West Bengal News Live Updates: 'কোনও তালিকা প্রকাশ হচ্ছে না', বৈঠকে মিলল না সুরাহা, 'কাউকে ছাড়ব না', হুঁশিয়ারি চাকরিহারা বিক্ষোভরতদের
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

Background
২৬ হাজার চাকরি বাতিল। আজ সন্ধেয় যোগ্যদের তালিকা প্রকাশ করতে পারে SSC। চাল থেকে আলাদা করা যাবে কাঁকর? আগেই তালিকা প্রকাশের আশ্বাস শিক্ষামন্ত্রীর।
চাকরি বাতিল কাণ্ডে সরকারের ওপর চাপ বাড়িয়ে ফের পথে শিক্ষকরা। SSC অভিযান যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের। করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে মিছিল। আচার্য সদনের সামনে অবস্থান।
চাকরিহারা শিক্ষকদের পাশাপাশি পথে চাকরিহারা শিক্ষাকর্মীরাও। সল্টলেকে পৃথক মিছিল।
চাকরি বাতিলকাণ্ডে আন্দোলনে এবিভিপি। আলিপুরে বিক্ষোভ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।
চাকরি বাতিলের প্রতিবাদ। উত্তরবঙ্গেও পথে এবিভিপি। শিলিগুড়িতে বিক্ষোভ-মিছিল।
দাঙ্গা বিধ্বস্ত সামশেরগঞ্জ। জাফরাবাদে নিহতদের বাড়িতে সুকান্ত। পুলিশে আস্থা নেই, NIA চাই। সরব বিজেপি রাজ্য সভাপতি। BSF ক্যাম্পের দাবিতে সরব আক্রান্তরা।
মুর্শিদাবাদ কাণ্ডে রাজ্যে রাষ্ট্রপতি শাসন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ আইনজীবী। প্রস্তুতি ছাড়াই আবেদন। সর্বোচ্চ আদালতের নির্দেশে প্রত্যাহার। সংশোধন করে আবেদন করা যাবে, জানাল আদালত।
ধীরে ধীরে ছন্দে ফিরছে ধুলিয়ান। খুলছে একের পর এক সকুল। মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। এখনও সকুলে ছেলেমেয়েদের সকুলে পাঠাতে ভয় পাচ্ছেন গ্রামবাসীদের।
দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনই কাঁথিতে সনাতনী সম্মলনের ডাক শুভেনদুর। পুলিশের অনুমতি না পেয়ে আদালতে বিরোধী দলনেতা। মামলা দায়েরের অনুমতি বিচারপতির।
শালবনিতে জিন্দলদের জোড়া তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস মুখ্যমন্ত্রীর। অনুষ্ঠানে উপস্থিত সৌরভ। গোয়ালতোড়েও সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন।
শালবনিতে জোড়া প্রকল্পে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। উপকৃত হবে ২৩টি জেলা। ১৫ হাজার মানুষের কর্মসংস্থান। আশ্বাস মুখ্যমন্ত্রীর।
অসুস্থ রাজ্যপাল, ভর্তি কমান্ড হাসপাতালে। হার্টে একাধিক ব্লকেজ। দেখে এলেন মুখ্যমন্ত্রী। বাইপাস সার্জারির সম্ভাবনা। নিয়েও যাওয়া হচ্ছে অ্যাপোলোয়। উদ্বেগপ্রকাশ শুভেন্দুর।
২৬-এর আগে বীরভূমে ফের শাসক কোন্দল। কোর কমিটির বৈঠক না হওয়ায় ক্ষোভ। মুখ্যমন্ত্রীকে নালিশের হুঁশিয়ারি রামপুরহাটের বিধায়কের। অনুব্রত নির্দেশ দিলেই বৈঠক, জানালেন বিকাশ।
পাথুরিয়াঘাটায় কাপড়ের গুদামে আগুন। ধোঁয়ায় দমবন্ধ হয়ে ২ জনের মৃত্যু। চিলকোঠা থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা।
ফের শহরে পথ দুর্ঘটনা। বাঙুর অ্যাভিনিউয়ে সরকারি বাস পিষে দিল বাইক আরোহী। ঘটনাস্থলেই মৃত্যু। আটক বাস চালক।
বাগুইআটির ছায়া এবার পুরুলিয়ায়। কোটশিলায় আয়কর অফিসার সেজে তল্লাশি। ঝাড়খণ্ড থেকে গ্রেফতার দুই মহিলা-সহ ৭ জন। আয়কর ও CRPF পরিচয়ে টাকা ও গয়না লুঠের অভিযোগ।
ফের খড়গপুর IIT-তে পডুয়ার রহস্যমৃত্যু। হস্টেলের ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। মৃত মহারাষ্ট্রের বাসিন্দা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র।
West Bengal News Live: আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এসএসসি ভবনের সামনে মহাসমাবেশের ডাক দিয়েছেন চাকরিহারা বিক্ষোভকারীরা
আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এসএসসি ভবনের সামনে মহাসমাবেশের ডাক দিয়েছেন চাকরিহারা বিক্ষোভকারীরা। আজ রাতভর চলবে অবস্থান-বিক্ষোভ। এসএসসি চেয়ারম্যান-সহ কর্মীদেরও 'ঘেরাও' করে রাখার হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারারা। সুরাহা না মেলা পর্যন্ত চলবে 'ঘেরাও-অবস্থান'। এমনটাই হুঙ্কার দিয়েছেন আন্দোলনকারীরা। আচার্য সদনের সামনের রাস্তাতেই বসে রয়েছেন তাঁরা। স্লোগান উঠছে, 'আমরা কারা, যোগ্য যারা'। সাফ জানিয়ে দিয়েছেন, 'কাউকে বেরোতে দেব না। আমরাও যাব না।'
WB News Live: 'চাকরি চুরি করল এসএসসি আর সরকার, সরকার এত বড় দুর্নীতি করল, ইয়ার্কি পেয়েছেন নাকি আমাদেরকে?'
'আমরা কোনও পজিটিভ বার্তা পাইনি। আমরা দেখলাম ভিতরে যাওয়ার পর, ওনারা একটা অন্য গেম খেলছেন। থার্ড কাউন্সেলিংয়ের পর থেকে বাকিদেরকে ওনারা আনটেনটেড বলতে পারছেন না। ফোর্থ কাউন্সেলিংয়ের থেকে বাকি কাউন্সেলিংরা স্যালারি পাবেন না। তাঁরা স্কুলে যেতে পারবেন না। তাঁদের চাকরি চলে গেল। মামারবাড়ির আবদার নাকি? চাকরি চুরি করল এসএসসি আর সরকার, সরকার এত বড় দুর্নীতি করল, ইয়ার্কি পেয়েছেন নাকি আমাদেরকে?' বৈঠক সেরে বেরিয়ে বললেন চাকরিহারাদের প্রতিনিধি।






















