Rath Yatra Weather: বঙ্গের আকাশে দুর্যোগের মেঘ, রথের দিন বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি
West Bengal Weather: ২৭ জুন রথ। সেদিন থেকে ৩ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের কলকাতা, দুই ২৪ পরগনা , হাওড়া, বীরভূমে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কলকাতা: রবিবাসরীয় সকালে মুখ ভার আকাশের। আগামী সপ্তাহে রথের রশিতে পড়বে টান। সেদিনও রয়েছে দুর্যোগের আশঙ্কা। রথে ভাসতে পারে রাজ্য। আগামী কয়েকদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকে দক্ষিণবঙ্গের বীরভূম, বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনা জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্য়ুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। একইসঙ্গে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার, মালদায় আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৬ জুন উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবত্ত তৈরি হতে পারে। যার জেরে পশ্চিম গাঙ্গেয় উপকূল ও বাংলাদেশে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। ২৭ জুন রথ। সেদিন থেকে ৩ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের কলকাতা, দুই ২৪ পরগনা , হাওড়া, বীরভূমে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: রবিবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের সতর্কতা। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির আশঙ্কা। উপকূলের জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় থাকবে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা। বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়বে।
আগামী কয়েকদিনের কলকাতার আবহাওয়া
সূত্র: IMD
| |||||||||||||||||||||||||||||||||||||||||
উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির আশঙ্কা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।






















