Kolkata Police: রাজ্যপালের সম্মানহানির অভিযোগ, কলকাতা পুলিশ কমিশনারকে 'শাস্তি' দিতে ব্যবস্থা নিচ্ছে শাহের মন্ত্রক
Union Home Ministry News: বিনীত গোয়েল ও ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র।
নয়া দিল্লি: রাজ্যপালের (Governor) সম্মানহানির অভিযোগ, কলকাতার পুলিশ কমিশনার (Kolkata Poliec Commissioner) ও DCP সেন্ট্রালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry), পিটিআই সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।
সংবাদ সংস্থা সূত্রে খবর, রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (CV Ananda Bose) বিরুদ্ধে গুজব ছড়ানো এবং সেই গুজবে মদত দিয়ে রাজ্যপালের পদকে কলঙ্কিত করার অভিযোগ উঠেছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডেপুটি পুলিশ কমিশনার (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে।
পিটিআই-এর প্রতিবেদনে উল্লেখ, জুনের শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রাজ্যপাল যে রিপোর্ট জমা দিয়েছেন, তাতে লেখা ছিল, একজন সরকারি আধিকারিকের যেভাবে কাজ করা উচিত, তা করছেন না কলকাতা পুলিশের দুই শীর্ষ কর্তা। এর প্রেক্ষিতেই বিনীত গোয়েল ও ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র। বিষয়টি জানা নেই বলে জানিয়েছেন বিনীত ও ইন্দিরা।
কেন্দ্রীয় মন্ত্রকের তরফে বলা হয়েছে, কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এমনভাবে কাজ করেছেন যা একজন সরকারী কর্মচারীর পক্ষে অশোভন। সংবাদসংস্থা পিটিআইকে এক আধিকারিক জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের একটি বিশদ প্রতিবেদনের ভিত্তিতে আইপিএস অফিসারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা শুরু করেছে। চিঠির কপি রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে ৪ জুলাই।
আরও পড়ুন, রথের দিনে মর্মান্তিক মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৫ জনের, গুরুতর আহত ৫০
মন্ত্রকের পাঠানো চিঠিতে এও বলা হয়েছে, এই আইপিএস অফিসাররা তাদের কাজের মাধ্যমে শুধুমাত্র গভর্নরের কার্যালয়কেই কলঙ্কিত করেনি বরং এমনভাবে কাজ করেছে যা একজন সরকারী কর্মচারীর জন্য সম্পূর্ণ অপ্রীতিকর। তারা সুবিধাজনকভাবে আচরণ বিধি উপেক্ষা করা বেছে নিয়েছে।
সূত্রের খবর, এর আগে রাজ্যপাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছিলেন, কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বা তার অফিস থেকে কোনও যোগাযোগ করা হয়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে