Paresh Pal At CBI Office : BJP কর্মী খুনের অভিযোগের তদন্তে CBI-র নোটিস পেয়ে হাজিরা পরেশ পালের
West Bengal post-poll violence: স্বেচ্ছায় এসেছি, সিবিআই চাইলে পরেশ পালের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। বলেন অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার।
অনির্বাণ বিশ্বাস, কলকাতা : কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের অভিযোগের তদন্তে পরেশ পালকে সিবিআইয়ের (CBI) নোটিস। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক (Trinamul MLA from Beleghata Paresh Pal)।
সিবিআই দফতরে হাজির অভিজিতের দাদা বিশ্বজিৎ
অন্যদিকে, সিবিআই দফতরে হাজির অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার। তিনি বলেন, স্বেচ্ছায় এসেছি, সিবিআই চাইলে পরেশ পালের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। পরেশ পাল ও স্বপন সমাদ্দারের নির্দেশেই ভাইকে খুন করা হয়েছে, দাবি নিহত বিজেপি কর্মীর দাদার।' পরেশ পাল তো আগেই বলেছিলেন ভোটের ফল বের হলে যমের দুয়ারে পাঠাবেন ভাইকে ' বিস্ফোরক বিশ্বাজিৎ। তাঁর দাবি, সিবিআই চাইলে মুখোমুখি জেরা করুক তাঁকে ও পরেশ পালকে। ' পরে তো নোটিশ পাঠাতই, তাই আগেই এলাম। ' বলেন বিশ্বজিৎ।
প্রেক্ষাপট
ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় এবার বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালকে তলব করে CBI ( Central Bureau of Investigation ) । এই মামলায়, প্রথম তৃণমূলের কোনও বিধায়ককে তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। একই দিনে ভোট-পরবর্তী সন্ত্রাসের মামলাতেই নন্দীগ্রামে তৃণমূলের তিন নেতা-কর্মীকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। গত বছরের ২ মে, বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন, মৃত্যু হয় কাঁকুড়গাছির বাসিন্দা বিজেপির শ্রমিক সংগঠনের সক্রিয় সদস্য অভিজিৎ সরকারের। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তে নামে CBI। সম্প্রতি মৃত্যু-তদন্তে CBI’এর বিরুদ্ধে গড়িমসির অভিযোগ তুলে সরব হয় মৃত বিজেপি কর্মীর পরিবার। পাশাপাশি, বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালকে জিজ্ঞাসাবাদের দাবিতে সল্টলেকের CGO কমপ্লেক্সে CBI দফতরের সামনে অনশনে বসেন অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার। অন্যদিকে, ভোট পরবর্তী সন্ত্রাসে এক বিজেপি কর্মীর খুনের মামলায় সোমবার নন্দীগ্রামে তৃণমূলের তিন নেতা-কর্মীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।
পরেশ পালের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। মেয়র ফিরহাদ হাকিম সম্প্রতি বলেন, ' পরেশদাকে অনেকদিন দেখছি...বয়স্ক মানুষ। ভোট পরবর্তী সন্ত্রাস করবে? '
আরও পড়ুন :