West Bengal News Live Updates: এবার অর্জুন সিংয়ের বাড়িতে ঢুকল পুলিশ
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।
LIVE

Background
West Bengal News Live: জগদ্দলে গুলি চালানোর ঘটনায় সরাসরি বিজেপি নেতা অর্জুন সিংকে দায়ী করছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্য়াম
জগদ্দলে গুলি চালানোর ঘটনায় সরাসরি বিজেপি নেতা অর্জুন সিংকে দায়ী করছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্য়াম। পাল্টা চ্য়ালেঞ্জ ছুড়ে দিয়ে অর্জুন সিংয়ের দাবি, তিনি গুলি চালিয়েছেন এমন সিসিটিভি ফুটেজ বের করে দেখাক পুলিশ। বিজেপি থেকে তৃণমূলে, তৃণমূল থেকে বিজেপিতে, ভাটপাড়া-জগদ্দলে এই যাওয়া-আসা এবং গুলি-বোমা লেগেই রয়েছে, কটাক্ষ করে বলছেন অধীর চৌধুরী।
WB News Live: প্রাথমিক নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায়, তাঁর নির্দেশেই OMR শিটগুলো নষ্ট করা হয়েছিল
প্রাথমিক নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায়। তাঁর নির্দেশেই OMR শিটগুলো নষ্ট করা হয়েছিল। আদালতে এমনই চাঞ্চল্য়কর দাবি করল সিবিআই।
West Bengal News Live: ঠাকুরনগরের মতুয়াবাড়িতে বারুণি মেলায় যোগ দিলেন শুভেন্দু অধিকারী
বৃহস্পতিবার ঠাকুরনগরের মতুয়াবাড়িতে বারুণি মেলায় যোগ দিলেন শুভেন্দু অধিকারী। সেখানেও হিন্দুত্বের অস্ত্রে শান দিলেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী মতুয়া ধর্ম বোঝেনই না। পাল্টা বললেন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। হরিচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তীতে শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
WB News Live: হিন্দু ভোট এককাট্টা করতে মিঠুনের মুখে বাংলাদেশ!
হিন্দু ভোট এককাট্টা করতে মিঠুনের মুখে বাংলাদেশ! 'বাংলাদেশ শুধু ট্রেলার দেখিয়েছে'। 'এরপর বাংলায় হিন্দু বাঙালি থাকবে কি না সন্দেহ'। 'এখনও ৯% মানুষ আমাদের ভোট দেয় না'। 'এবার আমাদের ভোট দিন, এটা অস্তিত্বের লড়াই'। হিন্দু ভোট এককাট্টা করতে বার্তা মিঠুন চক্রবর্তীর।
West Bengal News Live: খাদিমকর্তা অপহরণ মামলায় অন্যতম অভিযুক্ত আখতার হোসেনের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট
খাদিমকর্তা অপহরণ মামলায় অন্যতম অভিযুক্ত আখতার হোসেনের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। জামিনের আবেদন মঞ্জুর করল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। ২০১২ সালে গ্রেফতার করা হয় আখতার হোসেনকে। অপহরণস্থলে আখতার হোসেন ছিলেন এই মর্মে নিশ্চিত প্রমাণ মেলেনি, তাই জামিন মঞ্জুর, নির্দেশ আদালতের। নিম্ন আদালত থেকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আখতার হোসেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
