SIR News: 'বাদ পড়ছে প্রায় ৫৯ লক্ষের নাম', কাল খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে দাবি BLO ঐক্যমঞ্চের
Election Commission: এরাজ্য়ে দেড় কোটির বেশি ভোটারের দেওয়া তথ্যে ধরা পড়েছে অসঙ্গতি ! এনুমারেশন ফর্ম ফিলআপ পর্ব শেষের ২৪ ঘণ্টার মধ্য়ে নির্বাচন কমিশন সূত্রে সামনে আসে এমনই তথ্য়।

রুমা পাল, কলকাতা : কাল খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। তাতে 'বাদ পড়তে চলেছে প্রায় ৫৯ লক্ষের নাম।' SIR-এর খসড়া তালিকা প্রকাশের আগে এমনই দাবি করল BLO ঐক্যমঞ্চ। BLO ঐক্যমঞ্চের দাবি, অ্যাপে দেখা যাচ্ছে খসড়া ভোটার তালিকা। 'মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট, ভুয়ো ভোটার মিলিয়ে ৫৯ লক্ষ।' খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে এমনই দাবি BLO ঐক্যমঞ্চের।
এখন প্রিন্টিংয়ের কাজ চলছে। কাল, দিনের শুরুতেই এই সংক্রান্ত তথ্য অনলাইনেই দেখা যাবে। অন্যদিকে, BLO ঐক্যমঞ্চের তরফে দাবি করা হয়েছে, যে BLO অ্যাপ রয়েছে, সেখানে খসড়া ভোটার তালিকা অর্থাৎ, বুথ-ভিত্তিক তথ্য তাঁরা দেখতে পাচ্ছেন। অর্থাৎ, কতগুলো ভোটার রয়েছেন এবং কতজনের নাম বাদ যাচ্ছে, তা বুথভিত্তিক দেখতে পাওয়া যাচ্ছে তাঁদের অ্যাপে। সব রাজনৈতিক দলকে সফ্ট কপি দেওয়া হবে CEO দফতর থেকে। জেলা থেকে হার্ড কপি দেওয়া হবে। কাল খসড়া ভোটার তালিকা প্রকাশিত হলেই জানা যাবে কতজনকে শুনানিতে ডাকা হচ্ছে।
এরাজ্য়ে দেড় কোটির বেশি ভোটারের দেওয়া তথ্যে ধরা পড়েছে অসঙ্গতি ! এনুমারেশন ফর্ম ফিলআপ পর্ব শেষের ২৪ ঘণ্টার মধ্য়ে নির্বাচন কমিশন সূত্রে সামনে আসে এমনই তথ্য়। নির্বাচন কমিশন সূত্রে খবর, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বাদ পড়তে পারে প্রায় ৪৪ হাজার ভোটারের নাম ! শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে প্রায় সাড়ে দশ হাজার নাম বাদ পড়তে পারে।
গত বৃহস্পতিবার এনুমারেশন ফর্ম ফিলআপের পর্ব শেষ হয়েছে। এখন সাধারণ মানুষের মুখে মুখে প্রশ্ন ঘুরছে, SIR-এর 'ছাঁকনি'তে কত ভুয়ো ভোটার ধরা পড়বে ? কত নাম বাদ পড়তে চলেছে ? কত ভোটারের ফর্মে অসঙ্গতি ধরা পড়ল ? কত ভোটার শুনানিতে ডাক পেতে চলেছেন ? এই আবহে এনুমারেশন ফর্ম ফিলআপের ২৪ ঘণ্টার মধ্য়ে সামনে এল চাঞ্চল্য়কর তথ্য় ! নির্বাচন কমিশন সূত্রে খবর, ১ কোটি ৬৭ লক্ষ ৪৫ হাজার ৯১১ জন ভোটারের দেওয়া তথ্যে অসঙ্গতি ধরা পড়েছে ! এই ভোটারদের তথ্য় যাচাই করা হবে। BLO-রা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। তারপরও সন্দেহ থাকলে শুনানির জন্য ডেকে পাঠানো হবে।
কেমন অসঙ্গতি ধরা পড়েছে এনুমারেশন ফর্মে ? তা নিয়েও 'চোখ কপালে তোলার' মতো তথ্য় সামনে এসেছে ! নির্বাচন কমিশন সূত্রে খবর, ৮৫ লক্ষ ভোটারের বাবার নামে গলদ রয়েছে। সাড়ে ১৩ লক্ষ ভোটারের মা-বাবা হিসেবে একই নাম এসেছে। এখানেই শেষ নয় ! নির্বাচন কমিশন সূত্রে খবর, এনুমারেশন ফর্মে দেওয়া তথ্য় অনুযায়ী, ১১ লক্ষ ৯৫ হাজার ২৩০ জন বাবা হয়েছেন ১৫ বছরের কম বয়সে ! ৩ লক্ষ ২৯ হাজার ১৫২ জন ভোটার তো আবার ঠাকুর্দা হয়ে গেছেন ৪০ বছরের কম বয়সে ! ২৪ লক্ষ ২১ হাজার ১৩৩ জনের ক্ষেত্রে দেখা গেছে, এক ব্য়ক্তির ৬ জন করে ছেলে-মেয়ে।






















