West Bengal News Live Updates: কসবাকাণ্ডে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট তলব আদালতের, আগামী বৃহস্পতিবারের মধ্যে রিপোর্ট দেবে রাজ্য
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ সমস্ত খবর দেখুন একনজরে।
LIVE

Background
রাস্তায় ফেলে ছাত্রকে নির্মম নির্যাতন! এবিপি আনন্দর হাতে মনোজিতের গুন্ডামির হাড়হিম করা ভিডিও।
প্রাক্তনীদের কলেজে ঢোকার বিরোধিতা করে জুটেছিল নৃশংস মারধর। FIR করেও লাভ হয়নি। অভিযোগ আক্রান্তের।
শাহজাহান, জেসিবি, জয়ন্তর চেয়েও ত্রাসের রাজত্ব কায়েম করেছিল মনোজিৎ।
কসবার আইন কলেজে চলত মনোজিৎ গ্যাংয়ের অবাধ দাদাগিরি। ক্যাম্পাসে তাণ্ডব থেকে প্রিন্সিপালের ঘর ভাঙচুর। ২০১৭-য় সেই গুন্ডামির নেতৃত্ব দিয়েছিল ম্যাঙ্গো!
জেলবন্দি কুখ্য়াত গ্য়াংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভক্ত মনোজিৎ। বিস্ফোরক অভিযোগ ম্যাঙ্গোর হাতে আক্রান্ত প্রাক্তনীর।
ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগ। সব দেখেও ভয়ে মুখ খোলেননি নিরাপত্তারক্ষী। দাবি এজেন্সির কর্ণধারের।
ক্যাম্পাসে চলত মনোজিতের হুকুম! বিস্ফোরক কসবার ল' কলেজের সদ্য় প্রাক্তন সিকিওরিটি এজেন্সির ম্যানেজার।
প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে কসবা। ম্যাঙ্গোর নামে আরও অভিযোগ।
২০১৮য় মনোজিতের নামে পুলিশে অভিযোগ সাউথ ক্য়ালকাটা ল কলেজের তদানীন্তন অধ্যক্ষ। তারপরেও পুলিশ কোনও ব্যবস্থাই নেয়নি। দাবি মনোজিৎকে বহিষ্কার করা, প্রয়াত প্রিন্সিপালের স্ত্রীর।
কাদের প্রশ্রয়ে প্রফেশনাল ক্রিমিনাল মনোজিৎ? দূরত্ব তৈরির চেষ্টায় তৃণমূল বিধায়ক।
কসবাকাণ্ডে ৮ দিন পর টনক নড়ল রাজ্য বার কাউন্সিলের। আইনজীবী হিসেবে মনোজিৎ মিশ্রের এনরোলমেন্ট বাতিল। পদক্ষেপ নিতে কেন এতদিন?
CBI, ED-র দেওয়া তকমা এবার কলকাতা পুলিশের নথিতে! কসবাকাণ্ডে তৃণমূলকর্মীকে প্রভাবশালী বলল খোদ কলকাতা পুলিশ! কসবা গণধর্ষণকাণ্ডে মনোজিতদের বিরুদ্ধে যুক্ত করা হল অপহরণের ধারা।
কসবাকাণ্ডে গ্রেফতার হওয়ার আগে ফার্ন রোডের কাছে ছিলেন মনোজিৎ ও জেব। কার সঙ্গে দেখা করতে গেছিলেন? উত্তর খুঁজছে পুলিশ।
কসবাকাণ্ডের তদন্তে এবার লালবাজার। কসবা থানার হাত থেকে তদন্তভার গেল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে। বিশেষ সরকারি আইনজীবী হিসেবে বিভাস চট্টোপাধ্যায়কে নিয়োগ।
কসবাকাণ্ডের প্রতিবাদে পথে শুভেনদু। তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশের দিনই শিলিগুড়িতে যুব মোর্চার উত্তরকন্যা অভিযান। ৯ অগাস্ট নবান্ন চলোর ডাক।
হাইকোর্টের অনুমতি নিয়ে রাসবিহারী থেকে মিছিলে শুভেনদু। বৃষ্টি মাথায় নিয়েই কসবার পথে।
কসবাকাণ্ডে কল্যাণের পর দলের জিরো টলারেন্স নীতি নিয়ে প্রশ্ন প্রাক্তন TMCP নেত্রীরও।
কসবাকাণ্ডে অস্বস্তির মুখে বৃহত্তর দলের সাফাই সায়ন্তিকার।
বচন-বিতর্কে সেচমন্ত্রী। রক্তদান শিবিরে অবাঞ্ছিত ব্যক্তির প্রবেশ, এটা বেনজির। অবমাননাকর মন্তব্য। নাম না করে মানস-বিতর্কে জানিয়ে দিল কলকাতা মেডিক্যাল কলেজ।
উত্তপ্ত নারকেলডাঙা। কাইজার স্ট্রিটে শাসক দলের গোষ্ঠীসংঘর্ষ। এক গোষ্ঠীর বিরুদ্ধে অপর পক্ষের ওপর হামলার অভিযোগ। জখম ৩ যুবক। মাঝে পড়ে আহত বৃদ্ধা।
নারকেলডাঙায় রক্তারক্তি
কাঁকুড়গাছিতে ভোট পরবর্তী সন্ত্রাসের বলি বিজেপি কর্মী, ৪ বছর পরে সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিটে পরেশ পাল-সহ তৃণমূলের ২ কাউন্সিলর।
একুশের ভোটের ফল প্রকাশের দিন বিজেপি কর্মী খুন। আরেকটা ভোটের আগে সিবিআই-চার্জশিটে চক্রান্ত দেখছে তৃণমূল। এতদিনে শান্তি পেলাম, পাল্টা সুকান্ত।
