West Bengal Saline Controversy : 'গাফিলতি ছিল, অপারেশনের সময় ছিলেন না RMO', CID রিপোর্টের ভিত্তিতে ১২ জনকে সাসপেন্ড করল নবান্ন
'সেদিন অপারেশন করেছিলেন ট্রেনি চিকিৎসকরা, দায়িত্বে থাকা আরএমও ছিলেন না অপারেশনের সময়' দাবি সিআইডি রিপোর্টে

কলকাতা : স্যালাইনকাণ্ডে তোলপাড় রাজ্য। প্রসূতি মৃত্যুর দায় কার ? নিম্নমানের স্যালাইন ব্যবহারেই কি ঘটে গেল এতবড় বিপর্যয় ? নাকি এর পেছনে আছে চিকিৎসকদের গা-ফিলতিও? উঠেছে প্রশ্ন। এই নিয়ে বৃহস্পতিবারই রিপোর্ট জমা দেয় সিআইডি। তারপর দ্বিপ্রহরে এই বিষয়ে মুখ খোলে নবান্ন।
মুখ্য সচিব মনোজ পন্থ জানান, এই বিষয়ে ২ রকমের তদন্ত করা হয়েছে। একদিকে ঘটনার শিকড়ে পৌঁছতে মেদিনীপুরে পাঠানো হয়েছে 'সিনিয়র চিকিৎসকদের একটি দলকে। তাঁরা যেমন সবদিক খতিয়ে দেখেছেন, তেমনই তদন্ত করেছেন সিআইডি আধিকারিকরা। সেই রিপোর্টে গাফিলতি সামনে এসেছে বলে দাবি করে নবান্ন। পন্থ জানান, সেদিন ২ টি ওটি টেবিলে অপারেশন করা হয়েছিল। যে RMO বা ডাক্তার ডিউটিতে ছিলেন, তাঁরা রোগীকে দেখতে যাননি, অস্ত্রোপচারের সময়ও যাননি। তাই অস্ত্রোপচারের পদ্ধতি ঠিকমত অনুসরণ করা হয়নি বলে রিপোর্টে দাবি করা হয়েছে। সিআইডি তথ্য প্রমাণ খতিয়ে দেখে, হাসপাতালের অনেকের সঙ্গে কথা বলেই দাবি করেছে, অপারেশনের সময় 'স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল ' মানা হয়নি। সেদিন অপারেশন করেছিলেন ট্রেনি চিকিৎসকরা, দায়িত্বে থাকা আরএমও ছিলেন না অপারেশনের সময়। জানানো হয়েছে রাজ্যের তদন্ত রিপোর্টে।
স্যালাইনকাণ্ডে বৃহস্পতিবার রিপোর্ট জমা দেয় CID। মেদিনীপুর মেডিক্যাল কলেজে গিয়ে তদন্তে যান DSP পদমর্যাদার এক অফিসার। তদন্তকারী কথা বলেন RMO, ২ জন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি, ময়নাতদন্তকারী চিকিৎসক, চারজন নার্স, সুপার ও অধ্যক্ষের সঙ্গে। তারপর তিনি মুখ্যসচিবের কাছে রিপোর্ট জমা দেন। এই রিপোর্টেই দাবি, CID আধিকারিক। সূত্রের খবর, অস্ত্রোপচারের সময় সিনিয়র ডাক্তার ছিলেন কি না, অস্ত্রোপচার জুনিয়র ডাক্তাররা করেছিলেন কি না, কোনও গাফিলতি ছিল কি না, তার উল্লেখ রয়েছে CID রিপোর্টে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, সেদিন 'গাফিলতি সামনে এসেছে'।
দায়িত্বে থাকা যে যাঁরা অপারেশনের সময় হাজির ছিলেন না, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে নবান্ন। সবদিক খতিয়ে দেখে চিকিৎসায় গা-ফিলতির অভিযোগে ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করা হচ্ছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ওটি-র গেট পর্যন্ত কেন সিসিটিভি থাকবে না? গাফিলতি থাকলে তা ফৌজদারি অপরাধ। কেস টু কেস সেটা খতিয়ে দেখতে হবে। ওটি পর্যন্ত সিসিটিভি অবিলম্বে লাগাতে হবে। না মানলে, হাত জোড় করে বলব অন্য রাজ্যে যান'।
আরও পড়ুন :






















