West Bengal News Live : টাকা তোলা বিতর্কে মদনের মুখে এবার সরাসরি আইপ্যাকের নাম
সরস্বতী পুজো ঘিরে যোগেশচন্দ্র কলেজে দুই বিভাগের বেনজির সংঘাত। যোগেশচন্দ্র কলেজে শিক্ষামন্ত্রী ঢুকতেই স্লোগান পড়ুয়াদের। হরিণঘাটার সকুলে সরস্বতী পুজোয় বাধার অভিযোগ। হুঙ্কার শুভেন্দুর।

Background
হাইকোর্টের নির্দেশে, সশস্ত্র পুলিশ পাহারায় সরস্বতী পুজো হল যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে। কলেজের গাড়ি বারান্দা নয়, পাশের গলিতে প্যান্ডেল করে পুজোর আয়োজন করল যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ডে বিভাগের পড়ুয়ারা। ২ পক্ষের সংঘাতের জেরে বেনজিরভাবে পুলিশি প্রহরায় হল বাগদেবীর আরাধনা। কলেজ ক্যাম্পাসেই উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। শিক্ষামন্ত্রীর সামনে স্লোগান দিলেন যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের পড়ুয়ারা। আর এই নিয়ে কড়া অবস্থানে কলেজের পরিচালন সমিতির সভাপতি মালা রায়।
পুজোয় সজাগ থাকুন, মণ্ডপে রাত পাহারা দিন। মালদার পুখুরিয়ায় সরস্বতী পুজো নিয়ে পুলিশের দাওয়াই ঘিরে শুরু হয়েছে বিতর্ক। দিকে দিকে সরস্বতী পুজোয় বাধা দিচ্ছেন তৃণমূল নেতারা। পরিস্থিতি প্রতিকূল বুঝে দায়িত্ব এড়ানোর চেষ্টা করছে পুলিশ। সরস্বতী পুজো নিয়ে তৃণমূলের সঙ্গে পুলিশকেও আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
অন্যদিকে আবার, কাঁকুড়গাছিতে সরস্বতী পুজোর মণ্ডপের থিম স্যালাইনকাণ্ড। এই পুজোর অন্যতম উদ্যোক্তা কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। বিজেপিশাসিত উত্তরপ্রদেশে কুম্ভ মেলায় বিপর্যয়ের প্রসঙ্গ টেনে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল।
WB News Live : নৈহাটিতে তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত রাজেশ সাউ এখনও অধরা
নৈহাটিতে তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত রাজেশ সাউ এখনও অধরা। অর্জুন সিংয়ের সঙ্গে রাজেশের ছবি দিয়ে প্রচার। ছবি তুলতে আসে অনেকেই, দাবি অর্জুনের। মজদুর ভবনে যেত, দাবি ধৃতের বাবার।
WB News Live : টাকা তোলা বিতর্কে মদনের মুখে এবার সরাসরি আইপ্যাকের নাম
টাকা তোলা বিতর্কে মদনের মুখে এবার সরাসরি আইপ্যাকের নাম। পদের জন্য ২৫ থেকে ৫০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ ।






