বিধানসভায় ভোট পরবর্তী সন্ত্রাস, সিবিআইয়ের মামলায় প্রথম দোষী সাব্যস্ত। মানিকচকে নাবালিকাকে ধর্ষণ, শুক্রবার পকসো কোর্টে রফিকুলের সাজা ঘোষণা।
নতুন পরীক্ষা বিধি নিয়ে হাইকোর্টের প্রশ্ন, এসএসসি ভবন অভিযানে চাকরিহারারা।যোগ্যদের তালিকা ওয়েবসাইটে প্রকাশের দাবিতে করুণাময়ী থেকে মিছিল।
মিলল না পুলিশের অনুমতি। পিছিয়ে গেল যোগ্য গ্রুপ সি, ডি অধিকার মঞ্চের নবান্ন অভিযান। বৃহস্পতিবারের পরিবর্তে ৮ জুলাই নবান্ন অভিযানের অনুমতি পুলিশের।
কর্মসূচিতে বারবার বাধা। হাইকোর্টের দ্বারস্থ বিজেপির রাজ্য সভাপতি।
বজবজে সুকান্তকে লক্ষ্য করে জুতো-বিক্ষোভ। ১৫ দিনের মধ্যে রাজ্যের রিপোর্ট তলব করুক স্বরাষ্ট্রমন্ত্রক। চিঠি লোকসভার স্পিকারের।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার CBI-এর নজরে পুরবোর্ড। তথ্য চেয়ে নোটিস দক্ষিণ দমদম ও বরানগর পুরসভাকে। নিয়োগের জন্য চাপ দেওয়া হয়েছিল? জানতে চায় CBI
ছাব্বিশের ভোটে শমীক ভট্টাচার্যের হাতেই বঙ্গ বিজেপির ব্যাটন। বিনা ভোটেই সর্বসম্মতভাবে বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক। একজনেরই মনোনয়ন।
জয়ের ৯দিনের মাথায় শপথ নিলেন কালীগঞ্জের তৃণমূল বিধায়ক আলিফা আহমেদ। রাজ্যপালের অনুমতি, বিধানসভায় শপথবাক্য পাঠ করালেন অধ্যক্ষ।
উপনির্বাচনের দিন বোমায় ছিন্নভিন্ন তামান্না। এখনও বোমার স্তূপে কালীগঞ্জ!
তামান্না খুনে এখনও অধরা ১৫ অভিযুক্ত! পরিবারের পাশে থাকার বার্তা অধীরের। কালীগঞ্জ থেকে কসবা-প্রতিবাদে পথে মহেশতলায় সিপিএম।
রোগী মৃত্যুতে হাসপাতালে ঢুকে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের শাসানি। কৌস্তভ বাগচীর গ্রেফতারি চেয়ে মুখ্যসচিবকে ডক্টর্স ফোরামের ইমেল।
ব্যস্ততার কারণ দেখিয়ে প্রথম তলবে গরহাজির। কেষ্টর কুকথাকাণ্ডে ১৪ জুলাই বীরভূমের পুলিশ সুপারকে ফের দিল্লিতে জাতীয় মহিলা কমিশনের তলব।
রাস্তায় ফেলে তৃণমূল নেত্রীর মার, মুখে কালি। দলের শোকজের পরে আক্রান্তের বিরুদ্ধেই হামলাকারীর এফআইআর! প্রাক্তন বাম নেতার পাশে দিলীপ।
সিলিন্ডার থেকে গ্যাস বের করে বজবজে বিক্ষোভ, গ্রেফতার ৮৯। তৃণমূলের সিন্ডিকেট সংঘাত, আক্রমণে শুভেন্দু। সিন্ডিকেট কী, ভালই জানেন, পাল্টা দেবাংশু।
চিৎপুরের ইন্দ্রালোক আবাসনে বৃদ্ধ দম্পত্তি খুন, পরিচারিকার স্বামীর মৃত্যুদণ্ড। নৃশংসতার জন্য ফাঁসির সাজা, বললেন শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস।
সিবিআই-ইডি অফিসার সেজে বালি ব্যবসায়ীকে হুমকি, দেড় কোটি আদায়! মাদুরদহ থেকে গ্রেফতার জিন্নার আলি। কলকাতা, বর্ধমানের ৪ জায়গায় তল্লাশি।
WB News Live: হাসপাতালে ঢুকে শাসানি বিজেপি নেতা কৌস্তভ বাগচীর, ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে
ব্যারাকপুরে সারদা মাল্টিসুপার স্পেশালিটি হাসপাতালে ঢুকে শাসানি বিজেপি নেতা কৌস্তভ বাগচীর। ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের শাসানি কৌস্তভের। মোহনপুর থানায় অভিযোগ দায়ের হাসপাতাল কর্তৃপক্ষের। কাল সকাল ১১ টায় থানায় হাজিরার নির্দেশ। মারধর, হুমকি-সহ চিকিৎসকদের ওপর হামলার ধারায় মামলা রুজু।
West Bengal News Live: বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য
বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। আনুষ্ঠানিকভাবে শমীক ভট্টাচার্যর নাম ঘোষণা। বিজেপি রাজ্য সভাপতি নির্বাচনে আনুষ্ঠানিক ঘোষণা মুখ্য নির্বাচনী আধিকারিক রবিশঙ্কর প্রসাদের।






















