West Bengal Police: বাংলায় প্রবেশ থেকে সন্ত্রাসের ছক, প্রশ্নের মুখে পুলিশের গোয়েন্দা নেটওয়ার্ক
Kolkata News: বারবার বিরোধীরা একটাই প্রশ্ন তুলছে, পশ্চিমবঙ্গের পুলিশ-প্রশাসন কী করছে?
কলকাতা: মুর্শিদাবাদ থেকে দু'জন বাংলাদেশি জঙ্গিকে গ্রেফতার করেছে অসম পুলিশ। কাশ্মীর পুলিশের ইনপুট নিয়েই ক্যানিং থেকে জঙ্গিকে গ্রেফতার করেছে রাজ্য় পুলিশের STF. এখানেই প্রশ্ন উঠছে, কী করছে পশ্চিমবঙ্গের পুলিশের গোয়েন্দা নেটওয়ার্ক? কীভাবে ভোটার কার্ড, আধার কার্ড, ভারতীয় পাসপোর্ট তৈরি করে ফেলছে জঙ্গিরা? এসব নিয়েই তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।
কেউ মুর্শিদাবাদে থেকে সন্ত্রাসের ছক কষছিল। কেউ ক্যানিং থেকে বাংলাদেশ হয়ে পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা করেছিল, কেউ বাংলাদেশি জঙ্গি, তো কেউ পাক মদতপুষ্ট জঙ্গি। কাউকে অসম পুলিশের তথ্য়ের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে, তো কারও ক্ষেত্রে রাজ্য় পুলিশকে তথ্য় পাঠায়িছে কাশ্মীর পুলিশ। কেউ বানিয়ে ফেলছে জাল ভোটার কার্ড, আধার কার্ড, এমনকী ভুয়ো নথি দিয়ে তৈরি পাসপোর্টও চলে এসেছে হাতে। আর তাই বারবার বিরোধীরা একটাই প্রশ্ন তুলছে,পশ্চিমবঙ্গের পুলিশ-প্রশাসন কী করছে?
বাংলাদেশ থেকে পশ্চিমবহ্গে ঢুকে কীভাবে সহজে সকলের মধ্য়ে মিলেমিশে সব সার্টিফিকেট তৈরি করা যায়, তার জ্বলন্ত উদাহরণ। বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী আনসারুল্লা বাংলা টিমের সদস্য মহম্মদ শাদ রাডি। ১০ বছর ধরে মুর্শিদাবাদে ছিল সে। মুর্শিদাবাদে বসেই বানায় ভোটার কার্ড, আধার কার্ড এমনকী ভারতের পাসপোর্টও। এপ্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "জঙ্গি নতুন ধরা পড়ছে না। আমেরিকান সেন্টারে আক্রমণ, লালবাজারের অদূরে বিস্ফোরণ। ফলে একটা জঙ্গি না এলে ভাল। কিন্তু এটা নতুন কিছু নয়। গোটা ভারতে ধরা পড়ছে। আসছে কোথা থেকে। বাইরে থেকে ঢুকছে। কেন্দ্রকে আটকাতে হবে। বিএসএফ পাহাড়া দিতে পারছে না। এখানকার পুলিশই গ্রেফতার করছে।''
চমকে যাওয়ার মতো ঘটনা হল, বাংলাদেশি নাগরিক শাদ রাডির আধার কার্ডে ঠিকানা রয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়া। অথচ ভোটার লিস্টে হরিহরপাড়ার পাশাপাশি নওদারও ঠিকানা দেওয়া রয়েছে। আবার পাসপোর্টে রয়েছে হরিহরপাড়ার ঠিকানা। মহম্মদ শাদ রাডির ভোটার কার্ডে নাম - মহম্মদ শাব শেখ। অর্থাৎ খাতায়কলমে আপাদমস্তক ভারতীয় নাগরিক সেজে বসে ছিল সে। প্রশাসন সূত্রে খবর, ২০২৩-এর অগাস্টে শাদ রাডি ভোটার কার্ডের ঠিকানা নওদা থেকে হরিহরপাড়ায় বদল করে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, বর্তমানে নওদা ও হরিহরপাড়ায়, দু-জায়গার ভোটার লিস্টেই নাম রয়েছে তার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: WB Dengue: পিছু ছাড়ছে না ডেঙ্গি আতঙ্ক, চিন্তা বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনার পরিসংখ্যান