West Bengal News Live Updates: ভোটের ১ দিন আগেও বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে টানাটানি!
দেখে নেওয়া যাক, এই মুহূর্তে জেলা থেকে জেলার গুরুত্বপূর্ণ খবর।
LIVE
Background
আড়াই বছর পর তৃণমূল (TMC) ছাড়া নিয়ে বিস্ফোরক শুভেন্দু (Suvendu Adhikari)।
রুখতে হবে ভোট লুঠ। বিরোধীদের একসঙ্গে প্রতিরোধ গড়ে তোলার ডাক শুভেনদুর। হতাশা থেকে মন্তব্য, কটাক্ষ কুণালের (Kunal Ghosh)। আঠেরোয় তৃণমূলের (TMC) ভোট লুঠের নায়ক তো ছিলেন শুভেনদুই, মন্তব্য সুজনের।
ভোট-হিংসা থেকে রেহাই নেই সকুল পড়ুয়ারও! দেগঙ্গায় বাবার সামনেই একাদশ শ্রেণির ছাত্রকে বোমা মেরে খুন (Student Murder)। গ্রেফতার ৫। অভিযুক্তদের বাড়ি ভাঙচুর, আগুন।
তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমা। অভিযোগ সিপিএম-আইএসএফ সমর্থিত নির্দলদের বিরুদ্ধে। মৃত্যু সকুলছাত্রের। শাসক-দ্বন্দ্বের জের, দাবি অভিযুক্তদের।
তেহট্টে তৃণমূল-সিপিএম সংঘর্ষ। আক্রান্ত পুলিশ। সুতিতে তৃণমূল-কংগ্রেস সংঘর্ষ। রানাঘাটে নির্দল প্রার্থীর বাড়িতে হামলা। মানিকচকে তৃণমূল-নির্দল সংঘর্ষ।
অশান্তি অব্যাহত কোচবিহারে। দিনহাটায় আক্রান্ত সিপিএম। প্রার্থী-কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর, বোমাবাজি-গুলি। শীতলকুচিতে আক্রান্ত নির্দল।
ভয়েই আছে ভাঙড়। পোলেরহাটে নির্দল প্রার্থীর বাড়িতে হামলা, কোপানোর অভিযোগ। ভোগালি-কুলপিতেও আক্রান্ত আইএসএফ।
West Bengal News Live: ভোটের ১ দিন আগেও বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে টানাটানি!
ভোটের ১ দিন আগেও বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে টানাটানি! বুথপিছু সশস্ত্র রাজ্য পুলিশের সঙ্গে একজন জওয়ান চায় কমিশন। কোনওভাবেই এক সেকশন ভাঙতে কেন্দ্রীয় বাহিনীর আপত্তি, খবর সূত্রের। তাহলে কীভাবে বুথে একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন? বিএসএফের আইজির সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনারের বৈঠক
West Bengal News Live Update: কুলপিতে কংগ্রেস নেতার মৃত্যু, পরিবারের সঙ্গে কথা বললেন রাজ্যপাল
কুলপিতে কংগ্রেস নেতার মৃত্যু, পরিবারের সঙ্গে কথা বললেন রাজ্যপাল। দঃ ২৪ পরগনা, কোচবিহারের পর এবার মুর্শিদাবাদ যাচ্ছেন রাজ্যপাল। কাল সকালেই সন্ত্রাস বিধ্বস্ত মুর্শিদাবাদ যাচ্ছেন রাজ্যপাল। বহরমপুর, খড়গ্রাম, বেলডাঙা, ডোমকল যাওয়ার কথা রাজ্যপালের।
West Bengal News Live: সায়নী ঘোষের দেওয়া নথিতে সন্তুষ্ট নয় ইডি
সায়নী ঘোষের দেওয়া নথিতে সন্তুষ্ট নয় ইডি। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, অসমপূর্ণ নথি জমা দিয়েছেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী। বৃহস্পতিবার, পূর্ব বর্ধমানের কাটোয়ায় এবিষয়ে কোনও উত্তর দিতে চাননি সায়নী। ইডি সূত্রে দাবি, সায়নী ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্যকে সামনে রেখে সায়নীকে ফের জিজ্ঞাসাবাদ করতে চান তারা।
West Bengal News Live Update: পঞ্চায়েত ভোটের আগে মালদার হরিশ্চন্দ্রপুর তৃণমূলে ভাঙন
পঞ্চায়েত ভোটের আগে মালদার হরিশ্চন্দ্রপুর তৃণমূলে ভাঙন। পঞ্চায়েতের ২ কর্মাধ্যক্ষ-সহ দল ছাড়লেন একাধিক তৃণমূলকর্মী। টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগে একাধিক নেতা-কর্মীর দলত্যাগ। দল থেকে সব পেয়ে এখন বিদ্রোহী! পাল্টা কটাক্ষ তৃণমূল নেতৃত্বের।
West Bengal News Live: ভোটের ঠিক আগে দল ছাড়লেন বীরভূম তৃণমূলের সাধারণ সম্পাদক
ভোটের ঠিক আগে দল ছাড়লেন বীরভূম তৃণমূলের সাধারণ সম্পাদক। ভোটের ঠিক একদিন আগে ফেসবুক পোস্ট করে দল ছাড়ার কথা ঘোষণা। কেন তৃণমূল ছাড়লেন বীরভূমের সাধারণ সম্পাদক অতনু চট্টোপাধ্যায়? অনুব্রতর অনুপস্থিতিতে দলে গুরুত্ব না পাওয়ার অভিযোগে দলত্যাগ।