West Bengal Live Update: হাসপাতালে উপাচার্য, আজ বৈঠকে তলব রাজ্যপালের, যাদবপুরে শাটডাউনের হুঁশিয়ারি আন্দোলনকারীদের
West Bengal News: জেলা থেকে শুরু করে দেশ.. সব খবর জেনে নিন এক নজরে...

Background
কলকাতা: ইন্দ্রানুজকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল মেডিক্যাল বোর্ড। কাল হাসপাতাল থেকে বাড়ি ফিরবে যাদবপুরকাণ্ডে আহত ইন্দ্রানুজ। কাটা হল চোখের চারপাশের ১৪টি সেলাই
পায়ের চোটের অবস্থাও ভাল, কেপিসি হাসপাতাল সূত্রে খবর। আপাতত বাড়িতে বিশ্রামে থাকতে বলা হয়েছে ইন্দ্রানুজকে, হাসপাতাল সূত্রে খবর।
শিক্ষামন্ত্রীর গাড়িতে পিষ্ট ইন্দ্রানুজের বাবাকে নিয়ে নাগরিক মিছিল। যাদবপুরকাণ্ডে চড়ছে পারদ, প্রতিবাদে আজ নাগরিক মিছিলের ডাক। মিছিলের ডাক দিয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী পড়ুয়ারা। পড়ুয়াদের উপর আক্রমণ, বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে জমায়েতের ডাক। আলোচনায় বসতেই হবে কর্তৃপক্ষকে, সোমবার দুপুর পর্যন্ত ডেডলাইন। এর মধ্যে কেউ আলোচনায় না বসলে, প্রশাসনিক শাটডাউনের হুঁশিয়ারি। হাসপাতালে ভারপ্রাপ্ত উপাচার্য, আজই রাজভবনে বৈঠকে বোসের তলব। রাজভবনে উপাচার্যের যাওয়া নিয়ে জল্পনার মধ্যেই পড়ুয়াদের ডেডলাইন।
'যাদবপুরে অচলাবস্থা পরিকল্পনা করে তৈরি করা হয়েছে। ব্রাত্য বসু এতদিন ধরে শিক্ষামন্ত্রী রয়েছেন, ভোটের আগে যাদবপুরে যাওয়ার কেন প্রয়োজন হল? বাম-তৃণমূল কংগ্রেসের পিঠ চুলকে দেওয়ার প্রতিযোগিতা চলছে। বামেদের শক্তিশালী করতে রাজনৈতিক কৌশল। বামেদের জাগানোর চেষ্টা চলছে যাতে হিন্দু ভোট কাটতে পারে', আক্রমণ সুকান্ত মজুমদারের। 'ছাত্র আন্দোলন আমরাও করেছিলাম, কিন্তু এরকম পরিস্থিতি কোনওদিন তৈরি হয়নি। রাজ্যের মন্ত্রী যাবেন, তাঁকে এভাবে হেনস্থা করা হবে, ছাত্রদের বোঝা উচিত। মন্ত্রীর অসীম ধৈর্য, আহত ছাত্রের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন মন্ত্রী, তাঁর দৃষ্টিভঙ্গির প্রশংসা করব', প্রতিক্রিয়া বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের।
২ দিনের মধ্যে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মুখে ফের যাদবপুরকাণ্ডে গুরুতর গাফিলতির প্রসঙ্গ। 'আবার বলছি যাদবপুরকাণ্ডের সময় মন্ত্রী নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর গাফিলতি হয়েছে। এমন হয়নি যে প্রচুর লোক এসে মন্ত্রীর উপর হামলা করেছে। ঘটনাস্থলে নিরাপত্তারক্ষীর সংখ্যাও অপ্রতুল ছিল না। জানতে চাইব মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কতজন পুলিশ আধিকারিক আহত হয়েছেন?' যদি সাংবিধানিক পদাধিকারী ব্যক্তিরা ১ বার পদ গ্রহণ করেন, তাহলে তাঁকে প্রোটোকল তো মানতেই হবে', মন্তব্য হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। সব জায়গায় তো PSO নিয়ে প্রবেশ করা সম্ভব হয় না, উত্তরে জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যাদবপুর নিয়ে মামলার শুনানি ১২ মার্চের পরিবর্তে ১৩ মার্চ করার আবেদনের শুনানিতে মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।
আরও পড়ুন: Mamata Shankar: নিজের আত্মসম্মান আর মর্যাদা বজায় রাখলে, কেউ খারাপ প্রস্তাব দিতে পারে না
Kolkata Jagannath Temple: কলকাতার এই এলাকায় এবার জগন্নাথ দেবের দর্শন ! কোথায় গড়ে উঠছে এই মন্দির ? কবে উদ্বোধন
অক্ষয় তৃতীয়ার দিন, উদ্বোধন হবে দিঘার জগন্নাথ মন্দিরের। আর এবার দিঘার পর এবার কলকাতার এই এলাকায় জগন্নাথ দেবের দর্শন পাবে রাজ্যবাসী। কলকাতার আনন্দপুরে প্রায় ৮-১০ কাঠা জমির উপর তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। আসন্ন অক্ষয় তৃতীয়ার দিনে তৃণমূল কাউন্সিলর সুশান্তকুমার ঘোষের উদ্যোগে তৈরি হওয়া এই মন্দিরের উদ্বোধন করা হবে। অপরদিকে, আমাদের রাজ্য়ের দিঘায়, সারা দেশের পুণ্য়ার্থী এবং পর্যটকদের স্বাগত জানাতে তৈরি, জগন্নাথদেবের মন্দির। একেবারে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে। সেই স্থাপত্য়, সেই উচ্চতা। মুখ্য়মন্ত্রী ঘোষণা করেছেন, মন্দিরের উদ্বোধন হবে অক্ষয় তৃতীয়ায়। তার আগে কীভাবে সেজে উঠছে দিঘার জগন্নাথ ধাম? কেমন দেখতে দিঘার জগন্নাথ মন্দিরের গর্ভগৃহ, জগমোহন, নাটমণ্ডপ, ভোগমণ্ডপ? বেলে পাথরের দেওয়ালে কোন শিল্পকলা থাকছে? অযোধ্য়ার রাম মন্দিরের সঙ্গেই বা এই মন্দিরের মিলটা কোথায়?
Bratya Basu Poster Controversy: 'WANTED, সন্ধান পেলে স্থানীয় পুলিশ স্টেশনে জানান' ব্রাত্যর ছবি দিয়ে SFI-এর পোস্টার
শিক্ষামন্ত্রীর পাড়ায়, তাঁর বিরুদ্ধেই পোস্টার পড়ল। SFI-এর তরফে দেওয়া পোস্টারে ব্রাত্য় বসুর ছবি দিয়ে লেখা, ওয়ান্টেড, সন্ধান পেলে স্থানীয় পুলিশ স্টেশনে জানান। এ বিষয়ে ব্রাত্য় বসুর বক্তব্য়, সিপিএম সিপিএমেই আছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিশিষ্টজনেদের একাংশ। গাড়ি চালানোর সময় চালক দুর্ঘটনা ঘটালে, আমায় কেন গ্রেফতার করা হবে? প্রশ্ন তুলেছেন সৌগত রায়। যদিও শিক্ষামন্ত্রীকে গ্রেফতারির দাবিতে অনড় SFI। কালিন্দীতে ব্রাত্য় বসুর বাড়ির আশপাশের এলাকা, পাড়া, যে রাস্তা দিয়ে তিনি প্রতিদিন যাতায়াত করেন, সর্বত্র এই পোস্টারে ছয়লাপ। পোস্টারের কোণায় লেখা রয়েছে, 'SFI west bengal।' কিন্তু, কোনও ঘটনা ঘটলে সেই ব্য়ক্তির বাড়ির কাছে গিয়ে প্রতিবাদ-বিক্ষোভ-পোস্টার টাঙানো এগুলো কি আদৌ রুচিশীল কাজ? সেই ব্য়ক্তি তো একা বাড়িতে থাকেন না, তাঁর পরিবার সেখানে থাকে, তাঁরা তো আর রাজনীতির মানুষ নন! বক্তব্য় অনেকেরেই। শিক্ষামন্ত্রীর বাড়ির কাছে এহেন পোস্টারে চরম অসন্তুষ্ট এলাকাবাসী। এক SFI কর্মী বলেন, "আমার কলেজের ছাত্রকে উনি চাপা দিয়ে খুন করার চেষ্টা করলেন। হাইকোর্টের নির্দেশে তাঁর বিরুদ্ধে FIR হয়েছে, কেন সে অ্য়ারেস্ট হবে না?''






















