Accident : রাজ্যের চার জেলায় ৫ টি পথ দুর্ঘটনা, এক দম্পতি সহ মৃত ৭ জন
West Bengal News : রাজ্যের একাধিক জায়গায় একইসঙ্গে দুর্ঘটনার জন্য যান শাসনে পর্যাপ্ত নজরদারির অভাবেই কি কারণ ? প্রশ্ন উঠছে।
রাজীব চৌধুরী, কমলকৃষ্ণ দে, সৌরভ বন্দ্যোপাধ্যায়, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও হুগলি : মাত্র সাড়ে ৩ ঘণ্টার ব্যবধানে চার জেলায় ৫টি পথ দুর্ঘটনায় (Road Accident) প্রাণ চলে গেল এক দম্পতি-সহ ৭ জনের। এদের মধ্যে মুর্শিদাবাদের (Murshidabad) দুই জায়গায় ডাম্পারের ধাক্কায় ৪ জনের মৃত্যু হয়। শক্তিগড়ে (Shaktighar) বেপরোয়া ট্রাক পিষে দেয় বাইক আরোহী দম্পতিকে। রাজ্যের একাধিক জায়গায় একইসঙ্গে দুর্ঘটনার জন্য যান শাসনে পর্যাপ্ত নজরদারির অভাবেই কি কারণ ? প্রশ্ন উঠছে।
মুর্শিদাবাদের সাগরদিঘির ছামুগ্রামে ছাই বোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলা-সহ ৩ স্কুটার আরোহীর। বুধবার রাত পৌনে ১০ টা নাগাদ সাগরদিঘি থার্মাল পাওয়ার স্টেশন থেকে ছাই নিয়ে বহরমপুরের দিকে যাচ্ছিল ডাম্পার। সাগরদিঘি-রঘুনাথগঞ্জ রাজ্য সড়কে উল্টোদিক থেকে আসা স্কুটারের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে।
কয়েক ঘণ্টার মধ্যেই রাত দেড় টা নাগাদ মুর্শিদাবাদের ফরাক্কায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর ঘটে যায় আরেকটি দুর্ঘটনা। বেসরকারি বাসের সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় বাস চালকের। আহত হন বাসের বেশ কয়েকজন যাত্রী।
প্রায় ওই একই সময়ে ১৮০ কিলোমিটার দূরে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বেরে মর্মান্তিক মৃত্যু হয় লরি চালকের। পুলিশ সূত্রে খবর, ফুলবাগান মোড়ে রেল গেটের সামনে রেলের হাইটেনশন তারে আটকে যায় পণ্যবোঝাই লরি। চালক নেমে তার ছাড়াতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন।
এদিকে, পূর্ব বর্ধমানের শক্তিগড়ে বাইক আরোহীকে পিষে দিল বেপরোয়া ট্রাক। তারাপীঠে পুজো দিয়ে ফেরার পথে, জাতীয় সড়কে পিছন থেকে ধাক্কা মারে ট্রাক।
দক্ষিণ ২৪ পরগনার ঘটকপুকুরে বুধবার রাত সাড়ে ১০ টা নাগাদ আরও একটি দুর্ঘটনা ঘটে। বাসন্তী হাইওয়েতে সরকারি বাসের সঙ্গে মোটরভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। আহত হন মোটরভ্যানের ৭ জন যাত্রী। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সরকারি বাসের চালককে আটক করেছে ভাঙড় থানার পুলিশ।
আরও পড়ুন- রেলকর্মীর পোশাক, আইডি কার্ড নিয়ে স্টেশনেই ভুয়ো টিকিট পরীক্ষকের রমরমা কারবার !
এদিকে, জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। কোলাঘাটে বাসের চাকা ফেটে বিপত্তি। তার পরই নিমেষে ঘটে যায় সবকিছু। প্রথমে ডাম্পারের পিছনে ধাক্কা মারে বাসটি। তার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ঢুকে যায় একটি গ্যারেজে। তাতে মোট পাঁচটি গাড়ি কার্যত দুমড়ে মুচড়ে যায়। এই দুর্ঘটনায় বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন। তবে প্রাণহানি এড়ানো গিয়েছে কোনও রকমে।
আরও পড়ুন:ত্বকের যত্নে বছরভর কোন কোন প্রাকৃতিক উপকরণ ব্যবহার করতে পারেন?