(Source: Poll of Polls)
Panchayat Poll : ব্যালটের পর তৃণমূলের পেটে সার্টিফিকেট? বিজেপির প্রধানের জয়ী সার্টিফিকেটই খেয়ে ফেলার অভিযোগ !
West Bengal Panchayat Poll : তৃণমূলের পঞ্চায়েত সদস্য সোনা টোপ্নর দাবি, এসব অভিযোগ মিথ্যে।
সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর : উত্তর ২৪ পরগনার North 24 Pargana ) হাবড়ার তৃণমূল প্রার্থী (TMC ) মহাদেব মাটির বিরুদ্ধে উঠেছিল ব্যালট খেয়ে ফেলার অভিযোগ। আর, তৃণমূলের( TMC ) এক জয়ী প্রার্থীর বিরুদ্ধে বিজেপির (BJP ) প্রধানের সার্টিফিকেট খেয়ে ফেলার অভিযোগ উঠল এবার। হাবড়ার পর এবার রায়গঞ্জে সার্টিফিকেটই ছিঁড়ে খেয়ে ফেলার অভিযোগ উঠল।
বৃহস্পতিবার, ১৪ নম্বর কমলাবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হয়। এই পঞ্চায়েতে মোট আসন ১৭। এর মধ্যে বিজেপি জিতেছে ৯টি । তৃণমূল ৭টি এবং কংগ্রেস ১টি আসনে জিতেছে। অভিযোগ, এদিন, বোর্ড গঠনের সময় বিজেপির প্রধানের জয়ী হওয়ার শংসাপত্র ছিঁড়ে, তারপর খেয়ে ফেলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। এরপরই, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। লাঠি , তিরধনুক হাতে পঞ্চায়েত অফিস ঘিরে রাখেন বিজেপির কর্মীরা।
তৃণমূলের পঞ্চায়েত সদস্য সোনা টোপ্নর দাবি, এসব অভিযোগ মিথ্যে। তিনি বলেন, ' এটা মিথ্যা অভিযোগ, আমি কেন খেয়ে ফেলব? আমার সঙ্গে যাঁরা ছিল ওরা দেখেনি? আমি খেয়ে ফেলব, কাগজ কি কেউ খেয়ে ফেলবে? ছেঁড়াও হয়নি, খাওয়াও হয়নি।'
রায়গঞ্জের মহকুমা শাসক জানিয়েছেন, এখনও কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ এলে তা খতিয়ে দেখা হবে।
এর আগে পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার দিন, হাবড়ার ভুরকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী মহাদেব মাটির বিরুদ্ধে, অভিযোগ ওঠএ ব্যালট খেয়ে ফেলার । অভিযোগ তোলেন সিপিএমের প্রার্থী। এই বুথে ফের ভোট করানোর সিদ্ধান্ত নেয় রাজ্য নির্বাচন কমিশন। এই অভিযুক্ত ব্যালট-খেকো মহাদেব মাটিকে নিয়ে এমন শোরগোল পড়ে যায় যে, কাউন্টিং সেন্টার সংলগ্ল অশোকনগরের একটি মিষ্টির দোকানে তৈরি হয়েছিল ব্যালট 'মিষ্টি'। যদিও রায়গঞ্জের সোনার মতো, মহাদেবও বলেছিলেন, আমি ব্যালট খাইনি, সম্পূর্ণ মিথ্য়া কথা বলা হচ্ছে, পরীক্ষা করা হোক !
পঞ্চায়েত ভোটের আবহে কখনও ব্যালট বাক্স নিয়ে দৌড় দেখেছে বাংলা, কখনও পুকুর থেকে মাছের বদলে উঠে এসেছে ব্যালট বাক্স। কখনও আবার মাঠে- ঘাটে মিলেছে ব্যালট। তবে এমনভাবে জয়ী প্রধানের সার্টিফিকেট খেয়ে ফেলার অভিযোগ এই প্রথম।
মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন