Rath Yatra: রথের দিনে মর্মান্তিক মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানি ৫ জনের, গুরুতর আহত ৫০
Rath Yatra 2024: রথের সঙ্গে সড়কের ওপরে থাকা বিদ্যুতের তারের স্পর্শ লেগে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা: রথযাত্রার (Rath Yatra) দিনে মর্মান্তিক মৃত্যু। রথের রশিতে টানের সময়ই বাংলাদেশের (Bangladesh) বগুড়ায় (Bagura) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। ৫০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রের খবর, বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান, জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর বিকাল সাড়ে ৫টায় বগুড়া শহরের সেউজগাড়ী থেকে রথযাত্রা বের করার সময় এ ঘটনা ঘটে।
রথের সঙ্গে সড়কের ওপরে থাকা বিদ্যুতের তারের স্পর্শ লেগে এ দুর্ঘটনা ঘটে। সেউজগাড়ি শ্রীশ্রী ইসকন মন্দির থেকে রথযাত্রাটি পুলিশ লাইনসসংলগ্ন শিবমন্দির অভিমুখে রওনা করেছিল। নিহত ব্যক্তিদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তাঁরা হলেন অলোক সরকার (৪০), আতশি রানী (৪০), নরেশ মোহন্ত (৬৫) ও রঞ্জিতা মহন্ত (৬০)।
বগুড়া সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ জানান, এখন পর্যন্ত ৫ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ৮ জনের চিকিৎসা চলছে। তবে রথযাত্রা হয়েছে। ভক্তরা রথ টেনেছেন। জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, আহতদের চিকিৎসা চলছে।
আরও পড়ুন, পুরীর রথযাত্রায় পদপিষ্ট হওয়ার মত পরিস্থিতি, মৃত কমপক্ষে এক
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দুর্ঘটনার আগ পর্যন্ত রথযাত্রার পরিবেশ ছিল উৎসবমুখর। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর লোকজন 'আগুন' বলে চিৎকার শুরু করেন। এসময় অনেক লোকজনকে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটতে দেখা যায়। পরবর্তীতে সন্ধ্যা ৬টায় সাতমাথা-কালিতলা- সাতমাথা-শিবমন্দির অভিমুখে আবার রথযাত্রা শুরু হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে