West Bengal News: বচসার জেরে প্রতিবেশীকে ছুরির কোপ, আহত পাঁচ
Garbeta News: গড়বেতা থানার উপরজবা গ্রামের বাসিন্দা করমউদ্দিন মণ্ডলের পরিবারের সঙ্গে প্রতিবেশী জান মহম্মদ মণ্ডলের বচসা বাধে।
তুহিন অধিকারী, গড়বেতা: দুই পরিবারের ব্যাপক বচসা পৌঁছে গেল হাতাহাতিতে। ছুরির কোপ মারার অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে। আহত ৫ জন। ঘটনা পশ্চিম মেদিনীপুর (West Midnapore) জেলার গড়বেতা থানার উপরজবা গ্রামের।
ছুরির কোপ মারার অভিযোগ: গড়বেতা থানার উপরজবা গ্রামের বাসিন্দা করমউদ্দিন মণ্ডলের পরিবারের সঙ্গে প্রতিবেশী জান মহম্মদ মণ্ডলের বচসা বাধে। তা রীতিমতো হাতাহাতির পর্যায় পৌঁছে যায়। অভিযোগ প্রথমে রড ও শাবল দিয়ে মারধর করতে থাকে জান মহম্মদের পরিবারের সদস্যরা। অভিযুক্ত পরিবারের সদস্যরা ছুরি এনে কোপ দিতে থাকে করমউদ্দিন মণ্ডলের পরিবারের সদস্যদের। ঘটনায় গুরুতর আহত হয় চারজন। মারপিটের ঘটনা দেখে প্রতিবেশী অঞ্জলা বিবি মারপিট থামাতে গেলে তাঁকেও ছুরির আঘাত করা হয় বলে অভিযোগ। এরপর আহতদের নিয়ে আসা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে আহতরা সেখানেই চিকিৎসাধীন।
এদিকে পারিবারিক অশান্তির কারণে স্ত্রীকে খুনের পর, দেহ টুকরো টুকরো করে, পলিথিনের ব্যাগে পুরে খালে ভাসিয়ে দিলেন স্বামী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামের উত্তর জোজরা গ্রামে। মৃতার নাম, সায়রা বানু (৪৮)। পরিবার সূত্রে খবর, কয়েকদিন আগে স্বামী নুরউদ্দিন মণ্ডলের সঙ্গে তাঁর ঝামেলা হয়। তার পর থেকে আর সায়রাকে দেখা যাচ্ছিল না। বাড়িতে সায়রার মোবাইল ফোন ও চশমা পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা তাঁর খোঁজ করেন। আত্মীয়দের দাবি মোবাইল ফোনে রক্তের দাগ সহ ঘরের মধ্যে মাংসের টুকরো পড়ে ছিল। পরিবার সূত্রে খবর, এরপর আত্মহত্যার চেষ্টা করেন বছর ৫৬-র নুরউদ্দিন। তাকে ভর্তি করা হয়েছে বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ৮-৯ তারিখে মহিলাকে খুন করেন স্বামী। জেরায় তিনি জানিয়েছে, স্ত্রীকে খুন করোর পর দেহ টুকরো টুকরো করে নোয়াই খালে ভাসিয়ে দিয়েছেন। সোমবার থেকে নোয়াই খালে শুরু হয় উদ্ধারকাজ। কিন্তু এখনও পর্য়ন্ত মাত্র একটি টুকরো উদ্ধার করা গিয়েছে। বাকি দেহাংশের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ জানিয়েছে, ঠিক কী কারণে এই খুন তা জানার চেষ্টা চলছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Birbhum News: কোপাই নদী বেদখলের অভিযোগ, কাজ বন্ধ রাখার নির্দেশ জেলাশাসকের