West Bengal News Live : বাড়ছে বার্ড ফ্লু আতঙ্ক, সতর্ক এ রাজ্যের পোল্টি ফেডারেশনও।
WB News Live: ৪৩ জনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ৮ জনকে।

Background
দক্ষিণ ২৪ পরগনার বজবজে পরপর বোমাবাজি, গুলি চালানোর ভিডিও ভাইরাল হল। ফের সামনে এল সিন্ডিকেট রাজ। অভিযোগ, নির্মীয়মান গোডাউনের জন্য় ইমারতি দ্রব্য সরবরাহের বরাত কাদের হাতে থাকবে সেই নিয়ে সংঘর্ষ বাধে দুই গোষ্ঠীর। ৪৩ জনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ৮ জনকে।
পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ভিন রাজ্যের বাসিন্দাদের নাম? এমনই মারাত্মক অভিযোগ করছেন মুখ্য়মন্ত্রী। ইঙ্গিতে তাঁর অভিযোগের আঙুল বিজেপি ও জাতীয় নির্বাচন কমিশনের দিকে। পাল্টা বিরোধীদের প্রশ্ন, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশকারীরা ঢুকছে, সেদিকে কেন নজর নেই তৃণমূল সরকারের?
'বিহারের লোকেদের নাম তুলছে অনলাইনে' ভোটার লিস্ট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য ঘিরে জোর চর্চা চলছে বঙ্গ রাজনীতিতে। তৃণমূল কি হাতিয়ার করতে চাইছে বাঙালি অস্মিতাকে? উঠছে প্রশ্ন। তবে অতীতেও বারবার মমতা বন্দ্যোপাধ্যারের মুখে বহিরাগতদের কথা শোনা গেছে। রোহিঙ্গাদের প্রসঙ্গ টেনে পাল্টা খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী।
বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি থেকে নজর ঘোরাতে, শেখ হাসিনার আমলে নানা ভয়ঙ্কর কাণ্ড যেখানে ঘটত বলে অভিযোগ সেই আয়নাঘরে পৌঁছে গেলেন মহম্মদ ইউনূস। সামনে আনা হল ছবিও। আর সেই ছবি ঘিরেও উঠছে নানা প্রশ্ন।
Shantipur Hospital News: ৫ বছরের অসুস্থ শিশু বমি করে ফেলায় 'শাস্তি', শিশুর বাবাকে দিয়ে পরিষ্কার করানো হল শিশুর বমি
৫ বছরের অসুস্থ শিশু বমি করে ফেলায় 'শাস্তি'। শিশুর বাবাকে দিয়ে পরিষ্কার করানো হল শিশুর বমি। চূড়ান্ত অমানবিকতার ছবি নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। হাসপাতাল সুপার এর কাছে লিখিত অভিযোগ দায়ের
বমি পরিষ্কারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 'হাসপাতালে পর্যাপ্ত সাফাই কর্মী নেই। শিশুটির বাবা নিজেই বমি পরিষ্কার করে দেবেন বলেছিলেন', দাবি অভিযুক্ত ডাক্তারের।
WB News Live : শিয়ালদা স্টেশন চত্বরে ভস্মীভূত হয়ে গেল প্রায় ৪০টি অস্থায়ী দোকান
আবার অগ্নিকাণ্ড কলকাতায়। এবার শিয়ালদা স্টেশন চত্বরে ভস্মীভূত হয়ে গেল প্রায় ৪০টি অস্থায়ী দোকান। গতকাল রাত দশটা নাগাদ শিয়ালদা স্টেশনের ২ নম্বর গেটের কাছে বিভিন্ন দোকানে আগুন লাগে। তার মধ্যে ফলের দোকান যেমন রয়েছে, চা ও খাবারের দোকানও রয়েছে। স্টলে প্লাস্টিক থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।






















