West Bengal News Update: সোম-মঙ্গল ধর্মঘটের ডাক, ফলে টানা ৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! বিকল হবে ATM ও?
News Live Blog: ফের খাস কলকাতায় অস্ত্র উদ্ধার। আবারও শিয়ালদা স্টেশন থেকে অস্ত্র সমেত এক ব্যক্তিকে আটক করল কলকাতা পুলিশের STF.

Background
কলকাতা: ৪ বছর আগে, রাজ্যে শেষবার হয়েছিল বিধানসভা নির্বাচন। বছর ঘুরলেই ফের আরেকটা বিধানসভা ভোট। তার আগে, ফুরফুরা শরিফে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার এই সফর ঘিরে, রাজনৈতিক মহলে ফের ধর্মীয় ইস্যু নিয়ে শুরু হয়েছে তরজা। ২১ এর বিধানসভা ভোটের পর প্রথমবার... ফুরফুরা শরিফে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সেখানে ইফতার পার্টিতে যোগ দেবেন তিনি। কথা বলবেন পীরজাদাদের সঙ্গে। সম্প্রতি ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা তৈরি হয়েছিল। ফুরফুরা শরিফের পীরজাদা সেই নৌশাদও ছাব্বিশের বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর ফুরফুরা সফরে রাজনীতি দেখছেন। নৌশাদ বলছেন, 'রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি মহাশয়া যা কথা বলবেন, যা কাজ করবেন, যা খাবেন, যা ড্রেস কোড টোটালটাই আপাদমস্তক উনি একজন 24x7 পলিটিশিয়ান। সুতরাং, তাঁর রাজনীতি আছে। এই যে ফুরফুরা শরিফে আসছেন, ২০২৬ সালে বিধানসভা নির্বাচন আছে, স্বাভাবিকভাবে এখানে রাজনীতি আছে।' অক্ষয় তৃতীয়ায় দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। এই আবহে মুখ্যমন্ত্রীর কাছে দিঘায় মসজিদ তৈরির জন্য আবেদন করার কথা শোনা গেল ফুরফুরা শরিফের পিরজাদা ত্বহা সিদ্দিকির মুখে। ফুরফুরা শরিফের পিরজাদা ত্বহা সিদ্দিকি বলছেন, 'দিঘায় আমিও গেছি। ওখানে লক্ষ লক্ষ লোক যাতায়াত করে। ওখানে তাঁদের জন্য জগন্নাথ মন্দির হচ্ছে আমি তাতে খুব খুশি। কিন্তু এটাও মুখ্যমন্ত্রীকে জানতে হবে ওখানে শুধু হিন্দু ভাইয়েরা যায় না মুসলমানরাও যায়। তাঁদের জন্য একটা মসজিদ কীভাবে করা যাবে, কোন প্রসেসে করা যাবে, ওয়াকফ বোর্ডের আন্ডার দিয়ে করা যাবে কিনা এটা ওনাকে চিন্তাভাবনা করে দেখার জন্য বলতে পারি।' রাজ্য রাজনীতিতে ধর্ম নিয়ে বাগযুদ্ধ যখন চরমে, ঠিক সেই সময় মুখ্যমন্ত্রীর সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এই নিয়ে ফের সংখ্যালঘু তোষণের অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণে নেমেছে বিরোধীরা। এই নিয়ে পাল্টা বিরোধীদেরকেই নিশানা করেছে তৃণমূল। এদিকে সোমবার মুখ্যমন্ত্রীর ফুরফুরা শরিফ সফর ঘিরে সেজে উঠেছে গোটা এলাকা।
ফের খাস কলকাতায় অস্ত্র উদ্ধার। আবারও শিয়ালদা স্টেশন থেকে অস্ত্র সমেত এক ব্যক্তিকে আটক করল কলকাতা পুলিশের STF। আটক ব্যক্তির নাম হাসান শেখ, মালদার বাসিন্দা। আগ্নেয়াস্ত্রগুলি বিহারে তৈরি বলে পুলিশের অনুমান। বিহারের খাগাড়িয়া থেকে সড়কপথে নিয়ে আসা হয় মানসিং জেলায়। সেখান থেকে ট্রেনে করে মালদার কালিয়াচক হয়ে কলকাতায় আনা হয়।
আরও পড়ুন: Rohan-Rittika: রোহনের সঙ্গে অন্য নায়িকার প্রেমের জল্পনা, কিন্তু ঋত্বিকা বলছেন, 'এ মন তোকে দিলাম'
Bank Strike: আগামী সোম-মঙ্গলবার ২ দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক
নিয়োগ 'বন্ধ', প্রতিবাদে ২দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্সের ধর্মঘটের ডাক। আগামী সোম-মঙ্গলবার, ২ দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক। প্রভাব পড়তে পারে রাষ্ট্রায়ত্ত থেকে বেসরকারি ব্যাঙ্কে। ব্যাঙ্ক কর্মীদের ধর্মঘটের ডাক, প্রভাব পড়তে পারে ATM-এও!
Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে কটাক্ষ শুভেন্দু অধিকারীর
মুখ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ২৭ মার্চ আলোচনাসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অংশ নেওয়ার খবরে কটাক্ষ বিরোধী দলনেতার। 'এটা ততটাই আসল খবর, যতটা ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া ওঁর PhD ডিগ্রি', সোশাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 'সত্যিটা হল মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন কেলগ কলেজে। এই কলেজ হল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অনুমোদিত আরও ৩৫টি কলেজের মধ্যে একটি। ২০২৩-এ বিশ্ব বাণিজ্য সম্মেলনে এসে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন কেলগ কলেজের প্রেসিডেন্ট। বলুন তো, কলকাতার সিটি কলেজে কেউ অনুষ্ঠানে অংশ নিলে, সেটা কি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান হবে? কলকাতা বিশ্ববিদ্যালয় অনুমোদিত কলেজের সংখ্যা তো দেড়শ। কোনও একটি কলেজের অনুষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান বলা, লোককে বোকা বানানোর পিআর কৌশল', সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর বিদেশ সফরকে কটাক্ষ বিরোধী দলনেতার।






















