West Bengal News Live Updates: এবার অর্জুন সিংয়ের বাড়িতে ঢুকল পুলিশ
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

Background
হাইকোর্টের নির্দেশে তৃণমূলের শিক্ষক নেতা শেখ সিরাজুল ইসলামকে বরখাস্ত। দুর্নীতি করে চাকরি পেয়েছেন, কোনওভাবেই রাখা যায় না। পর্যবেক্ষণ রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের।
চিংড়িঘাটায় পার্কিং-বিবাদে দুই তরুণীকে মারধর, থান ইট দিয়ে মার। এক সপ্তাহ পর মূল অভিযুক্ত তৃণমূল কর্মী গ্রেফতার। খুনের চেষ্টার ধারায় মামলা রুজু।
দিল্লিতে পদ্ম ফুটেছে, চালু হয়েছে আয়ুষ্মান ভারত। এবার বাংলা। সংসদে দাঁড়িয়ে হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
রামনবমীতে রাজ্যের ৪৩ জায়গায় হামলার আশঙ্কা প্রকাশ করে পুলিশকে চিঠি হিনদুত্ববাদী সংগঠনের।
রামনবমীতে ১ কোটিও বেশি হিন্দুকে নিয়ে মিছিলের টার্গেট। হামলা হলে পাল্টা মারের হুঁশিয়ারি VHP-র।
প্রথম অভিযানে ধুনধুমার। হাইকোর্টের অনুমতি নিয়ে আজ ফের বারুইপুরে শুভেন্দু। হাজার জনকে নিয়ে এসপি অফিসের সামনে কর্মসূচির অনুমতি।
West Bengal News Live: জগদ্দলে গুলি চালানোর ঘটনায় সরাসরি বিজেপি নেতা অর্জুন সিংকে দায়ী করছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্য়াম
জগদ্দলে গুলি চালানোর ঘটনায় সরাসরি বিজেপি নেতা অর্জুন সিংকে দায়ী করছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্য়াম। পাল্টা চ্য়ালেঞ্জ ছুড়ে দিয়ে অর্জুন সিংয়ের দাবি, তিনি গুলি চালিয়েছেন এমন সিসিটিভি ফুটেজ বের করে দেখাক পুলিশ। বিজেপি থেকে তৃণমূলে, তৃণমূল থেকে বিজেপিতে, ভাটপাড়া-জগদ্দলে এই যাওয়া-আসা এবং গুলি-বোমা লেগেই রয়েছে, কটাক্ষ করে বলছেন অধীর চৌধুরী।
WB News Live: প্রাথমিক নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায়, তাঁর নির্দেশেই OMR শিটগুলো নষ্ট করা হয়েছিল
প্রাথমিক নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায়। তাঁর নির্দেশেই OMR শিটগুলো নষ্ট করা হয়েছিল। আদালতে এমনই চাঞ্চল্য়কর দাবি করল সিবিআই।






















