীতি বলতেই নারাজ পর্ষদ। ক্ষমতার অপব্যবহার দুর্নীতি নয় বলেও সওয়াল। দ্রুত শুনানি শেষ করতে চাই, বললেন বিচারপতি।
ছাব্বিশের ভোটের আগে উত্তরবঙ্গের জন্য একাধিক প্রকল্পে ঢালাও বরাদ্দ। "কথা দিলে কথা রাখি", দাবি মুখ্যমন্ত্রীর।
উত্তরবঙ্গ সফরে গিয়ে ফের নাম না করে বঞ্চনা নিয়ে বিজেপিকে আক্রমণে মুখ্যমন্ত্রী। রাজনৈতিক ইগো ভুলে আসুন, সাহায্য করবে কেন্দ্র, পাল্টা শঙ্কর।
ফের বিজেপির মুখে পৃথক উত্তরবঙ্গের সওয়াল? অখণ্ড বাংলার কথা বলেও বিতর্ক উস্কে দিলেন শঙ্কর। বললেন, "আলাদা রাজ্য হোক উত্তরবঙ্গ, এটা অনেকেই চায়, এটা বাস্তব।"
উত্তর কলকাতা, বীরভূমের ছায়া এবার তৃণমূলের শ্রমিক সংগঠনেও। তমলুক, দুর্গাপুরে থাকল না কোনও সভাপতি, ভরসা সেই কোর কমিটিতেই।
অপারেশন সিঁদুরের পর মোদির প্রথম জনসভা বাংলাতেই? ২৯ আসতে পারেন আলিপুরদুয়ারে, করতে পারেন জনসভা, দাবি মনোজ টিগ্গার।
সাঁতরাগাছি রেল ইয়ার্ডে সিগন্যাল বিভ্রাট। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে ঘণ্টার পর ঘণ্টা যাত্রীদের অপেক্ষা। দেরিতে ছাড়ল একের পর এক দূরপাল্লার ট্রেন।
আবার সেই গাইসাল, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা। স্টেশন ছাড়ার মুখে হঠাৎ মালদাগামী লোকাল ট্রেনের ইঞ্জিনে আগুন। কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে।
ভাড়া বাড়ানোর দাবি থেকে পুলিশি জুলুমের অভিযোগ। বৃহস্পতিবার থেকে রাজ্যে ৩ দিনের বাস ধর্মঘটের ডাক। পুলিশের সঙ্গে আলোচনাতেও আন্দোলনে অনড় মালিকপক্ষ।
কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা। বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ৫। কৃষ্ণনগর থেকে করিমপুরের দিকে যাচ্ছিল বেসরকারি বাসটি।
এন্টালিতে কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার আরও ১। ধৃতের সংখ্যা বেড়ে ৯। মন্দিরবাজারে ধৃতের আত্মীয়র বাড়ি থেকে উদ্ধার সাড়ে ৩২ লক্ষ টাকা।
NMC-র গাইডলাইন লঙ্ঘিত হওয়ার অভিযোগ। জরিমানার মুখে NRS। গত পাঁচ বছরের জরিমানা না দিয়ে কোপে রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজ। জরিমানা দিতে দু সপ্তাহ সময়।
অন্তঃসত্ত্বাকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগে রানাঘাটে তুলকালাম। স্বাস্থ্য কেন্দ্রে তালা। চেয়ারম্য়ানকে ঘিরে বিক্ষোভ। তৃণমূল-বিজেপি ধস্তাধস্তি।
আইপিএল ফাইনাল হারাল ইডেন। ৩ জুন ফাইনাল নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। দ্বিতীয় কোয়ালিফায়ারও আমদাবাদে। বৃষ্টির আশঙ্কায় সরল ম্যাচ, দাবি বোর্ডের।
Mamata Banerjee: মালদায় হিংসা কেন কেন হয়? প্রশ্ন মমতার
'মালদায় হিংসা কেন কেন হয়?', প্রশ্ন মুখ্যমন্ত্রীর। বললেন, 'কেউ করলেই আমাকে করতে হবে। অপারেশন দাঙ্গা, তার তো এটাই কাজ। দাঙ্গা আমরা কেন করব?', প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। নাম না করে বিজেপিকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী। বললেন, 'জেলাশাসক-পুলিশ সুপারদের নজর রাখতে হবে। হিংসার ঘটনা যেন কোথাও না হয় সেদিকে নজর রাখতে হবে। হিংসার ঘটনা যেন কোথাও না হয়, সকলকে প্রোঅ্যাক্টটিভ হতে হবে।
Kunal Ghosh: মুর্শিদাবাদ নিয়ে বিজেপি অত্যন্ত আপত্তিকর কাজ করছে: কুণাল ঘোষ
'মুর্শিদাবাদ নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত প্রচার বিরোধীদের। বিজেপি অত্যন্ত আপত্তিকর কাজ করছে। আমরা এই ধরণের প্রচারের তীব্র বিরোধিতা করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে, পুলিশ ও প্রশাসন কাজ করছে', মন্তব্য তৃণমূল নেতা কুণাল ঘোষের।






















