West Bengal News Live Updates:বালিগঞ্জের কাঁকুলিয়া রোডে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৮টি বাড়ি
West Bengal News LIVE: আদ্রা-খড়গপুর শাখায় লাইনচ্যুত মালগাড়ি। মন্দারমণিতে সৈকত লাগোয়া হোটেল ভাঙার নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের। আরজি কর মেডিক্যালের মর্গে ৩ ডোমের মধ্যে মারপিট।
LIVE
Background
শুক্রবার সন্ধ্যায় বালিগঞ্জের কাঁকুলিয়া রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হয়ে গেল ৮টি বাড়ি। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকল কর্মীরা।
"দেশের বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর থেকে বড় নেতা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।" শুক্রবার এই দাবিই করলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।
জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বাকিবুরকে দুবাই যাত্রায় অনুমতি। ED-র আপত্তি খারিজ, দুবাই যেতে বাকিবুরকে সম্মতি। রেশন দুর্নীতিতে জামিনে মুক্ত বালু ঘনিষ্ঠ বাকিবুর রহমান। ১০ দিনের জন্য বাকিবুরের দুবাই-যাত্রায় সম্মতি বিশেষ ED আদালতের। ২৫ নভেম্বর দুবাই যাত্রা, বাকিবুরকে ফিরতে হবে ৫ ডিসেম্বর। শর্ত মেনে দুবাই থেকে ফিরেই ৬ ডিসেম্বর জমা দিতে হবে পাসপোর্ট। রেসিডেন্সিয়াল ভিসার পুনর্নবীকরণ করতে দুবাই যেতে চান বাকিবুর। দুবাই যাওয়ার আগে তদন্তকারী অফিসারকে দিয়ে যেতে হবে ফোন নম্বর।
সরকারি প্রকল্পে কাটমানির অভিযোগ, পুরুলিয়ায় ঠিকাদারদের বিক্ষোভ। কাশীপুরের তৃণমূল পরিচালিত সোনাথলি পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগ। তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে সরব বিজেপিও। পঞ্চায়েত অফিসে প্রধানকে না পেয়ে দফতরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানো হয় শুক্রবার।
"সরকারি কর্মীরাই সরকারকে ডোবাচ্ছে।" শুক্রবার এই অভিযোগই করলেন চুঁচুড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদার।
ট্রেনের কামরায় বিশেষভাবে সক্ষম তবলা বাদকের খুন ঘিরে রহস্য ঘনীভূত। হাওড়া স্টেশনে ডাউন কাটিহার এক্সপ্রেসের কামরা থেকে উদ্ধার হয় রক্তাক্ত দেহ। খোয়া গেছে নিহতর ক্যামেরা, মোবাইল ফোন এবং অন্যান্য জিনিসপত্র। লুঠের উদ্দেশ্যেই কি খুন? যৌথ তদন্তে সিআইডি, হাওড়া জিআরপি। ট্রেনের কামরা পরীক্ষা করতে যাচ্ছে ফরেন্সিক দল।
বনগাঁয় স্কুলের সামনে বিস্ফোরণ, জখম ২ ছাত্র। স্কুলের সামনে রাখা স্টোনচিপের স্তূপে এই বিস্ফোরণ হয়েছে বলে জানা গেছে।
আদ্রা-খড়গপুর শাখায় লাইনচ্যুত মালগাড়ি। ঘটনাটি ঘটেছে পিয়ারডোবা স্টেশনে।
লোহা পাচারের অভিযোগে দুর্গাপুরে গ্রেফতার ২ তৃণমূল নেতা। দুর্গাপুর ৩ নম্বর ব্লক তৃণমূলের সহ সভাপতি রিন্টু পাঁজা গ্রেফতার। দুর্গাপুরের ৪২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী রিন্টু। তাঁর সঙ্গে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অরবিন্দ নন্দীকে। বন্ধ কারখানা থেকে লোহা চুরি ও পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছে তাঁরা। দুর্নীতি ঢাকতেই গ্রেফতারির নামে আইওয়াশ, কটাক্ষ বিজেপির। ধৃত তৃণমূল নেতাদের ৩দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের।
আরজি কর মেডিক্যালের মর্গে ৩ ডোমের মধ্যে মারপিট। মত্ত অবস্থায় মারামারির অভিযোগ, মর্গের কম্পিউটার ভাঙচুর। টালা থানায় অভিযোগ দায়ের হাসপাতাল কর্তৃপক্ষের, তদন্তে পুলিশ। বন্ধ মর্গ, হচ্ছে না ময়নাতদন্ত, চূড়ান্ত হয়রানি সাধারণ মানুষের।
মন্দারমণিতে সৈকত লাগোয়া হোটেল ভাঙার নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের। জাতীয় পরিবেশ আদালতের রায় মেনে হোটেল ভাঙার নির্দেশ দেন জেলাশাসক। সেই নির্দেশে স্থগিতাদেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা। ৩০ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে স্থগিতাদেশ। মামলায় সব পক্ষকে রিপোর্ট পেশের নির্দেশ। মামলার পরবর্তী শুনানি ১০ ডিসেম্বর।
West Bengal News Live Updates: মাদক খাইয়ে নাবালিকাকে গণধর্ষণ, অশোকনগরে ধৃত ৩
মাদক খাইয়ে একজন নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার হল তিনজন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগরে।
West Bengal News Live: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার স্বরূপনগর
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার স্বরূপনগর। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি তৃণমূলের উপপ্রধান।
West Bengal News Live Updates: ট্যাব দুর্নীতি কাণ্ডে গ্রেফতার দুই কৃষক
পড়ুয়াদের ট্যাব দুর্নীতি কাণ্ডে গ্রেফতার দুই কৃষক।
West Bengal News Live: কসবায় কাউন্সিলরকে খুনের চেষ্টা, গ্রেফতার আরও ১
কসবায় কাউন্সিলরকে খুনের চেষ্টা, গ্রেফতার আরও ১। বিহারের সমস্তিপুর থেকে গ্রেফতার মহম্মদ ফুলবাবু নামে ওই ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গেছে, বিহারের বাসিন্দা হলেও হামলার আগে গুলশন কলোনিতে ঘাঁটি গেড়েছিল মহম্মদ ফুলবাবু।
তাকে গ্রেফতারের পর ধৃতের সংখ্যা বেড়ে হব ৪। কসবায় কলকাতার পুরসভার কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলা শুধুই কি জমি বিবাদের জেরে হয়েছে্? না অন্য কোনও কারণ রয়েছে? তা নিয়েএখনও ধোঁয়াশায় পুলিশ।
West Bengal News Live Updates:বালিগঞ্জের কাঁকুলিয়া রোডে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৮টি বাড়ি
শুক্রবার সন্ধ্যায় বালিগঞ্জের কাঁকুলিয়া রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হয়ে গেল ৮টি বাড়ি। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকল কর্মীরা।