West Bengal News Live: দাগি ১ হাজার ৮০৪ জনের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন, নাম তৃণমূল কাউন্সিলরের!
WBengal News Live Updates: জেলা থেকে শহর, এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর।
LIVE

Background
এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর
১। নবম-দশমে নিয়োগ দুর্নীতি মামলায় ১২ তারিখ পর্যন্ত জেল হেফাজত জীবনকৃষ্ণ সাহার। নতুন তথ্য নিয়ে ফের জেরা করতে চায় ED।
২। কোর্ট লক আপে ছেলে-স্ত্রীকে দেখে কান্নায় ভাঙলেন বড়ঞার তৃণমূল বিধায়ক। ৬ দিন তদন্তের পর কিছুই পায়নি ED, দাবি জীবনকৃষ্ণর আইনজীবীর।
৩। কারা দাগি, আজ তালিকা আপলোড করছে SSC. কতজন আছেন তালিকায়? প্রশ্ন আদালতের। CBI দিয়েছে ১ হাজার ৯০০ জনের নাম, কোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন।
৪। বিহারে কটূক্তি, বিধানভবনে হামলা। রাকেশ সিংহর বাড়ি গিয়ে খোঁজ পেল না পুলিশ।অস্ত্র আইন-সহ একাধিক ধারায় ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা। ধৃত ৩।
৫। SIR নিয়ে বিতর্কের আবহে বিহারে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ রাজ্যের মতুয়াদের। অধীর চৌধুরীর উদ্যোগে যাওয়া ৩০ জনের প্রতিনিধি দলকে, দিল্লিতে ডাকার আশ্বাস রাহুলের।
৬। বিহারে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রায় যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মসূচিতে যোগ দেবেন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান।
৭। কুলটির নিয়ামতপুরে শ্যুটআউট। মৃত পুরসভার অস্থায়ী কর্মী। গ্রেফতার নিহতের খুড়তুতো ভাই। জমি সংক্রান্ত শরিকি বিবাদ, তার জেরে খুন, দাবি নিহতের স্ত্রীর।
৮। টালিগঞ্জের ম্যুর অ্যাভিনিউতে বৃদ্ধের রহস্যমৃত্যু। বহুতলের ছাদ থেকে পড়ে যান বৃদ্ধ। MR বাঙুর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। আত্মহত্যা, নাকি দুর্ঘটনা? তদন্তে পুলিশ।
৯। জম্মুর রামবানে প্রবল বৃষ্টি, ভূমিধসে অন্তত ৪ জনের মৃত্যু। রিয়াসি জেলাতেও ধস, ৭ জনের মৃত্যুর আশঙ্কা। হড়পা বানের আশঙ্কা।
৯। বিশ্বজুড়ে শুল্ক চাপানো নিয়ে আমেরিকার আদালতে ধাক্কা ট্রাম্পের। অধিকাংশ শুল্কই অবৈধ, জানাল আদালত। সব শুল্ক বহাল। আদালত যা বলেছে ভুল। পাল্টা দাবি ট্রাম্পের।
১০। ২ দিনের জাপান সফর। টোকিওতে বুলেট ট্রেনে চড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গী জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। সফর শেষ করে চিনের উদ্দেশে রওনা।
১১। মালদা ডিভিশনে ইয়ার্ড পুনর্নির্মাণ ও নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য বাতিল একাধিক উত্তরবঙ্গগামী এক্সপ্রেস। হাওড়া, শিয়ালদা, কলকাতা স্টেশন থেকে বাতিল উত্তরবঙ্গের ট্রেন।
১২। দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি। উপকূলবর্তী জেলাতে বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে কমবে বৃষ্টি পরিমাণ। উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস।
West Bengal News Live: ৩৪ পাতার তালিকায় নাম, রোল নম্বরের উল্লেখ থাকলেও, উল্লেখ করা হয়নি তাঁরা কোন বিষয়ের শিক্ষক-শিক্ষিকা
শনিবার দিনভর টালবাহানার পর রাত ৮টা নাগাদ, স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায়, 'দাগি'দের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। শনিবার যে লিস্ট ওয়ান লেখা তালিকা SSC-র তরফে প্রকাশ করা হয়েছে, তাতে নাম রয়েছে ১ হাজার ৮০৪ জনের। ৩৪ পাতার এই তালিকায় নাম, রোল নম্বরের উল্লেখ থাকলেও, উল্লেখ করা হয়নি তাঁরা কোন বিষয়ের শিক্ষক-শিক্ষিকা বা কোন স্কুলে শিক্ষকতা করতেন?
SSC Live Update: SSC-র দাগি তালিকায় নাম তৃণমূল কাউন্সিলরের!
SSC-র দাগি তালিকায় নাম তৃণমূল কাউন্সিলরের! দাগি তালিকায় নাম তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের। রাজপুর-সোনাপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ।






















