West Bengal News Update: সোম-মঙ্গল ধর্মঘটের ডাক, ফলে টানা ৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! বিকল হবে ATM ও?
News Live Blog: ফের খাস কলকাতায় অস্ত্র উদ্ধার। আবারও শিয়ালদা স্টেশন থেকে অস্ত্র সমেত এক ব্যক্তিকে আটক করল কলকাতা পুলিশের STF.
LIVE

Background
Bank Strike: আগামী সোম-মঙ্গলবার ২ দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক
নিয়োগ 'বন্ধ', প্রতিবাদে ২দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্সের ধর্মঘটের ডাক। আগামী সোম-মঙ্গলবার, ২ দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক। প্রভাব পড়তে পারে রাষ্ট্রায়ত্ত থেকে বেসরকারি ব্যাঙ্কে। ব্যাঙ্ক কর্মীদের ধর্মঘটের ডাক, প্রভাব পড়তে পারে ATM-এও!
Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে কটাক্ষ শুভেন্দু অধিকারীর
মুখ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ২৭ মার্চ আলোচনাসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অংশ নেওয়ার খবরে কটাক্ষ বিরোধী দলনেতার। 'এটা ততটাই আসল খবর, যতটা ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া ওঁর PhD ডিগ্রি', সোশাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 'সত্যিটা হল মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন কেলগ কলেজে। এই কলেজ হল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অনুমোদিত আরও ৩৫টি কলেজের মধ্যে একটি। ২০২৩-এ বিশ্ব বাণিজ্য সম্মেলনে এসে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন কেলগ কলেজের প্রেসিডেন্ট। বলুন তো, কলকাতার সিটি কলেজে কেউ অনুষ্ঠানে অংশ নিলে, সেটা কি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান হবে? কলকাতা বিশ্ববিদ্যালয় অনুমোদিত কলেজের সংখ্যা তো দেড়শ। কোনও একটি কলেজের অনুষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান বলা, লোককে বোকা বানানোর পিআর কৌশল', সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর বিদেশ সফরকে কটাক্ষ বিরোধী দলনেতার।
West Bengal News Blog: অমরাবতী মাঠ বিতর্কে পদত্যাগ পানিহাটির পুরপ্রধানের, গৃহীত ইস্তফাপত্র
অমরাবতী মাঠ বিতর্কে পদত্যাগ পানিহাটির পুরপ্রধানের, গৃহীত ইস্তফাপত্র। ২১ মার্চ পরবর্তী বৈঠক ডাকলেন পানিহাটি পুরসভার উপ পুরপ্রধান। গত সপ্তাহে ব্যারাকপুরের মহকুমা শাসককে পদত্যাগপত্র পাঠান মলয় রায়। মহকুমা শাসক মলয় রায়ের পদত্যাগপত্র পুরসভার কার্যনির্বাহী আধিকারিকের কাছে পাঠিয়ে দেন। পুর আইন অনুযায়ী, কাউন্সিলরদের বৈঠকে ইস্তফাপত্র পাস করাতে হয়। নিয়ম মেনে আজ বৈঠকের ডাক দেন পদত্যাগী চেয়ারম্যান মলয় রায়
RG Kar Update: চিকিৎসকের মা-বাবার আবেদনে মান্যতা দিয়ে জানাল সুপ্রিম কোর্ট
আর জি কর-কাণ্ডে নতুন করে CBI তদন্তের আর্জি শুনবে হাইকোর্টই। নিহত চিকিৎসকের মা-বাবার আবেদনে সাড়া দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে শুনানি হবে। চিকিৎসকের মা-বাবার আবেদনে মান্যতা দিয়ে জানাল সুপ্রিম কোর্ট। মান্যতা দিল প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ। আর জি কর-কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টেই, মে মাসের দ্বিতীয় সপ্তাহে
Taslima Nasrin: তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর দাবিতে সরব হলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য
তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর দাবিতে সরব হলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। বাংলাদেশে সংখ্যালঘু-নিপীড়নের বিরুদ্ধে সরব হওয়ায় তসলিমাকে নিজের দেশ থেকে বিতাড়িত করা হয়। কলকাতায় আশ্রয় নেন তিনি। কিন্তু, পরে কলকাতা থেকেও বিতাড়িত করা হয় তাঁকে। 'কলকাতা থেকে তাঁকে বিতাড়িত করতে তৎপর হয়েছিলেন যে কংগ্রেস নেতা, তিনি এখন তৃণমূলে'। রাজ্যসভার জিরো আওয়ারে দাবি বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যর।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
